রাজ্যে পঞ্চায়েত ও গ্রামীণ বিকাশ বিভাগে গ্রুপ সি, গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | Westbengal Government Job Recruitment 2023

Westbengal Government Job Recruitment 2023

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (WBCADC Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে রাজ্যে পঞ্চায়েত ও গ্রামীণ বিকাশ বিভাগে গ্রুপ সি, গ্রুপ ডি পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।

নিয়োগকারী সংস্থা:- পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ বিকাশ বিভাগ

পদের নাম:- গ্রুপ সি, ডি, অ্যাসিস্ট্যান্ট স্টাফ, স্টেনোগ্রফার, সাপোর্ট স্টাফ, ড্রাইভার পদের জন্য নিয়োগ করা হবে।

আবেদনের মাধ্যম:- Ofline -এ আবেদন করতে হবে।

আবেদন শুরুর তারিখ:- আবেদন প্রক্রিয়া চলছে।

আবেদন শেষের তারিখ:- ৭ মার্চ ২০২৩

আরো চাকরির খবর:-

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে অসম রাইফেলসে কয়েকশো শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে বিপুলসংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বিজ্ঞপ্তি পড়ার লিংক:-

https://www.westbengalcareers.com/wp-content/uploads/2023/02/WBCADC-Programme-Coordinator-Posts-Notification-and-Application-Form.pdf

শিক্ষাগত যোগ্যতা:-

এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীকে সংশ্লিষ্ট পদে ন্যুনতম মাধ্যমিক পাশ থাকা দরকার।

মাসিক বেতন:-

7,100/- টাকা থেকে 37,60/- টাকা

বয়সসীমা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়সসীমা ১৮- ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-

আবেদনপত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীকে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে-

◾ Written Exam.
◾ Short-listing.
◾ Document Verification (DV).
◾ Interview

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:-

Administrative Secretary, WBCADC, Mrittika Bhavan, 18/9, DD Block, Sector-I, Salt Lake, Kolkata-700064

প্রয়োজনীয় নথিপত্র:-

● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
● জাতিগত শংসাপত্র
● বসবাসের প্রমাণপত্র
● অভিজ্ঞতার শংসাপত্র
● নিজের সই করা ছবি