বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন | Why can’t birds Fly in a Vacuum?




Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Why can’t birds Fly in a Vacuum. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন | Why can’t birds Fly in a Vacuum?

Ajjkal



বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন | Why can’t birds Fly in a Vacuum?

■ বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন ?

Ans. পাখি আকাশে উড়ার সময় ডানা দিয়ে বাতাসের ওপর বল প্রয়োগ করে। স্বাভাবিকভাবে বাতাসও পাখির ডানার ওপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। তাই পাখি উড়তে পারে। বায়ুশূন্য স্থানে পাখি প্রতিক্রিয়া বল লাভ করতে পারে না বলেই বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না।



■ চেয়ারে বসে থাকা কোনো ব্যক্তি ওই চেয়ারের ওপর বল প্রয়োগ করে চেয়ারটিকে ওপরে তুলতে পারে না কেন ?

Ans. চেয়ারে বসে থাকা ব্যক্তি এবং চেয়ার একটিই ব্যবস্থা। এখানে ব্যক্তিটির দ্বারা প্রযুক্ত বল এবং ওই বলের প্রতিক্রিয়া একই বস্তু-সংহতির অভ্যন্তরীণ ক্রিয়া-প্রতিক্রিয়া মাত্র। এই বল বাইরে থেকে বস্তু-সংহতির ওপর প্রযুক্ত না হওয়ায় ব্যক্তিসহ চেয়ারের ভরবেগের কোনো পরিবর্তন ঘটাতে পারে না। তাই চেয়ারে বসে চেয়ারটিকে ওপরে তোলা যায় না।

■ ঘোড়া গাড়িকে টানে, ঘোড়ার টানের প্রতিক্রিয়ায় গাড়িও ঘোড়াকে সমান ও বিপরীত বলে টানে — তবে গাড়ি চলে কী করে ?




Ans. ঘোড়া গাড়িকে টানার সময় গাড়িও সমান প্রতিক্রিয়া বল দ্বারা ঘোড়াকে বিপরীত দিকে টানে কিন্তু তবুও গাড়ি চলে এর কারণ হল, ঘোড়াটি গাড়িকে টানার সময় মাটিতে তির্যকভাবে পা দিয়ে বল প্রয়োগ করে ফলে মাটি ও ঘোড়ার পা বরাবর একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি করে। এখন যদি এই প্রতিক্রিয়া বলটির অনুভূমিক উপাংশ বল, ঘোড়ার ওপর প্রযুক্ত গাড়ির বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের (ঘর্ষণ বল) চেয়ে বেশি হয়, তবেই ঘোড়া গাড়িটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যদি ঘোড়ার উপর প্রযুক্ত গাড়ির প্রতিক্রিয়া বলটি বেশি হয় তবে গাড়ি সামনের দিকে এগিয়ে যাবে না।

■ গতিশীল রোলারের চেয়ে স্থির অবস্থায় থাকা রোলারকে ঠেলা কষ্টকর কেন ?

Ans. রোলারটি যখন স্থির অবস্থায় থাকে তখন এর উপর বল প্রয়োগ করে গতিশীল করার জন্য বেশি বল প্রয়োগ করতে হয়। রোলারের ভর বেশি বলে এর স্থিতি জাড্য বেশি— এই স্থিতিজাড্য ওকে গতিশীল হতে বাধা দেয়। তাই ওর স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় আনতে বেশি বল প্রয়োগ করতে হয়। গতিশীল রোলারের গতি জাড্য ওকে গতিশীল অবস্থায় রাখার চেষ্টা করে। তাই ওই অবস্থায় রোলারটির উপর অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করলেই রোলারের গতি বাড়ে। তাই স্থির রোলারের চেয়ে গতিশীল রোলারকে ঠেলা সহজ।

■ জোরে ছুঁড়ে দেওয়া ক্রিকেট বলকে ধরার সময় বলসহ হাতটিকে পিছন দিকে সরিয়ে নেওয়া হয় কেন ?

Ans. জোরে ছুঁড়ে দেওয়া একটি ক্রিকেট বলকে ধরার সময় হাতের উপর ক্রিকেট বল দ্বারা প্রযুক্ত ক্রিয়া বল কাজ করে। এর ফলে হাতও ক্রিকেট বলটির উপর সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলটির ক্রিয়ার ফলে ক্রিকেট বলটি হাত থেকে ছিটকে বেরিয়ে যেতো। তাছাড়া ক্রিয়া বলের প্রভাবে হাতে আঘাত লাগতে পারে। তাই হাতকে পিছন দিকে সরিয়ে নিলে হাতের ওপর প্রযুক্ত ক্রিয়া বলের মান অনেকটা কমে যায় যার ফলে প্রতিক্রিয়া বলটির মানও কমে যায়। ফলে ক্রিয়া বলের জন্য হাতে আঘাতও লাগে না বা প্রতিক্রিয়া বলের জন্য বলটি হাত থেকে ছিটকে বেরিয়ে যায় না।

■ ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীত হলেও সাম্য স্থাপন করে না কেন ?




Ans. সাম্য প্রতিষ্ঠার জন্য দুটি সমান ও বিপরীতমুখী বলকে একই বিন্দুতে প্রযুক্ত হতে হবে। কিন্তু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল যথাক্রমে দুটি ভিন্ন বস্তুর ওপর প্রযুক্ত হয়, অর্থাৎ বল দুটির প্রয়োগ বিন্দু আলাদা। তাই ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীত হলেও সাম্য প্রতিষ্ঠা করতে পারে না।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।