ভারতের অবস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Location of India Questions and Answers

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Location of India Questions and Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের অবস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Location of India Questions and Answers

👉 Join Our Telegram Chanel – Click Here 👈

ভারতের অবস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Location of India Questions and Answers

ভারতের অবস্থান:- পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ ভারত পৃথিবীর উত্তর গোলার্ধে এবং এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। দেশটির মোট আয়তন প্রায় ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার।
সমগ্র দেশটি ইন্দো-অস্ট্রেলীয় পাতের উত্তরাংশে  ভারতীয় পাতের উপর দেশটি ৮°৪’ ও ৩৭°৬’ উত্তর অক্ষাংশ এবং ৬৮°৭’ ও ৯৭°২৫’ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থান করছে। ভারত নিরক্ষরেখার উত্তরে অর্থাৎ উত্তর গোলার্ধে ও মূলমধ্যরেখার পূর্বে অর্থাৎ পূর্ব গোলার্ধে অবস্থিত তাই বলাই যায় ভারত উত্তর-পূর্ব গোলার্ধে অবস্থিত একটি দেশ।

ভারতের অবস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:-

  1. ভারত কোন মহাদেশে অবস্থিত?

উত্তর:- এশিয়া

  1. ভারত কোন অঞ্চলে অবস্থিত?

উত্তর:- দক্ষিণ এশিয়া ভারতীয় উপমহাদেশ

  1. ভারতের স্থানাঙ্ক কত?

উত্তর:- ২১° উত্তর ৭৮° পূর্ব

  1. ভারত আয়তনে পৃথিবীতে কত তম?

উত্তর:- সপ্তম বৃহত্তম দেশ

  1. ভারতের মোট আয়তন কত?

উত্তর:- ভারতের মোট আয়তন ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার।

  1. ভারতের স্থলভাগের পরিমাণ প্রায় কত শতাংশ?

উত্তর:- 90.44%

  1. ভারতের জলভাগের পরিমাণ প্রায় কত শতাংশ? 

উত্তর:- 9.56%

  1. ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য কত?

উত্তর:- ৭,৫১৬.৬ কিমি

  1. ভারতের স্থলসীমানার পরিমাণ কত?

উত্তর:- ১৫,১০৬.৭০ কিমি

  1. বিভিন্ন দেশের সাথে ভারতের স্থলসীমানার পরিমাণ লেখো।

● বাংলাদেশ: ৪,০৯৬.৭০ কিমি (২,৫৪৬ মাইল)

● গণপ্রজাতন্ত্রী চীন: ৩,৪৮৮ কিমি (২,১৬৭ মাইল)

● পাকিস্তান: ৩,৩২৩ কিমি (২,০৬৫ মাইল)

● নেপাল: ১,৭৫১ কিমি (১,০৮৮ মাইল)

● মায়ানমার: ১,৬৪৩ কিমি (১,০২১ মাইল)

● ভুটান: ৬৯৯ কিমি (৪৩৪ মাইল)

● আফগানিস্তান: ১০৬ কিমি (৬৬ মাইল)

  1. ভারতের সর্বোচ্চ বিন্দুটির নাম লেখো।

উত্তর:- কাঞ্চনজঙ্ঘা ৮,৫৯৮ মিটার (২৮,২০৮.৭ ফুট)

  1. ভারতের সর্বনিম্ন বিন্দুটির নাম লেখো।

উত্তর:- কুট্টনাড় −২.২ মিটার (−৭.২ ফুট)

  1. ভারতের দীর্ঘতম নদীর নাম লেখো।

উত্তর:- গঙ্গা–ব্রহ্মপুত্র

  1. ভারতের বৃহত্তম হ্রদের নাম লেখো।

উত্তর:- চিল্কা হ্রদ

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।