West Bengal PSC Recruitment 2022 : রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন প্রায় ১.৪৫ লক্ষ টাকা

AJJKAL.COM:

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। নিয়োগ করা হবে কলকাতায় জোনে।

আবেদনের পদ্ধতি:-

অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে

অফিসিয়াল ওয়েবসাইট:- https://wbpsc.gov.in/

■ শূন্যপদের সংখ্যা:-

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের জন্য অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট এগজামিনেশন ২০২২ -এ ২৫ জন কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদের বিভাজন:-

শূন্যপদ গুলির মধ্যে ১৩ টি পদ অসংরক্ষিত। চারটি তফশিলি জাতি, ১ টি তফশিলি উপজাতি, ওবিসি এ ২ টি এবং ওবিসি বি-র জন্য ১ টি পজ সংরক্ষিত। শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ১ টি পদ। এর মধ্যে আরও দুটি পদ আগে থেকে পূরণ না হওয়া শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত রয়েছে।

প্রার্থীর বয়সসীমা:-

প্রার্থীর বয়সসীমা হতে হবে, ২০২২ -এর ১ জানুয়ারি অনুযায়ী, ৩৬ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী তফশিলি জাতি ও উপজাতিদের জন্য ৫ বছর এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড় রয়েছে। শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সে ছাড় রয়েছে ৪৫ বছর পর্যন্ত।

বেতন:- রাজ্য সরকারি কর্মীদের লেভেল ১৬ অনুযায়ী ৫৬১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা।

আরও চাকরির খবর পড়ুন:-

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ভারতীয় সেনাবাহিনীতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা:-

আবেদনকারীকে অবশ্যই কমার্স নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। তবে কেই যদি ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া কিংবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া কিংবা কারও যদি ফিনান্সে MBA কিংবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকে তবে তিনি আবেদন করতে পারবেন। তবে এব্যাপারে আবেদন কারীকে নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে-
https://wbpsc.gov.in/Download?param1=Cur_20221203122429_Advt13-2022.pdf¶m2=advertisement

আবেদন শুরু:- ১৪ ডিসেম্বর ২০২২

আবেদন শেষ:- ৪ জানুয়ারি ২০২৩

আবেদন মূল্য:-

Gen/OBC/EWS Category প্রার্থীদের জন্য – Rs. 210/-

SC/ST/Women/PWD Category প্রার্থীদের জন্য- কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-

● প্রিলিমিনারি পরীক্ষা
● মেন পরীক্ষা
● ইন্টারভিউ


বিশেষ বিজ্ঞপ্তি :: Ajjkal.com কোনোভাবে কোনোপ্রকার Employment Agency-র সাথে যুক্ত নয়। উক্ত পোস্টের মধ্যে নথিগুলি বিভিন্ন নিউজ পেপার ও ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। পোস্টের বিষয়বস্তু বিশদ জানার জন্য আপনারা পোস্টের মধ্যে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।