ভারতের প্রাকৃতিক পরিবেশ | Natural Environment of India Questions Answers
- ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটির নাম লেখো।
উত্তর:- কুমারিকা অন্তরীপ
- আয়তন অনুসারে বর্তমানে ভারতের স্থান বিশ্বের কত তম?
উত্তর:- সপ্তম
- ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম লেখো।
উত্তর:- মালদ্বীপ
- ভারতের নবীনতম রাজ্যটির নাম লেখো।
উত্তর:- তেলেঙ্গানা
- ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল?
উত্তর:- ভাষা
- রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর:- 1953 খ্রিস্টাব্দে
- কত খ্রিস্টাব্দে ভারতে রাজ্য পুনর্গঠন আইন কার্যকরী করা হয়েছিল?
উত্তর:- 1956 খ্রিস্টাব্দে
- বর্তমানে ভারতে রাজ্যের সংখ্যা কয়টি?
উত্তর:- 29টি
- হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটির নাম লেখো।
উত্তর:- এভারেস্ট
- ভারতের সর্বোচ্চ শৃঙ্গটির নাম লেখো।
উত্তর:- গডউইন অস্টিন
- নদীতীরবর্তী নবীন পলিমাটিকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- খাদার
- ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটির নাম লেখো।
উত্তর:- কাঞ্চনজঙ্ঘা
- ব্যারেন কোন শ্রেণির আগ্নেয়গিরির উদাহরণ?
উত্তর:- সুপ্ত
- পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটির নাম লেখো।
উত্তর:- সান্দাকফু
- ভারতের সর্বদক্ষিণের পর্বতটির নাম লেখো।
উত্তর:- কার্ডামম
- ভারতের সর্বোচ্চ মালভূমিটির নাম লেখো।
উত্তর:- লাদাখ মালভূমি
- ভারতের বৃহত্তম উপহ্রদটির নাম লেখো।
উত্তর:- চিল্কা
- ‘মরুস্থলী’ শব্দের অর্থ লেখো।
উত্তর:- মৃতের দেশ
- আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গটির নাম লেখো।
উত্তর:- স্যাডল পিক
- পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটির নাম লেখো।
উত্তর:- বিলিগির রঙ্গন
- সমগ্র দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গটির নাম লেখো।
উত্তর:- আনাইমুদি
- ভারতের কোন্ উপকূল সর্বাধিক ভগ্ন প্রকৃতির?
উত্তর:- কোঙ্কন
- উৎস অঞ্চলে গঙ্গা নদী কী নামে পরিচিত?
উত্তর:- ভাগীরথী নামে।
- উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা কোনটি?
উত্তর:- বিন্ধ্য পর্বত
- ভাগীরথী ও অলকানন্দা মিলিত হয়েছে কোন স্থানে?
উত্তর:- দেবপ্রয়াগে
- ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো।
উত্তর:- লুনি
- সিন্ধু নদের উৎস কোথায়?
উত্তর:- সিন-কা-বাব হিমবাহ