হােয়াইট থ্রোটেড রেল | White-Throated Rail Bird

হােয়াইট থ্রোটেড রেল | White-Throated Rail Bird : The island of Aldabra was once inhabited. The island was wiped out by the seabed about 138,000 years before the White Throat Railroad. The bird also lost its habitat. But nature-scientists claim that the extinct “white-throated train” is back. However, the story of this return is also diverse.




This is the second time they have returned from the brink of extinction. Experts claim that the bird returned thousands of years after that event millions of years ago. At that time the sea water went down. As soon as the water receded, the island woke up again. And then the bird (according to the size of the chicken) re-formed the kingdom on the coral island. Experts found fossils before and after these two events.




হােয়াইট থ্রোটেড রেল | White-Throated Rail Bird

ভারত মহাসাগরের উপর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম  প্রবাল দ্বীপ আলডাবরা দ্বীপেই এক সময় বাস ছিল। হােয়াইট থ্রোটেড রেল ’ – এর  প্রায় ১ লক্ষ ৩৬ হাজার বছর আগে সমুদ্রের তলদেশে নিশ্চিহ্ন হয়ে যায় দ্বীপটি । বাসস্থান খুইয়ে হারিয়ে গিয়েছিল  পাখিটিও। কিন্তু প্রকৃতি – বিজ্ঞানীদের দাবি, আবার ফিরে এসেছে বিলুপ্ত হয়ে যাওয়া সেই ‘ হােয়াইট থ্রোটেড রেল। তবে এই ফিরে আসার কাহিনিটিও বিচিত্র।

এই নিয়ে দ্বিতীয়  বার তারা অবলুপ্তির গহ্বর থেকে ফিরে এল। বিশেষজ্ঞদের  দাবি, লক্ষ বছর আগের ওই ঘটনার কয়েক হাজার বছর পরে পাখিটি আবার ফিরে এসেছিল। সে সময়ে সমুদ্রের  জল নেমে গিয়েছিল। জল নামতেই দ্বীপটি আবার জেগে  ওঠে। আর তখনই পাখিটি (আকারে মুরগির মতাে ) ফের রাজ্যপাট গড়ে তােলে ওই প্রবাল দ্বীপে এই দুই ঘটনার আগের ও পরের জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন বিশেষজ্ঞরা।




কিন্তু সকলকে অবাক করে দিয়ে এখন তারা বলছেন, আলডাবরা দ্বীপে পাখিটি এখনও রয়েছে বিজ্ঞানীরা জানাচ্ছেন, একে ইটেরেটিভ ইভােলিউশন’ বলে। অর্থাৎ কোনও প্রাণীর উত্তরসূরিদের মধ্যে কোনও একটি প্রজাতির একাধিক বিবর্তন ঘটে এবং ইতিহাসের বিভিন্ন সময়ে ফিরে – ফিরে আসে তারা। অন্যান্য প্রাণীর ক্ষেত্রে দেখা গেলেও রেল’ বা মাটিতে বসবাসকারী ছােট বা মাঝারি মাপের পাখিদের মধ্যে এমন নজির এই প্রথম

অবলুপ্তিও  ফিরে আসার ইতিহাসটাএ রকম — ‘রেল পরিবারের পাখিদের পূর্বপুরুষের বাস ছিল পূর্ব আফ্রিকার উপকূল থেকে ৪০০ কিলােমিটার দূরে ভারত মহাসাগরের ম্যাডাগাস্কার দ্বীপে। এক সময়ে এদের সংখ্যা এত বেড়ে যায়, যে এরা দ্বীপ ছেড়ে অন্যত্র পাড়ি দেয়। কিন্তু এরা তেমন উড়তে পারত  না বলে অনেকেই ভারত মহাসাগরে ডুবে যায়। যারা পশ্চিমে উড়ে যায়, তারা আফ্রিকার মূল ভূখণ্ডে পৌঁছয়। অন্যরা মরিশাস, আলডাবরায় বসবাস শুরু করে। কিন্তু ক্রমশ তারা ওড়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলে। কারণ ওই দ্বীপে তাদের ওড়ার প্রয়ােজন পড়ত না  ফলে দ্বীপেই বন্দি হয়ে পড়ে। তাই দ্বীপ যখন সমুদ্রের তলদেশে ডুবতে থাকে, তারা আর  পালানাের সুযােগ পায়নি। ফলে দ্বীপের সঙ্গেই নিশ্চিহ্ন হয়ে  যায়। ঠিক এভাবেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ডােডাে পাখিরা