উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর অধ্যায়- শিখন কৌশল | Learning Strategies Related Questions Answers

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Learning Strategies Related Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর অধ্যায়- শিখন কৌশল | Learning Strategies Related Questions Answers

শিখন কৌশল | Learning Strategies Related Questions Answers

  1. উদ্দীপক (S) এবং প্রতিক্রিয়া (R) এর বন্ধনের প্রভাবে কী ঘটে থাকে?

উত্তর:- শিখন

  1. আধুনিক শিক্ষা বলতে কী বোঝা যায়?

উত্তর:- শিশুকেন্দ্রিক শিক্ষা

  1. প্রাচীন অনুবর্তনে যে উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয় সেটি কী?

উত্তর:- অনাবর্তিত

  1. অনুশীলনের সূত্রটি যে শিখন তত্ত্বটির সাথে সম্পর্কযুক্ত সেটি কী?

উত্তর:- প্রচেষ্টা – ভুল তত্ত্ব

  1. চেষ্টা ও ভ্রাস্তি তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর:- থর্নডাইক

  1. ‘প্রচেষ্টা ও ভুল‘ তথা সংযোজনবাদ তত্ত্বের মূল প্রবক্তা কে ছিলেন?

উত্তর:- থর্নডাইক

  1. গেস্টাল্ট শব্দের অর্থ লেখো। 

উত্তর:- সম্পূর্ণ আকার বা অবয়ব বা কাঠামো

  1. সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন?

উত্তর:- মনোবিদ প্যাভলভ

  1. সক্রিয় অনুবর্তনের অপর নাম লেখো।

উত্তর:- যান্ত্রিক অনুবর্তন।

  1. গেস্টাল্ট একটি কী ধরনের শব্দ?

উত্তর:- জার্মান শব্দ

  1. কোন শক্তিদায়ী উদ্দীপক প্রতিক্রিয়াকে দুর্বল করে দেয়?

উত্তর:- ঋণাত্মক 

  1. কফ্‌কা কোন ধারার বিজ্ঞানী ছিলেন? 

উত্তর:- সমগ্রতাবাদী

  1. ‘Gestalt‘ কথাটির সঙ্গে কোন শব্দটি মানানসই নয়? 

উত্তর:- পদ্ধতি

  1. প্রক্ষোভের শেষে অনুবর্তনের প্রভাব কীরকম? 

উত্তর:- মাঝারি

  1. শিখনের ক্ষেত্রে সংযোগবাদের প্রবর্তক কাকে বলা হয়?

উত্তর:- থর্নডাইক 

  1. ‘পাজল বক্স’ বলতে কী বোঝায়?

উত্তর:- শিখনের সঠিক পদ্ধতি নির্ণয়ের জন্য থর্নডাইক বিড়াল ও মাছ নিয়ে পরীক্ষার নীরিক্ষার সময় বিশেষ এক ধরনের বাক্স ব্যবহার করেছিলেন। ওই বাক্সই পাজল বক্স নামে পরিচিত। 

  1. প্রচেষ্টা- ভুল শিখন কৌশল কী ভাবে সম্পন্ন হয়?

উত্তর:- থর্নডাইকের প্রচেষ্টা – ভুল শিখন একটি যান্ত্রিক কৌশল। প্রাণীর প্রচেষ্টাগুলির মধ্যে ভুল প্রচেষ্টাগুলি ক্রমশ সংশোধিত হতে থাকে এবং সঠিক প্রচেষ্টাটি ক্রমশই নির্দিষ্ট হতে থাকে। এইভাবে শিখন সম্পন্ন হয়।

  1. R – Type আচরণ বলতে কী বোঝো? 

উত্তর:- যে আচরণের কোনো নির্দিষ্ট উদ্দীপক থাকে না, যেকোনো উদ্দীপকের দ্বারা যে আচরণ ঘটানো যেতে পারে, তাকে R – Type আচরণ বলা হয়ে থাকে। 

  1. স্কিনারের শক্তিদায়ক উদ্দীপক দু’টি উল্লেখ করো? 

উত্তর:- স্কিনারের শক্তিদায়ক উদ্দীপক দুইটি হলো— (ক) ধনাত্মক শক্তিদায়ক উদ্দীপক এবং (খ) ঋণাত্মক শক্তিদায়ক উদ্দীপক। 

  1. সক্রিয় অনুবর্তন প্রাণীর কোন স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে? 

উত্তর:- সক্রিয় অনুবর্তন প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। 

  1. অনুবর্তন বলতে কী বোঝো? 

উত্তর:- যে প্রক্রিয়ার দ্বারা একটি নতুন প্রতিক্রিয়া বা আচরণ কোনো একটি অস্বাভাবিক উদ্দীপকের মাধ্যমে যে কোনো প্রাণীর মধ্যে জাগিয়ে তোলা যায় তাকে বলা হয় অনুবর্তন। 

  1. অপারেন্ট কাকে বলে? 

উত্তর:- অপারেন্ট বলতে বোঝায় ফলোৎপাদনের জন্য প্রতিক্রিয়া যার দ্বারা কোনো নির্দিষ্ট উদ্দীপক গুলি অনুপস্থিত থাকে। 

  1. S – Type অনুবর্তন কাকে বলে? 

উত্তর:- S –Type অনুবর্তন বা স্বতঃক্রয়ামূলক আচরণ হলো এমন এক ধরনের আচরণ যেক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট উদ্দীপকের দরকার হয় না, যেকোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়াকে যুক্ত করা যায় এবং প্রাণী সেখানে সক্রিয় ভূমিকা পালন করে থাকে। 

  1. থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল পদ্ধতির দু’টি সূত্র লেখো। 

উত্তর:- থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল পদ্ধতির দু’টি সূত্র হলো- 1. ফললাভের সূত্র এবং 2. অনুশীলনের সূত্র। 

  1. থর্নডাইকের ফললাভের সূত্রটি আলোচনা করে বুঝিয়ে দাও।

উত্তর:- শিখনের সময় উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সার্থক সমন্বয় স্থাপনের মাধ্যমে যদি সুখকর ও সন্তোষজনক ফল লাভ হয়, তবে ঐ সম্পর্কের বন্ধন শিথিল হয়ে যাবে। 

  1. সক্রিয় অনুবর্তনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর:- সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের একটি বৈশিষ্ট্য হলো– 1. সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনে প্রাণীর সক্রিয়তা একান্তভাবে প্রয়োজন হয়ে থাকে। এবং এই ধরনের অনুবর্তন প্রক্রিয়ার দ্বারা প্রতিক্রিয়া সম্পাদনের জন্য প্রাণীকে আগে থেকে প্রস্তুত থাকতে হয়। 

  1. স্কিনার বাক্স বলতে কী বোঝো? 

উত্তর:- অনুবর্তন তত্ত্বের প্রবক্তা প্রখ্যাত মনোবিদ অপারেন্ট (Operant) স্কিনার পরীক্ষালব্ধ প্রতিক্রিয়া দেখার জন্য যে বিশেষ একটি বাক্স ব্যবহার করেছিলেন। এটাকেই বলা হয় ‘স্কিনার বক্স’। এই বাক্সে একটি যন্ত্র নিয়ন্ত্রিত ট্রে আছে। একটি বোতামের উপর চাপ প্রয়োগ করলেই ট্রেতে খাবার উপস্থিত হয়ে যায়। 

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।