মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর অধ্যায়- বারিমণ্ডল | Barimandal Questions Answers
- বায়ুমণ্ডল ও ভূমিকম্পের প্রভাবে সমুদ্রজলের উল্লম্বদিকে পর্যায়ক্রমিক উত্থান ও পতনকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- সমুদ্রতরঙ্গ
- সামুদ্রিক জলরাশির প্রায় নিয়মিতভাবে একস্থান থেকে অন্যস্থানে নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়াকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- সমুদ্রস্রোত
- সমুদ্রের বুকে জলে নিমজ্জিত যে বিশাল বিশাল চড়ার সৃষ্টি হয়, সেগুলিকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- মগ্নচড়া
- নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রস্রোত কীরূপ হয়?
উত্তর:- পৃষ্ঠস্রোত
- গ্র্যান্ড ব্যাংক একটি কীসের উদাহরণ?
উত্তর:- মগ্নচড়া
- মহাসাগরগুলিতে নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়েছে কোন বায়ুর প্রভাবে?
উত্তর:- আয়ন বায়ু
- পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব কত লেখো।
উত্তর:- 3.84 লক্ষ কিমি
- জোয়ারভাটা সৃষ্টির প্রধান কারণটি লেখো।
উত্তর:- চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণ
- চাঁদের প্রত্যক্ষ আকর্ষণে কোনো স্থানে যে জোয়ার হয়, তাকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- মুখ্য চান্দ্র জোয়ার
- একই স্থানে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা সংগঠিত হয়?
উত্তর:- দু-বার জোয়ার ও দু-বার ভাটা
- চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে কত দিনে?
উত্তর:- 271/3 দিনে
- দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত হয়?
উত্তর:- 24 ঘন্টা 52 মিনিট
- কোনো স্থানে মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত হয়ে থাকে?
উত্তর:- 12 ঘণ্টা 26 মিনিট
- ভরা জোয়ার বা তেজ কোটাল কোন কোন তিথিতে?
উত্তর:- অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে
- মরা কোটাল বা মরা জোয়ার ঘটে কোন তিথিতে?
উত্তর:- অষ্টমী তিথিতে
- চন্দ্র, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- সিজিগি
- মৌসুমি স্রোত দেখা যায় কোন মহাসাগরে?
উত্তর:- ভারত মহাসাগরে
- হুগলি নদীতে যাঁড়াষাঁড়ির বান দেখা যায় কোন সময়?
উত্তর:- বর্ষাকালে
- পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণের আনুপাতিক হিসাবটি লেখো।
উত্তর:- 9 : 4
- কতদিন অন্তর ভরা কোটাল ঘটে থাকে?
উত্তর:- 15
- 24 ঘন্টায় পৃথিবীর একবার আবর্তনে চাঁদ প্রায় কত ডিগ্রি পথ এগিয়ে যায়?
উত্তর:- 13°
- জোয়ারের স্রোত প্রবাহিত হয় কোন দিক থেকে কোন দিকে?
উত্তর:- পূর্ব থেকে পশ্চিমে