Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Location of India Questions and Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের অবস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Location of India Questions and Answers।
ভারতের অবস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Location of India Questions and Answers
■ ভারতের অবস্থান:- পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ ভারত পৃথিবীর উত্তর গোলার্ধে এবং এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। দেশটির মোট আয়তন প্রায় ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার।
সমগ্র দেশটি ইন্দো-অস্ট্রেলীয় পাতের উত্তরাংশে ভারতীয় পাতের উপর দেশটি ৮°৪’ ও ৩৭°৬’ উত্তর অক্ষাংশ এবং ৬৮°৭’ ও ৯৭°২৫’ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থান করছে। ভারত নিরক্ষরেখার উত্তরে অর্থাৎ উত্তর গোলার্ধে ও মূলমধ্যরেখার পূর্বে অর্থাৎ পূর্ব গোলার্ধে অবস্থিত তাই বলাই যায় ভারত উত্তর-পূর্ব গোলার্ধে অবস্থিত একটি দেশ।
■ ভারতের অবস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:-
- ভারত কোন মহাদেশে অবস্থিত?
উত্তর:- এশিয়া
- ভারত কোন অঞ্চলে অবস্থিত?
উত্তর:- দক্ষিণ এশিয়া ভারতীয় উপমহাদেশ
- ভারতের স্থানাঙ্ক কত?
উত্তর:- ২১° উত্তর ৭৮° পূর্ব
- ভারত আয়তনে পৃথিবীতে কত তম?
উত্তর:- সপ্তম বৃহত্তম দেশ
- ভারতের মোট আয়তন কত?
উত্তর:- ভারতের মোট আয়তন ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার।
- ভারতের স্থলভাগের পরিমাণ প্রায় কত শতাংশ?
উত্তর:- 90.44%
- ভারতের জলভাগের পরিমাণ প্রায় কত শতাংশ?
উত্তর:- 9.56%
- ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য কত?
উত্তর:- ৭,৫১৬.৬ কিমি
- ভারতের স্থলসীমানার পরিমাণ কত?
উত্তর:- ১৫,১০৬.৭০ কিমি
- বিভিন্ন দেশের সাথে ভারতের স্থলসীমানার পরিমাণ লেখো।
● বাংলাদেশ: ৪,০৯৬.৭০ কিমি (২,৫৪৬ মাইল)
● গণপ্রজাতন্ত্রী চীন: ৩,৪৮৮ কিমি (২,১৬৭ মাইল)
● পাকিস্তান: ৩,৩২৩ কিমি (২,০৬৫ মাইল)
● নেপাল: ১,৭৫১ কিমি (১,০৮৮ মাইল)
● মায়ানমার: ১,৬৪৩ কিমি (১,০২১ মাইল)
● ভুটান: ৬৯৯ কিমি (৪৩৪ মাইল)
● আফগানিস্তান: ১০৬ কিমি (৬৬ মাইল)
- ভারতের সর্বোচ্চ বিন্দুটির নাম লেখো।
উত্তর:- কাঞ্চনজঙ্ঘা ৮,৫৯৮ মিটার (২৮,২০৮.৭ ফুট)
- ভারতের সর্বনিম্ন বিন্দুটির নাম লেখো।
উত্তর:- কুট্টনাড় −২.২ মিটার (−৭.২ ফুট)
- ভারতের দীর্ঘতম নদীর নাম লেখো।
উত্তর:- গঙ্গা–ব্রহ্মপুত্র
- ভারতের বৃহত্তম হ্রদের নাম লেখো।
উত্তর:- চিল্কা হ্রদ
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।