Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Astrology in Education Related Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর অধ্যায়- শিক্ষায় রাশিবিজ্ঞান | Astrology in Education Related Questions Answers।
শিক্ষায় রাশিবিজ্ঞান | Astrology in Education Related Questions Answers
- কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপের মধ্যে সব থেকে বেশি নির্ভরযোগ্য পরিমাপটি হলো-
উত্তর:- গড়
- মধ্যমমান পরিমাপক স্কোরগুলির কোনটি?
উত্তর:- মধ্যবিন্দু
- গাণিতিক গড়কে কী বলা হয়ে থাকে?
উত্তর:- মিন
- গণিত ভিত্তিক একটি কৌশলের নাম উল্লেখ করো?
উত্তর:- রাশিবিজ্ঞান
- হিস্টোগ্রাম কী ধরনের লেখচিত্র?
উত্তর:- অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র।
- রাশিবিজ্ঞান একটি কী ধরনের পদ্ধতি?
উত্তর:- গণিত
- চল বা চলক প্রধানত কয় রকমের?
উত্তর:- দু’রকমের হয়
- নীচের কোন লেখচিত্রটি ভিন্ন প্রকৃতির লেখচিত্র?
উত্তর:- ওজাইভ
- গড় দ্বারা কী জানা যায় তা লেখো?
উত্তর:- গড় দ্বারা স্কোর গুচ্ছের কেন্দ্রীয় প্রবণতা গুলি জানা যায়৷
- মধ্যমার মাধ্যমে কী জানা যায় তা লেখো?
উত্তর:- স্কোরগুলির মাঝখানে স্কোরটির মান মধ্যমার মাধ্যমে জানোট পারা যায়।
- কল্পিত গড় বলতে কী বোঝো?
উত্তর:- রাশিমালায় পরিসংখ্যা ও স্কোরের গুণফল নির্ণয়ের জন্য অনেক সময় সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্য নেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে বন্টনের মধ্যে থাকা যেকোনো রাশিকে গড় হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। অনুমিত এই রাশিটিই কল্পিত গড় নামে পরিচিত।
- মিডিয়ানের একটি ব্যবহার লেখো।
উত্তর:- বণ্টনের মধ্যমমানটি নির্দিষ্টকরণের জন্য মিডিয়ান ব্যবহৃত হয়ে থাকে।
- মিনের সংক্ষিপ্ত সূত্রে C -এর অর্থ লেখো।
উত্তর:- C (শুদ্ধিকরণ) = £ f / N
- পরিসংখ্যান তত্ত্ব (Statistics) বা রাশিবিজ্ঞান বলতে কী বোঝো?
উত্তর:- যখন কোনো বিষয় সম্পর্কে সংগৃহীত বিভিন্ন রাশির তাৎপর্য নির্ণয় করা হয় তখন সেই তাৎপর্য সমন্বিত রাশিতত্ত্বকে রাশিবিজ্ঞান বা পরিসংখ্যান তত্ত্ব বলা হয়ে থাকে।
- চল বলতে কী বোঝো?
উত্তর:- চল হলো একপ্রকারের পরিবর্তনশীল মান।
- রাশিমালার প্রসার কাকে বলে?
উত্তর:- রাশিমালার অন্তর্গত সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার মধ্যবর্তী সংখ্যাকেই বলা হয়ে থাকে রাশিমালার প্রসার বা Range.
- Histogram -এর ব্যবহার উল্লেখ করো।
উত্তর:- প্রাপ্ত তথ্য বা স্কোরগুলি যখন অবিচ্ছিন্ন অবস্থায় ব্যবহৃত থাকে তখন সে ক্ষেত্রে অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র বা Histogram ব্যবহার করা হয়ে থাকে।
- গাণিতিক গড়, মধ্যমমান এবং ভূষিষ্টকের মধ্যে সম্পর্ক লেখো।
উত্তর:- ভূষিষ্টক (Mode) – 3x মধ্যমমান (Median) গড় (Mean)।
- পরিসংখ্যা বণ্টনকালে ট্যালি চিহ্ন কেন ব্যবহার করা হয়?
উত্তর:- একগুচ্ছ স্কোরের মধ্যে কোনো বিশেষ শ্রেণিবিভাজনের স্কোর সংখ্যা দ্রুত নির্ণয় করার জন্য ট্যালি চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে।
- অবিচ্ছিন্ন সারি কাকে বলে?
উত্তর:- পরস্পর সজ্জিত বস্তুর মাঝে কোনো ছেদ না থাকলে তাকে অবিচ্ছিন্ন সারি বলা হয়ে থাকে। অবিচ্ছিন্ন সারির উদাহরণ হলো — 3 , 3.5 , 4 , 4.5 , 5 ইত্যাদি।
- বিচ্ছিন্ন সারি বলতে কী বোঝো?
উত্তর:- পরস্পর সজ্জিত বস্তুর মাঝে কোনো ছেদ থাকলে তবে তাকে বিচ্ছিন্ন সারি বলা হয়ে থাকে। বিচ্ছিন্ন সারির উদাহরণ হলো – 3 , 5 , 7 , 9 , 11 , 13 , 15 ইত্যাদি।
- নীচের সারিটির ভূষিষ্টক কোনটি হবে তা লেখো ?
উত্তর:- 10 , 4 , 5 , 3 , 2 , 4 , 3 , 4 সারিটির ভূষিষ্টক হলো 4 ।
- রাশিবিজ্ঞান বা Statistics বলতে কী বোঝো?
উত্তর:- রাশিবিজ্ঞান হলো মূলত একটি প্রয়োগমূলক বিজ্ঞান। এটি হলো এমন এক প্রকারের গণিত ভিত্তিক বিজ্ঞান যার দ্বারা তথ্য (Dat (A) সংগ্রহ, তথ্যকে সারণিতে সুবিন্যস্ত করে সারণিপত্র তৈরি করা এবং একে বিশ্লেষণ করা হয়ে থাকে। তাকে ইংরেজিতে বলা হয় Statistics বা রাশিবিজ্ঞান।
- কেন্দ্রীয় প্রবণতা বলতে কী বোঝো?
উত্তর:- একগুচ্ছ স্কোরের মধ্যে বিভিন্ন মানের স্কোর উপস্থিত থাকে। তবে এদের সকলের মধ্যেই কেন্দ্রের দিকে যাওয়ার বা সমস্ত স্কোরের প্রতিনিধিত্ব করার প্রবণতা থাকে। একেই বলা হয়ে থাকে কেন্দ্রীয় প্রবণতা।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।