17th August 2022 Current Affairs in Bengali | 17th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 17th August 2022 Current Affairs in Bengali | 17th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 17th August 2022 Current Affairs in Bengali | 17th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. নিচে 17th August 2022 Current Affairs in Bengali টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান।

Ajjkal



17th August 2022 Current Affairs in Bengali | 17th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. ভারতে “National Non-profit Day” কবে পালিত হয়?

উত্তরঃ ১৭ই আগস্ট

2. কেন্দ্র সরকার কাকে NATGRID CEO নিযুক্ত করেছে?



উত্তর: IAS পীযূষ গোয়েল

3. অরুণাচল প্রদেশের ৩য় বিমানবন্দরের নাম কী?

উত্তর: ডনি পোলো বিমানবন্দর

4. সশস্ত্র বাহিনী এবং CAPF-এর জন্য ভারতের রাষ্ট্রপতি কতটি বীরত্ব পুরস্কার অনুমোদন করেছেন?

উত্তর: 107

5. BSG প্রথম স্টিল স্ল্যাগ সড়ক কোথায় নির্মাণ করতে যাচ্ছে?

উত্তরঃ অরুণাচল প্রদেশ

6. 23 তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সিফুড শো কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ কলকাতা

7. ভারত-থাইল্যান্ড 9তম যৌথ কমিশনের বৈঠক কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

উত্তরঃ ব্যাংকক

8. ইয়েস ব্যাঙ্ক কোন প্ল্যাটফর্মের সাথে ONDC-এর জন্য সহযোগিতা করেছে?

উত্তরঃ SellerApp

9. কোন ক্রিকেটার সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন?

উত্তরঃ Kevin O’Brien




10. মহিলা ক্রিকেট দলের জন্য ICC কোন কর্মসূচি ঘোষণা করেছে?

উত্তর: উদ্বোধনী ফিউচার ট্যুর ও প্রোগ্রাম




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।