Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Westbengal Higher Secondary History Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে অতীত স্মরণ | Westbengal Higher Secondary History Questions Answers।
অতীত স্মরণ | Westbengal Higher Secondary History Questions Answers
- “সব ইতিহাস হলো সমকালীন ইতিহাস”— এই বিখ্যাত উক্তিটি কে করেছেন?
Ans. ক্লোচের
- ‘What is History’ গ্রন্থটির লেখক কে?
Ans. ই.এইচ. কার
- ভারতীয় ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কে ছিলেন?
Ans. রমেশচন্দ্র মজুমদার
- ‘ভারত হলো বিশ্বসভ্যতার লীলাভূমি’— এই বিখ্যাত উক্তিটি কে করেছেন?
Ans. ভলতেয়ার
- পুরাণ বিষয়ক তত্ত্বকে কী বলা হয়ে থাকে?
Ans. পুরাণতত্ত্ব
- গ্রিসের একটি বিখ্যাত কিংবদন্তি চরিত্রের নাম লেখো?
Ans. হারকিউলিস
- জাদুঘরের প্রথম উৎপত্তি হয়েছিল কোন দেশে?
Ans. গ্রিসে
- একটি প্রাচীন জাদুঘরের নাম উল্লেখ করো?
Ans. এননিগালডি নান্না
- জাতীয় প্রতিকৃতি প্রদর্শশালা কোথায় অবস্থিত?
Ans. লন্ডনে
- ‘অক্সফোর্ড হিস্ট্রি অব ইন্ডিয়া’ এই বিখ্যাত গ্রন্থটির রচনাকার কে?
Ans. ভিনসেন্ট স্মিথ
- আলবেরুনি রচিত গ্রন্থটির নাম লেখো?
Ans. তহকিক-ই-হিন্দ
- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনস্মৃতি’ গ্রন্থটি কী জাতীয় গ্রন্থ?
Ans. স্মৃতিকথা
- ‘হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া’ গ্রন্থটির রচনাকার কে?
Ans. জেমস মিল
- ‘ইলিয়ড’ ও ‘ওডিসি’ বিখ্যাত মহাকাব্য দুটি কে রচনা করেছেন?
Ans. হোমার
- স্মৃতিকথা বলতে কী বোঝো?
Ans. স্মৃতিকথা হলো মৌখিক উপাদান।
- ‘ইতিহাসের জনক’ কাকে বলা হয়ে থাকে?
Ans. হেরোডোটাসকে
- কোন ধরনের লোককথার মূল চরিত্র হলো মানুষ?
Ans. কিংবদন্তির
- ‘ইতিহাসমালা’ গ্রন্থটির রচয়িতা কে?
Ans. উইলিয়াম কেরি
- একজন মানবতাবাদী ব্রিটিশ ঐতিহাসিকের নাম লেখো?
Ans. জেমস মিল
- কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল?
Ans. ১৮০০ খ্রিস্টাব্দে
- ভারতে এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল?
Ans. ১৭৮৪ খ্রিস্টাব্দে
- ভারতের বৃহত্তম মিউজিয়ামটির নাম লেখো?
Ans. দ্য ইন্ডিয়ান মিউজিয়াম
- ‘লুভর মিউজিয়াম’ কোথায় অবস্থিত?
Ans. প্যারিসে
- ‘কেম্ব্রিজ হিস্ট্রি অব ইন্ডিয়া’ বিখ্যাত গ্রন্থটির রচয়িতা কে?
Ans. ডডওয়েল
- দক্ষিণারঞ্জন বসুর ‘ছেড়ে আসা গ্রাম’ এটি এক ধরনের কী?
উত্তর স্মৃতিকথা মূলক গ্রন্থ।
- ইতিহাস কাকে বলা হয়ে থাকে?
Ans. অতীত থেকে বর্তমান পর্যন্ত মানুষের কর্মকাণ্ডের ধারাবাহিক বিবরণকেই বলা হয়ে থাকে ইতিহাস।
- পশ্চিমবঙ্গের কয়েকটি জাদুঘরের নাম উল্লেখ করো।
Ans. ভারতীয় জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং হাজারদুয়ারি জাদুঘর এগুলিই হলো রাজ্যের অন্যতম জাদুঘর।
- মৌখিক ঐতিহ্যের ভিত্তিতে রচিত ইতিহাস গ্রন্থটির নাম উল্লেখ করো।
Ans. গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস রচিত ‘The Histories’ মৌখিক ঐতিহ্যের ভিত্তিতে রচিত হয়েছে।
- ভারতের দুটি প্রাচীন সভ্যতার নাম উল্লেখ করো।
Ans. হরপ্পা ও মহেঞ্জোদারো এবং মেহেরগড় সভ্যতা হলো ভারতের অন্যতম প্রাচীন সভ্যতার উদাহরণ।
- স্মৃতিকথার বৈশিষ্ট্য উল্লেখ করো?
Ans. স্মৃতিকথায় বর্ণিত কাহিনিকে কোনো ব্যক্তি বিশেষের বাস্তব অভিজ্ঞতার বিবরণ বলে চিহ্নিত করা হয়ে থাকে।
- এশিয়াটিক সোসাইটির উদ্দেশ্য কী ছিল?
Ans. মূলত প্রাচ্য সাহিত্য ও ইতিহাসের গবেষণার দ্বারা পাশ্চাত্যের সাথে এর যোগসূত্র তৈরি করাই ছিল এশিয়াটিক সোসাইটির মূল উদ্দেশ্য।
- জাদুঘরের মূল উদ্দেশ্য কী ছিল ?
Ans. প্রত্ন নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, অতীত সমাজ-সভ্যতার ধারণা দান, জনসচেতনতা গঠন করা প্রভৃতিই ছিল জাদুঘরের মূল উদ্দেশ্য।
- পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব উল্লেখ করো?
Ans. ইতিহাস অতীতের ধারণা দানে, জ্ঞানের বিকাশে, ঘটনার ধারাবাহিকতা অনুধাবন করতে, অতীত ও বর্তমানের মধ্যে সম্পর্ক স্থাপনে সাহায্য করে থাকে।
- স্মৃতিকথার উদাহরণ উল্লেখ করো।
Ans. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘জীবনস্মৃতি’ গ্রন্থটি একটি স্মৃতিকথার উদাহরণ।
- ভারতের প্রাচীনতম গ্রন্থটি নাম লেখো?
Ans. কলহন রচিত রাজতরঙ্গিণী গ্রন্থটি ভারতের প্রাচীনতম গ্রন্থ।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।