কম্পিউটার সায়েন্স গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Computer Gk in Bengali Questions Answer PDF

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Computer Gk in Bengali Questions Answer. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে কম্পিউটার সায়েন্স গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Computer Gk in Bengali Questions Answer। এই Computer Gk in Bengali Questions Answer | এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

👉 Join Our Telegram Chanel – Click Here 👈

Ajjkal




PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন

কম্পিউটার সায়েন্স গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Computer Gk in Bengali Questions Answer

  1. কম্পিউটার শব্দের অর্থ কি ?

উঃ গননাকারী যন্ত্র ।

  1. আধুনিক কম্পিউটারের জনক কে ?

উঃ জনক চালর্স ব্যাবেস

  1. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে ?

উঃ হার্ডওয়্যার

  1. বর্তমান কম্পিউটার জগতের কিংবদমিত্ম কে ?

উঃ বিল গেটস

  1. কম্পিউটার বায়োস ( BIOS ) কি ?

উঃ Basic Input – Output System

  1. কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় ?

উঃ মাদারবোর্ড

  1. ইলেকট্রনিক ডাকযোগাযোগ মাধ্যম কি ?

উঃ E – mail

  1. বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে কতো সালে ?

উঃ ১৯৬৪ সালে।



  1. CPU কি ?

উঃ Central Processing Unit .

  1. হার্ড ডিস্ক মাপার একক কি ?

উঃ গিগাবাইট

  1. 3G বলতে কি বুঝায় ?

উঃ Third Generation .

  1. প্রথম কম্পিউটার প্রোগ্রাম কি ?

উঃ অ্যাডা অগাষ্টা ।

  1. WWW কি ?

উঃ World Wide Web .

  1. কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কী?

উঃ FORTRAN .

  1. বিশ্ব কম্পিউটার কম্পিউটার সাক্ষরতা / Literacy Day দিবস হিসাবে কোন দিনটি পালিত হয় ?

উঃ ২২ শে ডিসেম্বর ।

  1. ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কি ?

উঃ চীন

  1. IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার কি ?

উঃ Intel 4004

  1. কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়?

উঃ ১৯৭৯

  1. কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ?

উঃ ৪ প্রকার

  1. চ্যাট (Chat) অর্থ কি ?

উঃ খোশগল্প করা

  1. বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকে হয় ?

উঃ ১৯৯৬ সালের ৪ জুন

  1. ই – মেইল কি ?

উঃ ইলেকট্রনিক মেইল

  1. কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে ?

উঃ মাইক্রো প্রসেসর

  1. কম্পিউটারের এই ‘ # ‘ চিহ্ন কে কি বলে ?

উঃ হ্যাস চিহ্ন

  1. ওয়েব অর্থ কি ?

উঃ জাল

  1. মাইক্রো শব্দের অর্থ কি ?

উঃ ক্ষুদ্রাকার

  1. অসংখ্য কম্পিউটারের সমন্বয়য়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয় ?

উঃ ইন্টারনেট

  1. UNIX কি ?

উঃ একটি অপারেটিং সিস্টেম ।

  1. মাউস ক্লিক বলতে কি বুঝায় ?

উঃ মাউসের বাম বোতামে চাপা

  1. কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে ?

উঃ Computer

  1. কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে ?

উঃ ৩ ধরনের

  1. পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয়?

উঃ প্রেজেনটেশন

  1. কত সালে অ্যাপেল অপারেটিং সিষ্টেম ৭.০ প্রবর্তন করেন ?

উঃ ১৯৭১ সালে

  1. LCD এর পূর্ণমান লিখ ?

উঃ Liquid Crystal Display .

  1. PC অর্থ কী ?

উঃ Personal Computer .

36.1KB = ?

উঃ 1024 Byte

  1. কম্পিউটারের আবিষ্কারক কে ?

উঃ হাওয়ার্ড এ্যাইকিন

  1. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে ?

উঃ Rom

  1. ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব (Youtube) এর প্রতিষ্ঠাতা কে ?

উঃ স্টিভ চ্যাল ও জাভেদ করিম

  1. কি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে ?

উঃ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

  1. কম্পিউটার পদ্ধতির প্রধান দুটি অংশ কি কি ?

উঃ হার্ডওয়্যার ও সফটওয়ার ।

  1. কম্পিউটার র্যাম কি ?

উঃ স্মৃতিশক্তি

  1. কম্পিউটারে স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয় ?

উঃ বাইট

  1. প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ?

উঃ লেডি অ্যাডা অগাষ্টা

  1. কম্পিউটারের কাজের গতি কি দ্বিরা প্রকাশ করে ?

উঃ ন্যানো

  1. কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন ?

উঃ গণিতবিদ

  1. আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয় ?

উঃ চার্লস ব্যাবেজ ।

  1. বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কি ?

উঃ 5 % ENIC .

  1. কম্পিউটার জগতের কিংবদন্তি কে ?

উঃ বিল গেটস।

  1. পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম কি ?

উঃ আবাকাস । (চীনে তৈরী)

  1. বাংলাদেশ প্রচলিত প্রথম কম্পিউটার কি ?

উঃ IBM 1620 .

  1. সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল কি ?

উঃ সুপার কম্পিউটার।

  1. মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় কত সালে ?

উঃ ১৯৭১ সালে। ব্যবহার শুরু হয় ১৯৭২ সালে ।

  1. প্রথম মাইক্রো কম্পিউটার কি ?

উঃ এ্যাপেল ।

  1. ১ কিলোবাইটে বিটের সংখ্যা কতো ?

উঃ 1024।

  1. কম্পিউটারের তথ্য দেখার জন্য সবচেয়ে বেশি কি ব্যবহৃত হয় ?

উঃ কী বোর্ড।




সুতরাং আর অপেক্ষা না করে নীচের লিংকে Click করে PDF টি সম্পূর্ণ বিনামূল্যে Download করুন

File Details:-

File Name:-  Computer Gk in Bengali Questions Answer [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here To Download




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।