পশ্চিমবঙ্গ সংক্রান্ত প্রশ্নোত্তর PDF | Westbengal Related Questions Answers PDF

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Westbengal Related Questions Answers PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সংক্রান্ত প্রশ্নোত্তর PDF | Westbengal Related Questions Answers PDF

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

পশ্চিমবঙ্গ সংক্রান্ত প্রশ্নোত্তর PDF | Westbengal Related Questions Answers PDF

PDF- এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো:-

1. পশ্চিমবঙ্গের আয়তন কত?

উত্তর:- ৮৮,৭৫২ বর্গ কিমি

2. পশ্চিমবঙ্গের মােট জনসংখ্যা কত?

উত্তর:- ৯ কোটি ১৩ লক্ষ ৪৭ হাজার ৭৩৬ জন (২০১১)

  1. জনবসতির ঘনত্বে রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের স্থান কত?

উত্তর:- চতুর্থ

4. পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ কত?

উত্তর:- ১৩.৪ শতাংশ

5. পশ্চিমবঙ্গের শহরের সংখ্যা কটি?

উত্তর:- ১৯৫ টি

  1. পশ্চিমবঙ্গের গ্রামের সংখ্যা কটি?

উত্তর:- ৩৮,৭০০ টি

7. পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা কোনটি?

উত্তর:- উত্তর ২৪ পরগণা

8. পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা কোনটি?

উত্তর:- দার্জিলিং

  1. পশ্চিমবঙ্গের আয়তনের ক্ষুদ্রতম জেলা কোনটি?

উত্তর:- কলকাতা (১৮৭.৩৩ বর্গকিমি)

10. পশ্চিমবঙ্গের আয়তনে বৃহত্তম জেলা কোনটি?

উত্তর:- দক্ষিন ২৪ পরগনা

11. পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী বলা হয় কাকে?

উত্তর:- দুর্গাপুর

  1. পশ্চিমবঙ্গের জলবায়ুর নাম কী প্রকৃতির?

উত্তর:- ক্রান্তীয় মৌসুমী জলবায়ু

13. পশ্চিমবঙ্গের প্রধান ফসলটির নাম লেখো।

উত্তর:- ধান

14. পশ্চিমবঙ্গের কোন গ্রামকে ‘গ্রামরত্ন’ বলা হয়?

উত্তর:- ফুলিয়া (নদীয়া)

  1. বাংলার ‘অক্সফোর্ড’ বলা হয় কাকে?

উত্তর:- নবদ্বীপকে

16. পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল কে ছিলেন?

উত্তর:- পদ্মজা নাইডু

17. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম লেখো?

উত্তর:- মমতা ব্যানার্জী

  1. পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম লেখো।

উত্তর:- মেছো বিড়াল

19. পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম লেখো।

উত্তর:- সাদা গলা মাছরাঙ্গা

20. পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম লেখো।

উত্তর:- শিউলী

  1. পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদের নাম লেখো।

উত্তর:- ছাতিম

22. পশ্চিমবঙ্গের লােকসভার তফশিলি জাতির সংরক্ষিত আসন সংখ্যা কয়টি?

উত্তর:- ১০ টি

  1. পশ্চিমবঙ্গের লােকসভায় তফশিলি উপজাতির সংরক্ষিত আসন কয়টি?

উত্তর:- ২ টি

24. পশ্চিমবঙ্গের লােকসভার সাধারণের জন্য আসন সংখ্যা কয়টি?

উত্তর:- ৩০ টি

25. পশ্চিমবঙ্গের লােকসভার মােট আসন সংখ্যা কয়টি?

উত্তর:- ৪২ টি

  1. বিধানসভায় তপশিলি জাতির সংখ্যা কয়টি?

উত্তর:- ৬৮ টি

27. বিধানসভায় তপশিলি উপজাতির সংখ্যা কয়টি?

উত্তর:- ১৬ টি

28. বিধানসভায় সাধারণের জন্য আসন সংখ্যা কয়টি?

উত্তর:- ২১০ টি

  1. বিধানসভায় মােট আসন সংখ্যা কয়টি?

উত্তর:- ২৯৪ টি

30. পশ্চিমবঙ্গের প্রধান ফসল কোনটি?

উত্তর:- ধান (কৃষিজমির ৭৫ শতাংশ অংশে ধান চাষ হয়)

31. বর্তমানে পশ্চিমবঙ্গে মােট জেলার সংখ্যা কয়টি?

উত্তর:- ২৩ টি

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

File Name:-  Westbengal Related Questions Answers PDF in Bengali [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here Download Full PDF

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।