Westbengal Government Recruitment 2023
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পঞ্চায়েত এবং গ্রামীণ বিকাশ বিভাগ (Westbengal Government Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে প্রোগ্রাম কোর্ডিনিটের, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার, সাপোর্ট স্টাফ সহ একাধিক শূন্যপদে পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে পঞ্চায়েত এবং গ্রামীণ বিকাশ বিভাগে নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।
■ নিয়োগকারী সংস্থা:- West bengal Comprehensive Area Development Corporation.
■ পদের নাম:- প্রোগ্রাম কোর্ডিনিটের, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার, সাপোর্ট স্টাফ পদ।
■ বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক:-
https://wbcadc.com/wp-content/uploads/2023/01/Notice.pdf
■ আবেদন শেষের তারিখ:- ৭ মার্চ ২০২৩
■ অফিসিয়াল ওয়েবসাইট:- https://wbcadc.com/
■ আরো চাকরির খবর:-
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিপুলসংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
মাধ্যমিক পাশেই ওয়েস্টার্ন কোলফিল্ডসে বিপুলসংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
■ শিক্ষাগত যোগ্যতা:-
এই শূন্যপদের জন্য আবেদনের জন্য আবেদনকারীকে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।
■ বেতন:-
প্রোগ্রাম কোর্ডিনেটর, প্রোগ্রাম সহকারী, ফার্ম ম্যানেজার পদে যোগ্য প্রার্থীকে মাসে 9000 টাকা থেকে 40 হাজার 500 টাকা। স্টেনোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীকে ৩৭ হাজার ৬০০ টাকা দেওয়া হবে। ড্রাইভার পদের জন্য বেছে নেওয়া যোগ্য প্রার্থীকে মাসে ৫ হাজার ৪০০ টাকা থেকে থেকে ২৫ হাজার ২০০ টাকা দেওয়া হবে।
■ প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-
আবেদনপত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীকে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে-
◾Written Exam.
◾ Short-listing.
◾ Document Verification (DV).
◾ Interview
■ আবেদন পদ্ধতি:-
আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://wbcadc.com/ এর মাধ্যমে আবেদন করতে পারেন।
■ প্রয়োজনীয় নথিপত্র:-
● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
● জাতিগত শংসাপত্র
● বসবাসের প্রমাণপত্র
● অভিজ্ঞতার শংসাপত্র
● নিজের সই করা ছবি