উচ্চস্থান শীতল হয় কেন || Why high places are cool ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Why high places are cool || উচ্চ স্থান শীতল হয় কেন ||. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চস্থান শীতল হয় কেন || Why high places are cool || ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই উচ্চস্থান শীতল হয় কেন || Why high places are cool || || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

উচ্চস্থান শীতল হয় কেন || Why high places are cool ||

উচ্চ স্থান শীতল হয় কেন ?

ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার কারণগুলি হল-

(i) বায়ুমণ্ডল সর্বাধিক উত্থ হয় বিকিরণ, পরিবহন ও পরিচলন পদ্ধতিতে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এগুলির প্রভাব কমতে থাকে বলে উষ্মতা কমে।

(ii) উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলে ধূলিকণা, জলকণা, কার্বন ডাই-অক্সাইড, ওজোন, মিথেন প্রভৃতির স্বল্পতার কারণে ভূ-পৃষ্ঠের বিকিরিত তাপ এবং সূর্য থেকে আগত রশ্মির তাপ শোষণ ও সংরক্ষণ কম হয়।

(iii) ঊর্ধ্ব স্তরে বায়ুর চাপ কম বলে তা হালকা, পাতলা ও স্বচ্ছ। পাতলা ও হালকা বায়ু দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়।

(iv) ভূপৃষ্ঠের উষ্ম বায়ু ঊর্ধ্বে গিয়ে চাপ হ্রাসের কারণে শীতল হয়ে পড়ে।

ওজোন স্তরের গুরুত্ব ও ওজোনস্তর ধ্বংসঃ- বায়ুমণ্ডলের ২০-৩৫ কিমির মধ্যে ওজোন স্তরের অবস্থানের কারণেই সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষিত হচ্ছে। ফলে ভূ-পৃষ্ঠ ও বায়ুমণ্ডলের নিম্নস্তর অধিক তাপমাত্রার হাত থেকে রক্ষা পাচ্ছে। তাই বিজ্ঞানীদের মতে, “Without O layer biological furnace will turn into blast furnace.” বর্তমানে ক্লোরোফ্লুরোকার্বন (CFC) হ্যালোন, নাইট্রাস ওক্সাইড প্রভৃতি গ্যাসের প্রভাবে ওজোনস্তর ধীরে ধীরে ধ্বংস হচ্ছে। আন্টার্কটিকা মহাদেশের ঠিক ওপরে বায়ুমণ্ডলে ওজোন গহ্বর (ozone hole) সৃষ্টি হয়েছে। ওজোনস্তর ধ্বংসের প্রভাবে পৃথিবীর তারমাত্রা ধীরে ধীরে বাড়ছে, মানুষের শরীরে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হচ্ছে ও বাস্তুতন্ত্রের পরিবর্তন ঘটছে।



🔲 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. প্লিউম (Plume) কাকে বলে ?

উত্তরঃ- ম্যাগমার উর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলে।

  1. কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত কী ?

উত্তরঃ- পাইপের মতাে যে পথ দিয়ে ম্যাগমা নির্গত হয় তাকে কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত বলে।

  1. বিদার অগ্ন্যুৎপাত কী ?

উত্তরঃ- ফাটলের মতাে যে পথ দিয়ে ম্যাগমা নির্গত হয় তাকে বিদার অগ্ন্যুৎপাত বলে।

  1. পিলির কেশ কী ?

উত্তরঃ- হাওয়াই দ্বীপপুঞ্জে সুতোর মতাে লাভার নিশমিনকে পিলির কেশ বলে।

  1. লাক্ষেত্র কী ?

উত্তরঃ- অগ্ন্যুৎপাতের ফলে বিশাল এলাকা জুড়ে লাভার সঞ্চয়কে লাভক্ষেত্র বলে।

  1. লাভা ব্লিস্টার কী ?

উত্তরঃ- লাভাক্ষেত্রের তলদেশে বাষ্পের চাপের ফলে লাঙক্ষেত্রের উপরিভাগের স্ফীতিকে লাভা ব্লিস্টার বলে।

  1. ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো।

উত্তরঃ- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন।

  1. ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো।

উত্তরঃ- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নারকোন্ডাম।

  1. সিডার কাকে বলে ?

উত্তরঃ- ক্ষুদ্র দানাসদৃশ শিলাখণ্ডকে সিন্ডার বলে।

  1. নুয়ে আরদেন্তি কী ?

উত্তরঃ- আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাস, জলীয় বাষ্প, ছাই, ভস্ম ও জলন্ত শিলাচূর্ণের মিশ্রণে সৃষ্ট এক ধরনের পদার্থকে নূয়ে আরদেন্তি বলে।

  1. হর্নিটো কী ?

উত্তরঃ- অগ্ন্যুৎপাতের ফলে সশিত খাড়াই ঢালবিশিষ্ট লাভাশঙ্কুকে হর্নিটো বলে।

  1. পাহােয়ে হােয়ে (Pahoe hoe) কী ?

উত্তরঃ- উত্তর আফ্রিকার নিয়ামুরাগিয়া আগ্নেয়গিরির ঢালে সঞ্চিত মসৃণ লাক্ষেত্রকে পাহােয়ে হােয়ে বলে।

  1. ‘আ আ’ (Aa) কী ?

উত্তরঃ- ‘আ আ’ হল একধরনের বুদদবিশিষ্ট লাভা, যা অমসৃণ লাভক্ষেত্র সৃষ্টি করে।

  1. প্লাগডােম ও থােলােয়েড কাকে বলে ?

উত্তরঃ- ক্যারিবিয়ান সাগরে মার্টিনিক দ্বীপের মাউন্ট পিলির জ্বালামুখের মধ্যে দৃশ্যমান আম্লিক লাভার কঠিন পকে প্লাগডােম বলে। সুবিস্তৃত ছত্রাকার শীর্ষদেশবিশিষ্ট প্লাগডােমকে বলে থােলােয়েড।

  1. স্ট্রাটো ভলকানাে কাকে বলে ?

উত্তরঃ- বিমিশ্র শঙ্কুবিশিষ্ট আগ্নেয়গিরির চারপাশে স্তরে স্তরে লাভা সঞ্চিত হয় । সঞ্চিত লাভাস্তরবিশিষ্ট আগ্নেয়গিরিকে স্ট্রাটো ভলকানাে বলে।

  1. হটস্পট কী ?

উত্তরঃ- তীব্র তাপমাত্রাযুক্ত অন্তঃপ্লেট অলকে হটস্পট বলে।

  1. অ্যাসিড লাভা কী ?

উত্তরঃ- পটাশিয়াম, সােডিয়াম, অ্যালুমিনিয়াম ও সিলিকা সমৃদ্ধ লাভাকে অ্যাসিড লাভা বলে।

  1. ম্যায়ার কী ?

উত্তরঃ- ক্ষুদ্র ক্ষুদ্র অগভীর জ্বালামুখযুক্ত হ্রদকে ম্যায়ার বলে।

  1. স্কোরিয়েসাস ভূপ কী ?

উত্তরঃ- লাভাক্ষেত্রের মধ্যস্থ ফাটল বরাবর তরল লাভা সঞ্চিত হয়ে যে শঙ্কু আকৃতির ভূমিভাগ গঠন করে তাকে স্কোরিয়েসাস স্থূপ বলে।

  1. ভূবিপর্যয় কাকে বলে ?

উওরঃ- যেসব আলােড়নের প্রভাবে কঠিন ভূত্বকের আপেক্ষিক স্থানান্তর হয়, সেই আলােড়নকে ভূবিপর্যয় বলে।

  1. সমস্থিতিক আলােড়ন কী ?

উওরঃ- যে ভূ-আলােড়নের মাধ্যমে পর্বত, মালভূমি, সমভূমি ও সমুদ্রতলের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়, সেই আলােড়নকে সমস্থিতিক আলােড়ন বলা হয়।

  1. ইউস্টাটিক সঞ্চালন কী ?

উওরঃ- যে ভূ-আলােড়নের মাধ্যমে সমুদ্রবক্ষের জলতলের হ্রাসবৃদ্ধি লক্ষ করা যায়, সেই আলােড়নকে ইউস্ট্যাটিক সঞ্চালন বলে।

  1. শিলামণ্ডল কাকে বলে ?

উওরঃ- ভূত্বকের বাইরের কঠিন আবরণকে শিলামণ্ডল বলে।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।