উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর অধ্যায়- শিখন | Westbengal Higher Secondary Pedagogy Questions Answers

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Westbengal Higher Secondary Pedagogy Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর অধ্যায়- শিখন | Westbengal Higher Secondary Pedagogy Questions Answers

উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর অধ্যায়- শিখন | Westbengal Higher Secondary Pedagogy Questions Answers

  1. পরিণমন কী ধরনের প্রক্রিয়া?

উত্তর:- স্বাভাবিক প্রক্রিয়া

  1. শিখন একটি কী ধরনের প্রক্রিয়া? 

উত্তর:- কৃত্রিম

  1. ম্যাকডুগাল মনে করেন …….. এক ধরনের সুপ্ত মনোযোগ।

উত্তর:- আগ্রহ

  1. শিখনের প্রথম স্তরটি লেখো।

উত্তর:- ধারণ বা সংরক্ষণ

  1. ‘প্রত্যভিজ্ঞা‘ কথাটির আক্ষরিক অর্থ উল্লেখ করো? 

উত্তর:- চিনে নেওয়া।

  1. যে মানসিক প্রক্রিয়ার সাহায্যে মানুষ পূর্ব অভিজ্ঞতাকে সঞ্চয় করে রাখে, সেটি উল্লেখ করো।

উত্তর:- সংরক্ষণ

  1. পরিবর্তিত পরিবেশের উপযোগী নতুন আচরণ আয়ত্ত করাকে কী বলা হয়?

উত্তর:- শিখন

  1. প্রেষণার উদ্ভব হয় কী থেকে?

উত্তর:- অভাববোধ থেকে

  1. শিখনের দ্বিতীয় স্তর উল্লেখ করো।

উত্তর:- পুনরুদ্রেক

  1. যে প্রক্রিয়ায় শিশুরা নতুন নতুন আচরণ করে, তাকে কী বলা হয়ে থাকে?

উত্তর:- শিখন

  1. সহগতির সহগাঙ্ককে যে ইংরেজি অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে সেটি উল্লেখ করো?

উত্তর:- ‘ r ‘

  1. দ্বি-উপাদান তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? 

উত্তর:- স্পিয়ারম্যান

  1. ‘পুনরুদ্রেক‘ কথাটির অর্থ লেখো।

উত্তর:- মনে করা

  1. অতীত অভিজ্ঞতার ভিত্তিতে নতুন অভিজ্ঞতার অনুশীলনকে কী বলা হয়ে থাকে?

উত্তর:- শিখন

  1. শিখন, স্মৃতি, প্রত্যক্ষণ এগুলি আসলে কী ধরনের প্রক্রিয়া? 

উত্তর:- মানসিক প্রক্রিয়া

  1. মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম উল্লেখ করো। 

উত্তর:- মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম হলো দুশ্চিন্তা। 

  1. শিখনের কার্যকরী বিষয়গুলির মধ্যে যেকোনো দু’টির উল্লেখ করো। 

উত্তর:- শিখনের প্রধান দু’টি কার্যকরী বিষয় দু’টি হলো— ক. উপযুক্ত পরিবেশ, খ. উপযুক্ত পদ্ধতি। 

  1. শিখন প্রক্রিয়ার পর্যায়গুলি উল্লেখ করো? 

উত্তর:- শিখন প্রক্রিয়ার পর্যায়গুলি হলো — ক. অভিজ্ঞতা অর্জন, খ. সংরক্ষণ ধারন গ. পুনরুদ্রেক বা মনে করা, ঘ. প্রত্যভিজ্ঞা বা চেনা। 

  1. শিখনের দু’টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। 

উত্তর:- শিখনের দু’টি প্রধান বৈশিষ্ট্য হলো: ক. শিখন আচরণের পরিবর্তন আনে। খ. শিখন অনুশীলন ভিত্তিক। 

  1. পরিণমন বলতে কী বোঝায়?

উত্তর:- পরিণমন এমন একটি চর্চা যা অনুশীলন ও শিখন নিরপেক্ষ স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটি আপনা – আপনি ব্যক্তির মধ্যে সঞ্চারিত হয়ে তার অভ্যন্তরীণ বৃদ্ধিতে সহায়তা করে থাকে। 

  1. SMA- এর পুরো কথাটি লেখো? 

উত্তর:- পুরো নাম Special Mental Ability. 

  1. GMA -এর পুরো কথাটি কী? 

উত্তর:- GMA -এর পুরো কথাটি হলো: General Mental Ability. 

  1. শিখন ও পরিণমনের একটি সাদৃশ্য উল্লেখ করো। 

উত্তর:- প্রথমত: শিখন ও পরিণমন দু’টিই ব্যক্তির জীবনবিকাশের প্রক্রিয়া বা বিকাশমূলক প্রক্রিয়া। 

দ্বিতীয়ত: দু’টি প্রক্রিয়ার ফলশ্রুতিতেই ব্যক্তির আচরণের পরিবর্তন লক্ষ করা যায়৷ 

  1. গ্যাগনির মতে সব থেকে উচ্চ পর্যায়ের শিখনটির নাম লেখো?

উত্তর:- গ্যাগনিনের মত অনুসারে সব থেকে উচ্চ পর্যায়ের শিখনটির নাম হলো ‘সমস্যা সমাধানমূলক শিখন’। 

  1. থার্স্টোনের তত্ত্ব অনুযায়ী যেকোনো দু’টি প্রাথমিক মানসিক ক্ষমতার উদাহরণ দাও। 

উত্তর:- থার্স্টোনের তত্ত্ব অনুসারে দু’টি প্রাথমিক মানসিক উদাহরণ দাও সংখ্যাগত উপাদান N এবং বাচনিক উপাদান V। 

  1. সাধারণ মানসিক ক্ষমতা বলতে কী বোঝায়? 

উত্তর:- এটি এমন একটি ক্ষমতা যা যে কোনো বৌদ্ধিক কাজে অল্পবিস্তর প্রয়োজন হয়। শিশু জিনগতসূত্রে এই ক্ষমতা অর্জন করে অর্থাৎ এটি হলো সহজাত ও জন্মগত। স্পিয়ারম্যান এটিকেই বলেছেন ‘G -ক্ষমতা’। 

  1. মনোযোগের দু’টি বস্তুগত নির্ধারকের নাম উল্লেখ করো? 

উত্তর:- মনোযোগের দু’টি বস্তুগত নির্ধারকের হলো নাম হলো তীব্রতা ও রং। 

  1. বিশেষ মানসিক ক্ষমতা কাকে বলে?

উত্তর:- কোনো বিশেষ কাজের জন্য সাধারণ ক্ষমতার পাশাপাশি একটি বিশেষ ক্ষমতার প্রয়োজন হয় এবং ক্ষমতা ওই কাজটি ব্যতীত অন্য কোনো কাজে দরকার হয় না, তাকেই বলা হয় বিশেষ ক্ষমতা। স্পিয়ারম্যান এই ক্ষমতাকেই ‘S‘ ক্ষমতা বলেছেন?

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।