Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি World War II Questions Answers in Bengali || দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে World War II Questions Answers in Bengali || দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই World War II Questions Answers in Bengali || দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || World War II Questions Answers in Bengali
- নাৎসি বাইবেল কোন গ্রন্থটিকে বলা হয় ?
উত্তরঃ- নাৎসি বাইবেল বলা হয় ‘মেইক্যাম্ফ’ গ্রন্থটিকে।
- হিটলার কবে জার্মানির চ্যান্সেলার পদে নিযুক্ত হন ?
উত্তরঃ- হিটলার ১৯৩৩ খ্রিস্টাব্দে জার্মানির চ্যান্সেলার পদে নিযুক্ত হন।
- হিটলার নিজেকে কী বলে ঘোষণা করেন ?
উত্তরঃ- হিটলার নিজেকে ‘ফ্যুয়েরার’ বলে ঘোষণা করেন।
- ‘ফ্যুয়েরার’ কথার অর্থ কী ?
উত্তরঃ- ‘ফ্যুয়েরার’ কথার অর্থ নেতা।
- নাৎসি গুপ্ত পুলিশের নাম কী ?
উত্তরঃ- নাৎসি গুপ্ত পুলিশের নাম গেস্টাপো।
- নাৎসি দলের প্রতীক চিহ্ন কী ছিল ?
উত্তরঃ- নাৎসি দলের প্রতীক ছিল স্বস্তিকা।
- অ্যাডলফ হিটলার প্রথম জীবনে কী ছিলেন ?
উত্তরঃ- অ্যাডলফ হিটলার প্রথম জীবনে একজন সৈনিক ছিলেন।
- মুসোলিনি কে ছিলেন ?
উত্তরঃ- মুসোলিনি ছিলেন ইটালির ফ্যাসিস্ট দলের নেতা।
- ‘ফ্যাসিস্ট’ শব্দের অর্থ কী ?
উত্তরঃ- ‘ফ্যাসিস্ট’ শব্দের অর্থ শক্তি বা বল।
- মুসোলিনি প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবক বাহিনীর নাম কী ছিল ?
উত্তরঃ- মুসোলিনি প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবক বাহিনীর নাম ছিল ফ্যাসিস্টবাহিনী।
- মুসোলিনি কবে ইটালির প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন।
উত্তরঃ- মুসোলিনি ১৯২২ খ্রিস্টাব্দে ইটালির প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন।
- ফ্যাসিবাদ কী ?
উত্তরঃ- ফ্যাসিবাদ হল রাষ্ট্রীয় শক্তির চরম বহিঃপ্রকাশ। এখানে ব্যক্তির কোনো নিজস্ব সত্তা নেই।
- ‘ইল দুচে’ কার উপাধি ?
উত্তরঃ- ‘ইল দুচে’ ছিল মুসোলিনির উপাধি।
- ‘ইল দুচে’ কথার অর্থ কী ?
উত্তরঃ- ‘ইল দুচে’ কথার অর্থ প্রধান নেতা।
- জার্মানি কবে ইংল্যান্ডের সঙ্গে নৌচুক্তি সম্পাদন করে ?
উত্তরঃ- জার্মানি ১৯৩৫ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সঙ্গে নৌচুক্তি সম্পাদন করে।
- ইটালি কবে আবিসিনিয়া আক্রমণ করে ?
উত্তরঃ- ইটালি ১৯৩৫ খ্রিস্টাব্দে আবিসিনিয়া আক্রমণ করে।
- জার্মানি কবে অস্ট্রিয়া দখল করে ?
উত্তরঃ- জার্মানি ১৯৩৮ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া দখল করে।
- মিউনিখ চুক্তি কবে সম্পাদিত হয় ?
উত্তরঃ- মিউনিখ চুক্তি ১৯৩৮ খ্রিস্টাব্দে সম্পাদিত হয়।
- মিউনিখ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তরঃ- মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ইটালির মধ্যে।
- হিটলার কবে চেকোশ্লোভাকিয়া দখল করেন ?
উত্তরঃ- হিটলার ১৯৩৯ খ্রিস্টাব্দে চেকোশ্লোভাকিয়া দখল করেন।
- অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ- অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি ১৯৩৬ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
- কাদের মধ্যে অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তরঃ- জার্মানি ও জাপানের মধ্যে অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
- জাপান কবে মাঞ্জুরিয়া আক্রমণ করেছিল ?
উত্তরঃ- জাপান ১৯৩১ খ্রিস্টাব্দে মাঞ্জুরিয়া আক্রমণ করেছিল।
- স্পেনের গৃহযুদ্ধ কবে শুরু হয়েছিল ?
উত্তরঃ- স্পেনের গৃহযুদ্ধ ১৯৩৬ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল।
- জার্মান তোষণনীতি কোন্ কোন্ দেশ গ্রহণ করেছিল ?
উত্তরঃ- জার্মান তোষণনীতি ইংল্যান্ড ও ফ্রান্স গ্রহণ করেছিল।
- রাশিয়া জার্মানির সঙ্গে কোন চুক্তি স্বাক্ষর করেছিল ?
উত্তরঃ- রাশিয়া জার্মানির সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিল।
- রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ- রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি ১৯৩৯ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
- বিশ্ব-নিরস্ত্রীকরণ সম্মেলন কবে হয়েছিল ?
উত্তরঃ- ১৯৩৩ খ্রিস্টাব্দে বিশ্ব-নিরস্ত্রীকরণ সম্মেলন হয়েছিল।
- জাপান কবে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেছিল ?
উত্তরঃ- জাপান ১৯৩৩ খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেছিল।
- ইটালি কবে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেছিল ?
উত্তরঃ- ইটালি ১৯৩৫ খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেছিল।
- জাতিসংঘের সাফল্যের একটি উদাহরণ দাও।
উত্তরঃ- জাতিসংঘের প্রচেষ্টায় তুরস্ক ও ইরাকের সীমানা সংক্রান্ত বিরোধের মীমাংসা হয়।
- ফ্রাঙ্কো কে ছিলেন ?
উত্তরঃ- ফ্রাঙ্কো ছিলেন স্পেনের গৃহযুদ্ধের প্রধান সেনাপতি।
- নাৎসি দলের প্রত্যেককে কোন চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হত ?
উত্তরঃ- নাৎসি দলের প্রত্যেককে ‘স্বস্তিকা’ চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হত।
- ‘স্বস্তিকা’ চিহ্ন কীসের প্রতীক ?
উত্তরঃ- ‘স্বস্তিকা’ চিহ্ন আর্য রক্তের প্রতীক।
- হিটলার কবে পোল্যান্ডের সঙ্গে অন্যক্রমণ চুক্তি স্বাক্ষর করেন ?
উত্তরঃ- হিটলার ১৯৩৪ খ্রিস্টাব্দে পোল্যান্ডের সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেন।
- কবে হিটলার রাইনল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপন করেন ?
উত্তরঃ- ১৯৩৬ খ্রিস্টাব্দের মার্চ মাসে হিটলার রাইনল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপন করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় ?
উত্তরঃ- ১৯৩৯ খ্রিস্টাব্দের ৩ রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি কবে সম্পাদিত হয় ?
উত্তরঃ- রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি ১৯৩৭ খ্রিস্টাব্দের ৬ ই নভেম্বর সম্পাদিত হয়।
- আনম্নস নীতি কী ?
উত্তরঃ- জার্মান ভাষাভাষী অঞ্চলগুলিকে জার্মানির সঙ্গে অন্তর্ভুক্ত করার নীতিই আনস্লস নীতি নামে পরিচিত।
- Cash and Carry নীতি কী ?
উত্তরঃ- আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় গণতান্ত্রিক রাষ্ট্রগুলিকে সামরিক উপকরণ বিক্রি করার যে ব্যবস্থা গ্রহণ করেছিল তা পরিচিত ছিল Cash and Carry নীতি নামে।
- জাপান করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল ?
উত্তরঃ- জাপান ১৯৪১ খ্রিস্টাব্দের শেষের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল।
- জার্মানি কবে রাশিয়া আক্রমণ করে ?
উত্তরঃ- জার্মানি ১৯৪১ খ্রিস্টাব্দের ২২ শে জুন রাশিয়া আক্রমণ করে।
- জাপান কবে পার্লহারবার নৌ-ঘাঁটি ধ্বংস করে ?
উত্তরঃ- জাপান ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ ই ডিসেম্বর পার্লহারবার নৌ-ঘাঁটি ধ্বংস করে।
- জার্মানি কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করে ?
উত্তরঃ- জার্মানি ১৯৪৫ খ্রিস্টাব্দের ৭ ই মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করে।
- কবে ইউরোপে বিজয় দিবস পালিত হয় ?
উত্তরঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দের ৮ ই মে ইউরোপে বিজয় দিবস পালিত হয়।
- আমেরিকা কবে জাপানের ওপর পরমাণু বোমা নিক্ষেপ করে ?
উত্তরঃ- আমেরিকা ১৯৪৫ খ্রিস্টাব্দের ৬ ই ও ৯ ই আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরের ওপর পরমাণু বোমা নিক্ষেপ করে।
- কবে জাপান আত্মসমর্পণ করে ?
উত্তরঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দের ২ রা সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইটালি কবে আত্মসমর্পণ করে ?
উত্তরঃ- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইটালি ১৯৪৩ খ্রিস্টাব্দের ৩ রা সেপ্টেম্বর আত্মসমর্পণ করে।
- কোন্ যুদ্ধে জার্মানি রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় ?
উত্তরঃ- স্ট্যালিনগ্রাডের যুদ্ধে জার্মানি রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।