1.Good Writing ink preparation

Writing ink preparation:

প্রয়ােজনীয় উপকরণ —

(১) ৫০০ সি . সি . ’ র দুটি কাঁচের বােতল এবং ১০০ সি . সি . ‘ র কাঁচের বােতল ১টি ,

(২) ১৫০০ সি . সি . ‘ র একটি মুখবন্ধ  কাঁচের জার

(৪) ১৪০০ সি . সি . ডিষ্ট্রিল ওয়াটার

(৫) ১০ গ্রাম ব্লইষক

(৬) অ্যাসিড কার্বলিক ২ সি . সি .

(৭) হাইড্রোক্লোরিক অ্যাসিড ১৫ গ্রাম

(৮) ফেরাস সালফেট ২৫ গ্রাম

(৯) গ্যালিক অ্যাসিড ৫ গ্রাম

(১০) ট্যানিক অ্যাসিড ২০ গ্রাম

(১১) সালফিউরিক অ্যাসিড ৫ ফোটা।

প্রস্তুত প্রণালী –

প্রথমে একটি ৫০০ সি . সি . র  কাঁচের

পাত্রে ৫০০ সি . সি . সামান্য গরম করা

ডিষ্টিল ওয়াটার , টনিক অ্যাসিড ও

অ্যাসিড গ্যালিক মিশিয়ে রাখতে হবে ।

অপর একটি  কাঁচের  পাত্রে ৫০০ সি . সি .

অনুরূপ ডিষ্ট্রিল ওয়াটার , ফেরাস

সালফেট এবং সালফিউরিক অ্যাসিড

রাখতে হবে । ১০০ সি . সি . কাঁচের

বােতলে ১০০ সি . সি . সামান্য গরম

ডিষ্ট্রিলড় ওয়াটার এবং ব্লু ইনক মিশিয়ে

রাখতে হবে । এবার ঐ ১৫০০ সি . সি . র

কাঁচের  জারে তিনটি পাত্রের দ্রবণ ঢেলে

দিয়ে কুড়ি মিনিট ধরে নাড়তে হবে ।

তারপর ৩০০ সি . সি . ডিষ্ট্রিল ওয়াটার

এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে দিয়ে

আরও ১৫ মিনিট নাড়তে হবে । এরপর

৩০০ সি . সি . র ডিষ্ট্রিল ওয়াটার মিশিয়ে

জারটির মুখ বন্ধ করে ১৫ / ২০ দিন রেখে

দিতে হবে এবং তারপর ধীরে ধীরে তার

ভিতরের কালি ঢেলে নিতে হবে , তবে

লক্ষ্য রাখতে হবে তলার অংশ যেন মিশে না

যায় ।