The World Famous Seaport || পৃথিবীর বিখ্যাত সমুদ্র বন্দর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি The World Famous Seaport || পৃথিবীর বিখ্যাত সমুদ্র বন্দর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে The World Famous Seaport || পৃথিবীর বিখ্যাত সমুদ্র বন্দর ||. নিচে  The World Famous Seaport || পৃথিবীর বিখ্যাত সমুদ্র বন্দর set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই The World Famous Seaport || পৃথিবীর বিখ্যাত সমুদ্র বন্দর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

The World Famous Seaport || পৃথিবীর বিখ্যাত সমুদ্র বন্দর

প্রশ্ন: আমস্টারডাম সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- হল্যান্ড।

প্রশ্ন: আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- মিশর।

প্রশ্ন: আকিয়াব সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- মায়ানমার।

প্রশ্ন: ইয়াকোহামা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- জাপান।

প্রশ্ন: ইয়াংগুন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- মায়ানমার।

প্রশ্ন: এন্টওয়ার্প সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- বেলজিয়াম।

প্রশ্ন: ওয়েলিংটন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- নিউজিল্যান্ড।

প্রশ্ন: ওসাকা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- জাপান।

প্রশ্ন: করাচী সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- পাকিস্তান।

প্রশ্ন: কলম্ব সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- শ্রীলঙ্কা।

প্রশ্ন: কলিকাতা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- ভারত।

প্রশ্ন: কারডিখ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- ইংল্যান্ড।

প্রশ্ন: ক্যান্টন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- চীন।

প্রশ্ন: কেপটাউন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- দক্ষিণ আফ্রিকা।

প্রশ্ন: ক্যাসাব্লাঙ্কা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- মরক্কো।

প্রশ্ন: গ্লাসগো সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- স্কটল্যান্ড।

প্রশ্ন: চট্টগ্রাম সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- বাংলাদেশ।

প্রশ্ন: মংলা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- বাংলাদেশ।

প্রশ্ন: জেনোয়া সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- ইটালী।

প্রশ্ন: ডানজিক সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- পোল্যান্ড।

প্রশ্ন: নিউইয়র্ক সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: নিউ অরলিন্স সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: নিউ ক্যাসল সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- ইংল্যান্ড।

প্রশ্ন: নেপলস সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- ইতালী।

প্রশ্ন: পোর্ট সৈয়দ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- মিশর।

প্রশ্ন: ফিলাডেলফিয়া সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: বুয়েন্স আয়ার্স সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- আর্জেন্টিনা।

প্রশ্ন: ব্রিস্টল সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- ইংল্যান্ড।

প্রশ্ন: ব্রিসবেন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- অষ্ট্রেলিয়া।

প্রশ্ন: ব্যাংকক সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- থাইল্যান্ড।

প্রশ্ন: ভেনিস সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- ইতালী।

প্রশ্ন: মন্ট্রিল সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- কানাডা।

প্রশ্ন: মন্টি ভিডিও সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- উরুগুয়ে।

প্রশ্ন: মারসিলিস সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- ফ্রান্স।

প্রশ্ন: ম্যাঞ্চেস্টার সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- ইংল্যান্ড।

প্রশ্ন: মাদ্রাজ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- ভারত।

প্রশ্ন: ম্যানিলা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- ফিলিপাইন।

প্রশ্ন: মুম্বাই সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- ভারত।

প্রশ্ন: রোটারডাম সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- হল্যান্ড।

প্রশ্ন: রিও ডি জেনিরো সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- ব্রাজিল।

প্রশ্ন: লিভারপুল সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- ইংল্যান্ড।

প্রশ্ন: লিসবন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- পর্তুগাল।

প্রশ্ন: লন্ডন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- ইংল্যান্ড।

প্রশ্ন: লেলিন গ্রাদ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- রাশিয়া।

প্রশ্ন: সাংহাই সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- চীন।

প্রশ্ন: সানফ্রান্সিসকো সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: সিঙ্গাপুর সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- সিঙ্গাপুর।

প্রশ্ন: সিডনী সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- অষ্ট্রেলিয়া।

প্রশ্ন: শিকাগো সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: হংকং সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- হংকং।

প্রশ্ন: হামবুর্গ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- জার্মানী।

প্রশ্ন: বন্দর আব্বাস সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- ইরান।

প্রশ্ন: ডারউইন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

উওরঃ- অষ্ট্রেলিয়া।

🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?

উঃ) আয়নো স্তর থেকে।

  1. একটি জৈব বর্জ্যের উদাহরণ দাওI

উঃ) ধানের খড়।

  1. ডিগ্রি শিট (ভূবৈচিত্রসূচক) মানচিত্রের স্কেল কতো ?

উঃ) 1:2,50,000

  1. ভারতের রেল বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম লিখI

উঃ) পেরাম্বুরI

  1. যে সীমারেখার নীচে তুষার গলে জল হয় তাকে কী বলে ?

উঃ) হিমরেখাI

  1. বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম লিখI

উঃ) হিমাচল প্রদেশI

  1. চীনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে কী বলে ?

উঃ) লোয়েসI

  1. বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদান কোনটি ?

উঃ) নাইট্রোজেনI

  1. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী ?

উঃ) সিয়াচেনI

  1. ‘ডিম ভর্তি ঝুড়ি ভূপ্রকৃতি’ তৈরি হয় কোন বাহ্যিক শক্তির প্রভাবে ?

উঃ) হিমবাহের সঞ্চয় কার্যের ফলেI

  1. ভারতের সাতপুরা কী প্রকৃতির পর্বত ?

উঃ) স্তূপ পর্বতI

  1. কোন মাটিতে জলাধারন ক্ষমতা সবথেকে কম ?

উঃ) মরু মাটিতেI

  1. ভারতের কোন ফসলের উপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক ?

উঃ) গমI

  1. ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সবথেকে বেশী ?

উঃ) উত্তর ভারতে I

  1. আশ্বিনের ঝড় দেখাযায় কোন রাজ্যে ?

উঃ) পশ্চিমবঙ্গে I

  1. ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কী বলে ?

উঃ) পর্যায়ন I

ছদ্ম রঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে কোন রং দ্বারা দেখানো হয় ?

উঃ) ঘন লাল (Dark Red) I

  1. ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক ?

উঃ) পলিমৃত্তিকা I

  1. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

উঃ) আনাইমুদি I

  1. নদী খাতে সৃষ্ট গর্তকে কী বলে ?

উঃ) মন্থকূপ I

  1. ভারতে বিমান পরিবহনের সূচনা হয় কবে ?

উঃ) 1911 সালে, এলাহাবাদ থেকে নৈনিতাল পর্যন্ত 10 কিঃমিঃ গতিপথে I

  1. ভারতের সর্ব বৃহৎ আন্তর্জাতিক বিমান সংস্থার নাম কী ?

উঃ) Air India Ltd. যা গঠিত হয় – 1953 সালে I

  1. ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় গড়ে ওঠে ?

উঃ) 1832 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে I

  1. ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্প কোথায় গড়ে ওঠে ?

উঃ) 1854 সালে বোম্বাইয়ে, Bombay Spinning and Weaving Com. Ltd এর প্রচেষ্টায় I

  1. Inland Waterways Authority of India কবে গঠিত হয় ?

উঃ) 1986 সালের 27 সে অক্টোবর I
Gksolves.com 

  1. গঙ্গা দূষণ রোধের নতুন প্রকল্প ‘নমামী গঙ্গে’ কবে অনুমোদিত হয় ?

উঃ) 2015 সালের 13 ই মে I

  1. কোন পরিকল্পনায় ভারতীয় সড়কপথকে চার ভাগে ভাগ করা হয় ?

উঃ) 1943 সালে নাগপুর পরিকল্পনায় I

  1. ভারতে পরিবার পরিকল্পনার প্রথম স্বেচ্ছাসেবী সংস্থা কোনটি ?

উঃ) Family Planning Association Of India, এর জন্ম – 1949 সালে বোম্বাইয়ে I

  1. ভারতীয় জনগণা পদ্ধতিতে ‘Dejure’ পদ্ধতি কবে গ্রহণ করা হয় ?

উঃ) 1941 সালের আদমশুমারিতে I

  1. ভারতের আধুনিক আদমশুমারির জনক কে ?

উঃ) ডব্লু. ডব্লু. হান্টার I

  1. ভারতীয় অর্থনীতিতে উদারনীতির জনক কে ?

উঃ) ডক্টর মনমোহন সিং I

  1. ভারতে National Horticulture Mission চালু হয় কবে ?

উঃ) 2005-06 সালে I

  1. ভারতের প্রথম স্পেন্ডেক্স সুতা উত্পাদন কেন্দ্রের নাম কী ?

উঃ) নলধারী I

  1. ‘তিন বিঘা করিডর’ কোথায় অবস্থিত ?

উঃ) ভারত-বাংলাদেশ সীমান্তে I

  1. ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্যের নাম কী ?

উঃ) হিমাচল প্রদেশ I

  1. ভারতের বৃহত্তম নদীদ্বীপ মজুলিকে ইউনেস্কো কবে ওয়র্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত করে ?

উঃ) 2004 সালে I

  1. ভারতে কবে যোজনা আয়োগ (Planning Comission) স্থাপিত হয় ?

উঃ) 1950 সালে I

  1. ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কোন কোন বাঁধ গঠিত হয় ?

উঃ) মেতুর, হীরাকুন্দ ও ভাকরা।

  1. ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিত হয় ?

উঃ) 1948 সালে I

  1. ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কী ?

উঃ) ডলফিন I

  1. অতি সূক্ষ বা হালকা তুষারকণা কি নামে পরিচিত ?

উঃ) নেভ I

  1. নেভ ও বরফের মাঝামাঝি অবস্থাকে কী বলে ?

উঃ) স্ফীর্ণ I

  1. কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত ?

উঃ) সিয়াচেন হিমবাহ I

  1. পৃথিবীর গভীরতম ফিয়র্ড এর নাম কী ?

উঃ) নরওয়ের সজনে ফিয়র্ড I

  1. একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল কতো ?

উঃ) 2.5 বছর I

  1. পৃথিবীর জলনিকাশি ব্যবস্থার কত অংশ এশিয়ায় বিকশিত হয়েছে ?

উঃ) 1/4 অংশ I

  1. বদ্রীনাথ পাহাড়ের নিকট নীলকণ্ঠ শৃঙ্গ কিরূপ ভূমিরূপের উদাহরণ ?

উঃ) পিরামিড চূড়ার উদাহরণ I

  1. হিমসিঁড়ির অগ্রবর্তী প্রান্তভাগকে কী বলে ?

উঃ) রাইজার I

  1. বদ্বীপ গঠনের আদর্শ ঢাল এর মান কত ?

উঃ) .05ডিগ্রি -1ডিগ্রি I

50.এস্কিমো ভাষায় ‘নুনাটাক্স’ এর বাংলা অর্থ কি ?

উঃ) ‘তুষার মুক্ত ভূমি’ I

  1. বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?

উঃ) আয়নো স্তর থেকে I

  1. একটি জৈব বর্জ্যের উদাহরণ দাও I

উঃ) ধানের খড় I

  1. ডিগ্রি শিট (ভূবৈচিত্রসূচক) মানচিত্রের স্কেল কতো ?

উঃ) 1:2,50,000

  1. ভারতের রেল বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম লিখ I

উঃ) পেরাম্বুর I

  1. যে সীমারেখার নীচে তুষার গলে জল হয় তাকে কী বলে ?

উঃ) হিমরেখা I

  1. বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম লিখ I

উঃ) হিমাচল প্রদেশ I

  1. চীনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে কী বলে ?

উঃ) লোয়েস I

  1. বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদান কোনটি ?

উঃ) নাইট্রোজেন I

  1. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী ?

উঃ) সিয়াচেন I

  1. ‘ডিম ভর্তি ঝুড়ি ভূপ্রকৃতি’ তৈরি হয় কোন বাহ্যিক শক্তির প্রভাবে ?

উঃ) হিমবাহের সঞ্চয় কার্যের ফলে I

  1. ভারতের সাতপুরা কী প্রকৃতির পর্বত ?

উঃ) স্তূপ পর্বত I

  1. কোন মাটিতে জলাধারন ক্ষমতা সবথেকে কম ?

উঃ) মরু মাটিতে I

  1. ভারতের কোন ফসলের উপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক ?

উঃ) গম I

  1. ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সবথেকে বেশী ?

উঃ) উত্তর ভারতে I

  1. আশ্বিনের ঝড় দেখাযায় কোন রাজ্যে ?

উঃ) পশ্চিমবঙ্গে I

  1. ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কী বলে ?

উঃ) পর্যায়ন I

ছদ্ম রঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে কোন রং দ্বারা দেখানো হয় ?

উঃ) ঘন লাল (Dark Red) I

  1. ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক ?

উঃ) পলিমৃত্তিকা I

  1. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

উঃ) আনাইমুদি I

  1. নদী খাতে সৃষ্ট গর্তকে কী বলে ?

উঃ) মন্থকূপ I

  1. ভারতে বিমান পরিবহনের সূচনা হয় কবে ?

উঃ) 1911 সালে, এলাহাবাদ থেকে নৈনিতাল পর্যন্ত 10 কিঃমিঃ গতিপথে I

  1. ভারতের সর্ব বৃহৎ আন্তর্জাতিক বিমান সংস্থার নাম কী ?

উঃ) Air India Ltd. যা গঠিত হয় – 1953 সালে I

  1. ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় গড়ে ওঠে ?

উঃ) 1832 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে I

  1. ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্প কোথায় গড়ে ওঠে ?

উঃ) 1854 সালে বোম্বাইয়ে, Bombay Spinning and Weaving Com. Ltd এর প্রচেষ্টায় I

  1. Inland Waterways Authority of India কবে গঠিত হয় ?

উঃ) 1986 সালের 27 সে অক্টোবর I
Gksolves.com 

  1. গঙ্গা দূষণ রোধের নতুন প্রকল্প ‘নমামী গঙ্গে’ কবে অনুমোদিত হয় ?

উঃ) 2015 সালের 13 ই মে I

  1. কোন পরিকল্পনায় ভারতীয় সড়কপথকে চার ভাগে ভাগ করা হয় ?

উঃ) 1943 সালে নাগপুর পরিকল্পনায় I

  1. ভারতে পরিবার পরিকল্পনার প্রথম স্বেচ্ছাসেবী সংস্থা কোনটি ?

উঃ) Family Planning Association Of India, এর জন্ম – 1949 সালে বোম্বাইয়ে I

  1. ভারতীয় জনগণা পদ্ধতিতে ‘Dejure’ পদ্ধতি কবে গ্রহণ করা হয় ?

উঃ) 1941 সালের আদমশুমারিতে I

  1. ভারতের আধুনিক আদমশুমারির জনক কে ?

উঃ) ডব্লু. ডব্লু. হান্টার I

  1. ভারতীয় অর্থনীতিতে উদারনীতির জনক কে ?

উঃ) ডক্টর মনমোহন সিং I

  1. ভারতে National Horticulture Mission চালু হয় কবে ?

উঃ) 2005-06 সালে I

  1. ভারতের প্রথম স্পেন্ডেক্স সুতা উত্পাদন কেন্দ্রের নাম কী ?

উঃ) নলধারী I

  1. ‘তিন বিঘা করিডর’ কোথায় অবস্থিত ?

উঃ) ভারত-বাংলাদেশ সীমান্তে I

  1. ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্যের নাম কী ?

উঃ) হিমাচল প্রদেশ I

  1. ভারতের বৃহত্তম নদীদ্বীপ মজুলিকে ইউনেস্কো কবে ওয়র্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত করে ?

উঃ) 2004 সালে I

  1. ভারতে কবে যোজনা আয়োগ (Planning Comission) স্থাপিত হয় ?

উঃ) 1950 সালে I

  1. ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কোন কোন বাঁধ গঠিত হয় ?

উঃ) মেতুর, হীরাকুন্দ ও ভাকরা।

  1. ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিত হয় ?

উঃ) 1948 সালে I

  1. ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কী ?

উঃ) ডলফিন I

  1. অতি সূক্ষ বা হালকা তুষারকণা কি নামে পরিচিত ?

উঃ) নেভ I

  1. নেভ ও বরফের মাঝামাঝি অবস্থাকে কী বলে ?

উঃ) স্ফীর্ণ I

  1. কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত ?

উঃ) সিয়াচেন হিমবাহ I

  1. পৃথিবীর গভীরতম ফিয়র্ড এর নাম কী ?

উঃ) নরওয়ের সজনে ফিয়র্ড I

  1. একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল কতো ?

উঃ) 2.5 বছর I

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।