100+ পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর | Westbengal General Knowledge Questions Answers

পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর | Westbengal General Knowledge Questions Answers

  1. পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয়েছে কত সালে?

উত্তর:- ১৯৪৭ সালে।

  1. পশ্চিমবঙ্গের মোট আয়তন কত?

উত্তর:- ৮৮৭৫২ বর্গ কি. মি।

  1. পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত?

উত্তর:- ৯ কোটি ১৩ লক্ষেরও বেশি।

  1. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম লেখো।

উত্তর:- কলকাতা।

  1. পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান লেখো।

উত্তর:- দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, রাঢ় অঞ্চল এবং উপকূলীয় সুন্দরবনের  অংশবিশেষ এই রাজ্যের অন্তর্গত।

  1. পশ্চিমবঙ্গের প্রধান জাতিগোষ্ঠী কোনটি?

উত্তর:- বাঙালি।

  1. পশ্চিমবঙ্গের সরকারী ভাষা কোনটি?

উত্তর:- বাংলা।

  1. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটির নাম লেখো।

উত্তর:- সান্দাকফু।

  1. পশ্চিমবঙ্গের চুনাপাথর পাওয়া যায় কোথায়?

উত্তর:- পুরুলিয়ার ঝালদায়।

  1. পশ্চিমবঙ্গের জলবায়ু কোনটি?

উত্তর:- উষ্ণ ও আর্দ্র প্রকৃতির।

  1. পশ্চিমবঙ্গের কোথায় রবার চাষ করা হয়?

উত্তর:- জলপাইগুড়িতে।

  1. পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা কটি?

উত্তর:- ৪২টি।

  1. পশ্চিমবঙ্গে বিধান সভার  আসন সংখ্যা কটি?

উত্তর:- ২৪৯ টি।

  1. পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কটি?

উত্তর:- ২৩ টি।

  1. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?

উত্তর:- দক্ষিণ ২৪ পরগনা।

  1. পশ্চিমবঙ্গের ক্ষদ্রতম জেলা কোনটি?

উত্তর:- কলকাতা।

  1. পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর:- ১৯৫০ সালের ২৬ জানুয়ারী।

  1. পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম লেখো

উত্তর:- মমতা ব্যানার্জী (২০১৯)।

  1. পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি?

উত্তর:- ২৩টি।

  1. পশ্চিমবঙ্গের মাতৃ ভাষা লেখো।

উত্তর:- বাংলা।

  1. পশ্চিমবঙ্গের আদিবাসিদের কী বলা হয়ে থাকে?

উত্তর:- বাঙালি।

  1. পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পাঞ্চল কোনটি?

উত্তর:- হুগলী নদীর তীরে।

  1. পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য গুলির নাম লেখো।

উত্তর:- পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য গুলির নাম হলো- বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, সিকিম ও আসাম।

  1. পশ্চিমবঙ্গের সবথেকে কম বৃষ্টিপাত হয় কোন জেলায়?

উত্তর:- বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়।

  1. পশ্চিমবঙ্গের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোন জেলায়?

উত্তর:- দার্জিলিং ও জলপাইগুড়ি  জেলায়।

  1. পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির?

উত্তর:- মৌসুমী জলবায়ু।

  1. পশ্চিমবঙ্গ বাসীর প্রধান খাদ্য কী?

উত্তর:- ভাত।

  1. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম লেখো

উত্তর:- বাংলাদেশ।

  1. পশ্চিমবঙ্গের ক্ষদ্রতম প্রতিবেশী দেশের নাম লেখো

উত্তর:- ভুটান।

  1. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম লেখো।

উত্তর:- ওড়িশা।

  1. “পশ্চিমবঙ্গের দোসর“ বলা হয় কোন রাজ্যকে?

উত্তর:- ত্রিপুরা রাজ্যকে।

  1. পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের একটি গিরিপথের নাম লেখো।

উত্তর:- বক্সা।

  1. পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল গঠিত হয়েছে কী দ্বারা?

উত্তর:- গঙ্গা ও তার উপনদী সমূহের পলি দ্বারা।

  1. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম লেখো।

উত্তর:- গঙ্গা।

  1. পশ্চিমবঙ্গের বর্ষার জলে পুষ্ট একটি নদী লেখো।

উত্তর:- দামোদর।

  1. বাংলার “দুঃখের নদী” বলা হয় কোন নদীকে?

উত্তর:- দামোদর নদীকে।

  1. পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী প্রবাহিত হয়েছে কোন দিকে?

উত্তর:- উত্তর ও পশ্চিম দিক থেকে।

  1. পশ্চিমবঙ্গের একটি শৈলনিবাসের নাম লেখো।

উত্তর:- দার্জিলিং।

  1. পশ্চিমবঙ্গের মালভুমি অঞ্চলের প্রধান খনিজটির নাম লেখো।

উত্তর:- কয়লা।

  1. পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা পাওয়া যায় কোথায়?

উত্তর:- রানীগঞ্জ।

  1. পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত ঝড়কে কী বলা হয়ে থাকে?

উত্তর:- পশ্চিমীঝঞ্জা।

  1. পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ট শিল্পের নাম লেখো।

উত্তর:- পাটশিল্প।

  1. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম লেখো।

উত্তর:- ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ।

  1. পশ্চিমবঙ্গের পূর্ব নাম কী ছিল?

উত্তর:- বঙ্গদেশ।

  1. পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় কয়টি?

উত্তর:- প্রায় ৬০,০০০।

  1. পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম লেখো।

উত্তর:- ছাতিম গাছ।

  1. পশ্চিমবঙ্গের মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় কয়টি?

উত্তর:- ৬০,০০০।

  1. পশ্চিমবঙ্গের কলেজ এর  সংখ্যা কয়টি?

উত্তর:- ২০০ টা।

  1. পশ্চিমবঙ্গে মোট গ্রামের সংখ্যা কয়টি?

উত্তর:- ৩৮,৭০১ টি।

  1. পশ্চিমবঙ্গে মোট শহরের সংখ্যা কয়টি?

উত্তর:- ১৯৫ টি।

  1. পশ্চিমবঙ্গে মোট মহকুমার সংখ্যা কয়টি?

উত্তর:- ৫৬ টি।

  1. পশ্চিমবঙ্গে মোট থানার সংখ্যা কয়টি?

উত্তর:- ৩০৪ টি।

  1. পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কয়টি?

উত্তর:- ২৪৯ টি।

  1. পশ্চিমবঙ্গের লোকসভার  আসন সংখ্যা কয়টি?

উত্তর:- ৪২ টি।

  1. পশ্চিমবঙ্গের প্রধান বিমান বন্দরটির নাম লেখো।

উত্তর:- নেতাজি সুভাষ বিমান বন্দর (দমদম)।

  1. পশ্চিমবঙ্গের পোতাশ্রয় বন্দরটির নাম লেখো।

উত্তর:- ডায়মন্ড হারবার।

  1. পশ্চিমবঙ্গের সর্ব্বোচ বিচারালয়ের নাম লেখো।

উত্তর:- কলকাতা হাইকোর্ট।

  1. পশ্চিমবঙ্গের খরা প্রবন জেলাটির নাম লেখো।

উত্তর:- পুরুলিয়া জেলা।

  1. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম লেখো।

উত্তর:- আসানসোল।

  1. পশ্চিমবঙ্গের একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় কোথায়?

উত্তর:- জলদাপাড়া।

  1. পশ্চিমবঙ্গের রোয়াল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায় কোথায়?

উত্তর:- সুন্দরবনে।

  1. পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন অবস্থিত কোন জেলায়?

উত্তর:- বীরভূম জেলায়।

  1. পশ্চিমবঙ্গের সুন্দরী গাছ দেখা যায় কোথায়?

উত্তর:- সুন্দরবনে।

  1. পশ্চিমবঙ্গের হাজারদুয়ারি অবস্থিত কোন জেলায়?

উত্তর:- মুর্শিদাবাদ জেলায়।

  1. পশ্চিমবঙ্গের মাটির পুতুলের জন্য বিখ্যাত কোন শহর?

উত্তর:- কৃষ্ণনগর শহর।

  1. পশ্চিমবঙ্গে রাসায়নিক সার কারখানা গড়ে উঠেছে কোথায়?

উত্তর:- রিসরা তে।

  1. পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারত রত্ন পদক কে পান?

উত্তর:- ডক্টর বিধান চন্দ্র রায়।

  1. পশ্চিমবঙ্গে অবস্থিত (I IT kharagpur)
    আইআইটি খড়গপূর কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর:- ১৯৫১ সালে।

  1. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো রেল স্টেশন কোনটি?

উত্তর:- হাওড়া।

  1. পশ্চিমবঙ্গের সবচেয়ে ব্যস্ত রেলস্টেশন কোনটি?

উত্তর:- শিয়ালদহ।

  1. পশ্চিমবঙ্গের দীর্ঘ রেলওয়ে প্লাটফর্মটির নাম কী?

উত্তর:- খড়্গপুর রেলওয়ে।

  1. পশ্চিমবঙ্গের দুটি ধর্মপ্রচারক অবতার মহাপুরুষের নাম লেখো।

উত্তর:- শ্রীচৈতন্য ও শ্রীরামকৃষ্ণ।

  1. পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম লেখো।

উত্তর:- জলদাপাড়া।

  1. পশ্চিমবঙ্গের জাহাজ মেরামতির কারখানা স্থাপিত হয়েছে কোথায়?

উত্তর:- কলকাতার খিদিরপুর ও হাওড়ায়।

  1. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো স্টেডিয়ামটির নাম লেখো।

উত্তর:- যুবভারতী ক্রীড়াঙ্গন।

  1. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো সেতুটির নাম কী?

উত্তর:- রবীন্দ্র সেতু।

  1. পশ্চিমবঙ্গের মোটর তৈরীর কারখানা আছে কোথায়?

উত্তর:- হুগলী জেলার ইন্দমোটর।

  1. পশ্চিমবঙ্গে বেতার কেন্দ্রর সংখ্যা কয়টি?

উত্তর:- ৩ টি।