প্রাইমারী টেট মকটেস্ট সিরিজ | West Bengal Primary TET Mock Test in Bengali
1. আকাশ থেকে পড়া- এর অর্থ উল্লেখ করো?
উত্তর:- অবাক হওয়া
2. পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি?
উত্তর:- মেছো বিড়াল।
3. The synonym word of “dream” is –
উত্তর:- ambition.
4. Abortive…..(Synonyms)
উত্তর:- unsuccessful.
5. He does not believe ____ God.
উত্তর:- on
6. ক্ষুধার্থ বিড়াল ও একটি খাঁচার পরীক্ষাটি কে করেছিলেন?
উত্তর:- থর্নডাইক
7. কোন বিষয়কে বারবার পড়ে শেখাকে কি বলা হয়?
উত্তর:- আবৃত্তি পদ্ধতি
8. স্মরণ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপটি কোনটি?
উত্তর:- সংরক্ষণ
9. এক ব্যক্তি একটি পেন 12% লাভে বিক্রি করে। যদি দ্রব্যটি আরও 3 টাকা বেশিতে বিক্রয় করা হত, তাহলে 18% লাভ হত। তবে পেনটির ক্রয়মূল্য কত হবে?
উত্তর:- 50 টাকা
10. The batsman is capable ____ scoring centuries.
উত্তর:- of
11. আসক্তি শব্দের বিপরীতার্থক শব্দ উল্লেখ করো।
উত্তর:- অনাসক্তি
12. “মায়াকান্না” এর সমাস কি হবে?
উত্তর:- মায়া দেখানো কান্না
13. “নাপিত” শব্দের লিঙ্গান্তর করো।
উত্তর:- নাপিতিনি
14. 25 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত হবে?
উত্তর:- 228
15. তিনটি সংখ্যার অনুপাত 2 : 3 : 67 এবং উহাদের ল.সা.গু. 252 হলে, গ.সা.গু. নির্ণয় করো?
উত্তর:- 6
16. নদী শব্দের একটি প্রতিশব্দ লেখো।
উত্তর:- সরিৎ
17. অন্ধদের জন্য ব্রেইল পদ্ধতির প্রবর্তন করেছেন কে?
উত্তর:- লুইস ব্রেইল
18. “করমের যুগ এসেছে” কবিতাটির রচয়িতা কে?
উত্তর:- মুকুন্দ দাস।