Youth Services and Sports Recrument 2023
রাজ্যে ক্রীড়া এবং যুব কল্যাণ দফতর (Youth Services and Sports Recrument 2023) আপনার জন্য নিয়ে এসেছে চিফ এগ্জিকিউটিভ অফিসার, চিফ কোচ, কোচ সহ একাধিক শূন্যপদে পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে রাজ্যে ক্রীড়া এবং যুব কল্যাণ দফতরের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন। (chakrir khabar) Youth Services and Sports Department Recrument 2023.
■ নিয়োগকারী সংস্থা:- রাজ্যে ক্রীড়া এবং যুব কল্যাণ দফতর।
■ পদের নাম:- চিফ এগ্জিকিউটিভ অফিসার, চিফ কোচ, কোচ পদের জন্য নিয়োগ করা হবে।
■ আবেদনের মাধ্যম:- Online -এ আবেদন করতে হবে।
■ আবেদন শুরুর তারিখ:- আবেদন প্রক্রিয়া চলছে।
■ আবেদন শেষের তারিখ:- ৬ মার্চ ২০২৩
■ অফিসিয়াল ওয়েবসাইট:- https://wbsportsandyouth.gov.in/
■ আরো চাকরির খবর:-
মাধ্যমিক পাশেই ওয়েস্টার্ন কোলফিল্ডসে বিপুলসংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
পশ্চিমবঙ্গ সরকারের, প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের বিপুলসংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
■ বিজ্ঞপ্তি পড়ার লিংক:-
https://wbsportsandyouth.gov.in/sites/default/files/2023-02/261-SP_0001.pdf
■ শিক্ষাগত যোগ্যতা:-
এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীকে নুন্যতম মাধ্যমিক পাশ করতে হবে।
■ বয়সসীমা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ – ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।
■ প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-
আবেদনপত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীকে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে-
◾ Document Verification (DV).
◾ Interview
■ আবেদন পদ্ধতি:-
আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://wbsportsandyouth.gov.in/ এর মাধ্যমে আবেদন করতে পারেন।
■ প্রয়োজনীয় নথিপত্র:-
● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
● জাতিগত শংসাপত্র
● বসবাসের প্রমাণপত্র
● অভিজ্ঞতার শংসাপত্র
● নিজের সই করা ছবি
■ অনলাইনের আবেদন করার পদ্ধতি:-
● প্রথমে নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করতে হবে।
● অনলাইনে রেজিস্ট্রেশন তথা লগইন এর ডাইরেক্ট লিংকে ক্লিক করতে হবে।
● Registration এর সময় নিজের যাবতীয় বিভিন্ন তথ্য সঙ্গে রাখবেন।
● এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম তথা বাবা এবং মায়ের নাম, জন্ম তারিখ, জেন্ডার সঙ্গে নিজের একটি বৈধ এবং মোবাইল নম্বর এবং ইমেল আইডি সমস্ত কিছু নির্ভুলভাবে দিতে হবে।
● রেজিস্ট্রেশন শেষে একটি এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড পাবেন যেগুলি অবশ্যই নোট করে রাখবেন। যেটি পুনরায় লগইন করার জন্য লাগবে।
● সব শেষে যাদের আবেদন ফি জমা করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করুন।