ভারতের অবস্থান, বিস্তৃতি, সীমারেখা | Location Extent Boundaries of India

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Location Extent Boundaries of India. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের অবস্থান, বিস্তৃতি, সীমারেখা | Location Extent Boundaries of India

👉 Join Our Telegram Chanel – Click Here 👈

ভারতের অবস্থান, বিস্তৃতি, সীমারেখা | Location Extent Boundaries of India

ভারতের অবস্থান:- পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ ভারত পৃথিবীর উত্তর গোলার্ধে এবং এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। দেশটির মোট আয়তন প্রায় ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার।
সমগ্র দেশটি ইন্দো-অস্ট্রেলীয় পাতের উত্তরাংশে  ভারতীয় পাতের উপর দেশটি ৮°৪’ ও ৩৭°৬’ উত্তর অক্ষাংশ এবং ৬৮°৭’ ও ৯৭°২৫’ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থান করছে। ভারত নিরক্ষরেখার উত্তরে অর্থাৎ উত্তর গোলার্ধে ও মূলমধ্যরেখার পূর্বে অর্থাৎ পূর্ব গোলার্ধে অবস্থিত তাই বলাই যায় ভারত উত্তর-পূর্ব গোলার্ধে অবস্থিত একটি দেশ।

ভারতের বিস্তৃতি : পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ ভারতের বিস্তার উত্তর থেকে দক্ষিণে ৩,২১৪ কিলোমিটার এবং পশ্চিম থেকে পূর্বে ২,৯৯৩ কিলোমিটার। দেশটির মোট আয়তন প্রায় ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার। ভারতের স্থলভাগের পরিসীমা প্রায় ১৫,২০০ কিমি এবং উপকূলভাগের সীমাদৈর্ঘ্য প্রায় ৭,৫১৭ কিলোমিটার।

ভারতের সীমারেখা:- পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ ভারতের সমগ্র উত্তর সীমানা জুড়ে রয়েছে হিমালয় পর্বতমালা। এই সীমায় রয়েছে ভারতের প্রতিবেশী দেশ চিন, নেপাল ও ভুটান রাষ্ট্র। ভারতের সমগ্র দক্ষিণ সীমানা জুড়ে রয়েছে ভারত মহাসাগর, মান্নার উপসাগর ও শ্রীলংকা দ্বীপরাষ্ট্র। দেশটির পূর্ব সীমানা বরাবর রয়েছে বঙ্গোপসাগর, বাংলাদেশ ও মায়ানমার রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমায় অবস্থান করছে পাকিস্তান ও আরব সাগর।

● ভারতের উত্তরে অবস্থিত ভারত, পাকিস্তান ও চিনের মিলিত সীমারেখাটি ‘ইন্দিরা কল’ নামে পরিচিত।

● ভারত ও পাকিস্তানের মধ্যে ঘোষিত সীমারেখাটি  ‘রাডক্লিফ লাইন’ নামে পরিচিত।

● তিব্বতীয় চীন ও ভারতীয় ভূখণ্ডের সীমারেখাটি ‘ম্যাকমোহন লাইন’ নামে পরিচিত।

● ভারতের উত্তর-পশ্চিমে অবস্থিত ভারতীয় কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখাটি Line of Control বা L.O.C নামে পরিচিত।

● ভারতের সবচেয়ে পশ্চিমতম বিন্দু বা প্রান্তটি হল গুজরাটের কচ্ছ জেলার গুহার মোতি গ্রাম।

● ভারতের সবচেয়ে পূর্বতম বিন্দু বা প্রান্তটি হল অরুণাচল প্রদেশের আনজাউ জেলার কিবিথু

● ভারতের সবচেয়ে উত্তরতম বিন্দু বা প্রান্তটি হল জম্মু ও কাশ্মীর রাজ্যের পূর্ব কারাকোরাম পর্বতশ্রেণিতে অবস্থিত ইন্দিরা কল।

● ভারতের সবচেয়ে দক্ষিণতম বিন্দু বা প্রান্তটি হল নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ইন্দিরা পয়েন্ট।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।