মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর অধ্যায়- বর্জ্য ব্যবস্থাপনা | Waste Management Questions Answers

মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর অধ্যায়- বর্জ্য ব্যবস্থাপনা | Waste Management Questions Answers

  1. কোনো পদার্থ ব্যবহারের পর ওই পদার্থের বাতিল অংশকে আমরা কী বলে থাকি?

উত্তর:- বর্জ্য

  1. জীবজগতের সৃষ্ট বিষক্রিয়ার ভিত্তিতে বর্জ্যকে ক-টি ভাগে ভাগ করা হয়ে থাকে?

উত্তর:- 2টি

  1. ভারতের কোন্ মহানগরে প্রতিদিনের (2010-11) কঠিন বর্জ্যের পরিমাণ সবচেয়ে বেশি?

উত্তর:- দিল্লি

  1. গৃহের প্রতিদিনের কাজে উৎপাদিত আবর্জনা কোনটি?

উত্তর:- গৃহস্থালির বর্জ্য

  1. পারমাণবিক জ্বালানি চক্রের ফলে কোন প্রকার বর্জ্যের সৃষ্টি হয়?

উত্তর:- তেজস্ক্রিয় বর্জ্য

  1. গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি যন্ত্রের উদাহরণ দাও?

উত্তর:- স্ক্রাবার

  1. একটি কৃত্রিম বর্জ্যের নাম লেখো।

উত্তর:- তেজস্ক্রিয় বর্জ্য

  1. একটি জীববিশ্লেষ্য বর্জ্য পদার্থের নাম লেখো।

উত্তর:- ধানের তুষ

  1. কম্পোস্টিং যে পদার্থের উপর প্রয়োগ করা হয়, সেটি লেখো।

উত্তর:- জৈব বর্জ্য

  1. সালফার ডাইঅক্সাইড কোন প্রকৃতির বর্জ্য পদার্থের উদাহরণ?

উত্তর:- গ্যাসীয় বর্জ্য

  1. কঠিন বর্জ্যকে অক্সিজেনের অনুপস্থিতিতে দহনের মাধ্যমে তাপীয় বিয়োজন ঘটানো হয় কোন প্রক্রিয়ার দ্বারা?

উত্তর:- পাইরোলাইসিস

  1. কঠিন বর্জ্য পদার্থগুলি ফেলার জন্য পরিকল্পিত স্থানটি লেখো।

উত্তর:- ল্যান্ডফিল

  1. ময়লা বা বর্জ্য পদার্থ ধোওয়া জলকে কী বলা হয়ে থাকে?

উত্তর:- লিচেট

  1. যে সকল বর্জ্য প্রাকৃতিকভাবে বিয়োজিত হয়, তাদের কী বলা হয়ে থাকে?

উত্তর:- জৈব ভঙ্গুর

  1. বর্তমানে সামগ্রিকভাবে প্রায় কত শতাংশ কৃষিজাত খাদ্য রাসায়নিক ঔষধাদি বহন করে থাকে?

উত্তর:- 51%

  1. ভাগীরথী-হুগলি নদীর ওপর যে বর্জ্যের প্রভাব সর্বাধিক, সেটি লেখো।

উত্তর:- শিল্পজাত বর্জ্য

  1. জীবজগতের সৃষ্ট বিষক্রিয়ার ভিত্তিতে বর্জ্যের দুটি শ্রেণি কী কী?

উত্তর:- বিষাক্ত, অবিষাক্ত

  1. যেসব স্থান থেকে বর্জ্য উৎপন্ন হয়, তাকে বর্জ্যপদার্থের কী বলা হয়ে থাকে?

উত্তর:- উৎস

  1. তরল বর্জ্য ব্যবস্থাপনার প্রধান পদ্ধতিটি লেখো।

উত্তর:- নিষ্কাশন

  1. একটি জৈব বর্জ্যের উদাহরণ দাও।

উত্তর:- গোবর

  1. স্ক্রাবার কোন বর্জ্য ব্যবস্থাপনার অন্তর্গত?

উত্তর:- গ্যাসীয়

  1. কাগজ থেকে পুনরায় কাগজ উৎপাদন করার প্রক্রিয়াকে কী বলা হয়?

উত্তর:- পুনর্নবীকরন

  1. কত খ্রিস্টাব্দ থেকে আমেরিকান কংগ্রেস সমুদ্রে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ ফেলা স্থগিত করে।

উত্তর:- ১৯৮২ খ্রিস্টাব্দ থেকে।

  1. কোনো পরিবর্তন ছাড়াই বর্জ্য পদার্থের ব্যবহারকে বলে কী বলা হয়?

উত্তর:- পুনব্যবহার