Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি West Bengal Police Examination important questions answers set pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || West Bengal Police Examination important questions answers Pdf. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || West Bengal Police Examination important questions answers Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || West Bengal Police Examination important questions answers || pdf ||
- 1921 সালে মােপলা বিদ্রোহ শুরু হয় কোথায় ?
(1) আসামে
(2) কেরলে
(3) পাঞ্জাবে
(4) বাংলায়
উত্তর: (2) কেরলে
- অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন কোন ছবিতে পিতাপুত্রের ভূমিকায় অভিনয় করেছেন ?
(1) বান্টি আউর বাবলি
(2) পহেলী
(3) সরকার
(4) রিফিউজি
উত্তর: (3) সরকার
- আগা খাঁ কাপ কোন খেলার পুরস্কার হিসেবে দেওয়া হয় ?
(1) বিলিয়ার্ড
(2) বক্সিং
(3) হকি
(4) ঘোড়দৌড়
উত্তর:(4) ঘোড়দৌড়
- এই অভিনেতাকে ‘ছােট নবাব’ ও বলা হয় । এনার পিতা একজন ক্রিকেট খেলােয়াড় । ইনি কে ?
(1) শাহরুখ খান
(2) সলমান খান
(3) সৈফ আলি খান
(4) আমির খান
উত্তর:(3) সৈফ আলি খান
- সঙ্গীতে এই শব্দগুলির পরিচয় কি ?
মেওয়াতি, আগ্রা, কিরানা, গােয়ালিয়র, জয়পুর
(1) রাগ
(2) তাল
(3) ঘরানা
( 4 ) বাদ্যযন্ত্র
উত্তর:(3) ঘরানা
- কোন তুঘলক সুলতান তাঁর রাজধানী দিল্লী থেকে নিয়ে গেলেন দেবগিরি (দৌলতাবাদ) ?
(1) ফিরােজ শাহ তুঘলক
(2) গিয়াসউদ্দিন তুঘলক
(3) মহম্মদ বিন তুঘলক
(4) তুঘলক শাহ
উত্তর:(3) মহম্মদ বিন তুঘলক
- রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন নদীকূলে নির্মিত ?
(1) ভদ্রা নদী
(2) ব্রাক্ষ্মণী নদী
(3) দামােদর নদ
(4) ভীমা নদী
উত্তর:(2) ব্রাক্ষ্মণী নদী
- ইক্সিলাস ছিলেন একজন
(1) রােমান কবি
(2) ইতালীয় কবি
(3) গ্রীক কবি
(4) রুশ কবি
উত্তর:(3) গ্রীক কবি
- একটি বন্ধ ঘরের তাপমাত্রা 20° সেন্টিগ্রেড এবং আপেক্ষিক আর্দ্রতা 40 % | তাপমাত্রা 30° সেন্টিগ্রেড হলে আপেক্ষিক অর্দ্রতা
(1) বাড়বে
(2) অপরিবর্তিত থাকবে
(3) কমবে
(4) ঘরের আয়তনের উপর নির্ভর করবে
উত্তর:(3) কমবে
- ক্যালসিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম ডাইক্রোমেট মিশ্রণকে ঘন সালফিউরিক অ্যাসিড সহ চালনা করা হলে:
(1) লাল ধোঁয়া উৎপন্ন হয়
(2) নীল শিখা দেখা যায়
(3) কোন পরিবর্তন হয় না
উত্তর:(1) লাল ধোঁয়া উৎপন্ন হয়
- ভারতের সর্বাধিক পরমাণু শক্তি উৎপাদক কেন্দ্র কোথায় ?
(1) তারাপুর
(2) নারােরা
(3) কোটা
(4) কলপক্কম
উত্তর:(1) তারাপুর
12 নিম্নলিখিত কোন শহরে আকবরের স্থাপত্য নিদর্শন নেই ?
(1) আগ্রা
(2) ফতেপুর সিক্রী
(3) লাহাের
(4) দিল্লী
উত্তর:(3) লাহাের
- ফুটবল খেলায় পাঁচবার বিশ্বকাপ জিতে রেকর্ড সৃষ্টি করেছে কোন দেশ ?
(1) ইতালি
(2) আর্জেন্টিনা
(3) ব্রাজিল
(4) ফ্রান্স
উত্তর:(3) ব্রাজিল
- 25 বছর আগে হারানাে, টলিউডের কোন সেই প্রখ্যাত অভিনেতা যার পৌত্রের সাথে হেমন্ত মুখােপাধ্যায়ের পৌত্রী চিত্রাভিনয় করেছেন ?
(1) ধীরাজ ভট্টাচার্য
(2) ছবি বিশ্বাস
(3) উত্তম কুমার
(4) অনিল চট্টোপাধ্যায়
উত্তর:(3) উত্তম কুমার
- WTO- এর আগের নাম ছিল:
(1) UNCTAD
(2) GATT
(3) UNIDO
(4) OECD
উত্তর:(2) GATT
- যথাক্রমে ‘রাজতরঙ্গিনী ও হর্ষচরিত’ – এর রচয়িতা হলেন:
(1) কলহন ও বানভট্ট
(2) কলহন ও হেমচন্দ্র
(3) বিহন ও বানভট্ট
(4) বানভট্ট ও কলহন
উত্তর:(1) কলহন ও বানভট্ট
- অ্যামােনিয়াম মলিবডেট হলুদ অধঃক্ষেপ দেয় নাইট্রিক অ্যাসিড ও
(1) বােরেট দ্রবণে
(2) ফসফেট দ্রবণে
(3) সিলিকেট দ্রবণে
(4) ফ্লুরাইড দ্রবণে
উত্তর:(2) ফসফেট দ্রবণে
- ইন্ডিয়ান কাউন্সিলস্ অ্যাক্ট (1909) অন্য কোন নামে পরিচিত ?
(1) মন্টেগু-চেমসফোর্ড সংস্কার
(2) মিন্টো-মর্শে সংস্কার
(3) প্রাদেশিক স্বায়ত্তশাসন
(4) পিটের ভারত শাসন আইন
উত্তর:(2) মিন্টো-মর্শে সংস্কার
- সামুদ্রিক মৎস উৎপাদনের অধিকাংশ উত্তোলিত হয়
(1) কেরালা ও মহারাষ্ট্র উপকলে
(2) মহারাষ্ট্র ও কর্ণাটক উপকুলে
(3) কর্ণাটক ও পশ্চিমবঙ্গ উপকলে
(4) পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র উপকুলে
উত্তর:(1) কেরালা ও মহারাষ্ট্র উপকলে
- জৈব বর্জ্য পদার্থের জারণ ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে বলে:
(1) কমপােস্টিং
(2) কন্ডিশনিং
(3) ক্লিনজিং
(4) রিসাইক্লিং
উত্তর:(2) কন্ডিশনিং
- “জাতীয় বিজ্ঞান দিবস” হল:
(1) 18 ফেব্রুয়ারী
(2) 28 ফেব্রুয়ারী
(3) 5 জুন
(4) 7 এপ্রিল
উত্তর:(2) 28 ফেব্রুয়ারী
- কোন ভারতীয় টেনিস খেলােয়াড়ের পিতা প্রাক্তন অলিম্পিক হকি খেলােয়াড় এবং মা প্রখ্যাত বাস্কেটবল খেলোয়াড় ?
(1) মহেশ ভূপতি
(2) লিয়েন্ডার পেজ
(3) রমেশ কৃষ্ণান
(4) সানিয়া মির্জা
উত্তর:(2) লিয়েন্ডার পেজ
- একটি P- টাইপ অর্ধপরিবাহীতে প্রধান তড়িৎ বহনকারী হল:
(1) ধনাত্মক হেলি
(2) ধনাত্মক আয়ন
(3) ইলেকট্রন
(4) ঋণাত্মক অয়ন
উত্তর:(4) ঋণাত্মক অয়ন
- কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল ?
(1) আকবর
(2) জাহাঙ্গীর
(3) ঔরঙ্গজেব
(4) বাবর
উত্তর:(1) আকবর
- “দি আরণ্ডমেন্টেটিভ ইণ্ডিয়ান” গ্রন্থের রচয়িতা হলেন:
(1) বিমল জালান
(2) বিক্রম শেঠ
(3) অমর্ত্য সেন
(4) খুশবন্ত সিং
উত্তর:(3) অমর্ত্য সেন
- বর্তমানে জনসংখ্যা বিষয়ক জাতীয় কমিশন কার অধীনে ?
(1) পরিকল্পনা কমিশন
(2) মানব উন্নয়ন মন্ত্রক
(3) প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী
(4) স্বাস্থ্য মন্ত্রক
উত্তর:(3) প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী
- অক্ষয়কুমারের সাথে সিনেমায় একই সাথে মিস ইউনিভার্স ও মিস ওয়ার্ল্ড কাজ করেছেন দুই নায়িকার ভূমিকায় ?
(1) আন্দাজ
(2) অখে
(3) বেওয়াফা
(4) অ্যায়তরাজ
উত্তর:(1) আন্দাজ
- ভারতীয় রাষ্ট্রব্যবস্থার পাঁচটি বৈশিষ্ট্য ও সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মধ্যে কোন দুটি 1975 সালের 12 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংযােজিত হয়েছিল ?
(1) সার্বভৌম, সমাজতান্ত্রিক
(2) সমাজতান্ত্রিক, ধর্ম-নিরপেক্ষ
(3) ধর্ম-নিরপেক্ষ, গণতান্ত্রিক
(4) গণতান্ত্রিক, প্রজাতন্ত্র
উত্তর:(2) সমাজতান্ত্রিক, ধর্ম-নিরপেক্ষ
- ভারত ও পাকিস্থানের মধ্যে সীমানা চিহ্নিত
(1) লর্ড মাউন্টব্যাটেন
(2) স্যার সিরিল র্যাডক্লিফ
(3) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
(4) লরেন্স
উত্তর:(2) স্যার সিরিল র্যাডক্লিফ
- বুদ্ধের আসল নাম কি ?
(1) তথাগত
(2) সিদ্ধার্থ
(3) বােধায়ন
(4) সাক্য়
উত্তর:(2) সিদ্ধার্থ
- ভারতীয় হিন্দু রাজাদের উপরে ‘স্বত্ববিলােপ নীতি’ আরােপিত করেছিলেন
(1) লর্ড কর্নওয়ালিস
(2) লর্ড ক্যানিং
(3) লর্ড ডালহৌসি
(4) লর্ড ওয়েলেসলী
উত্তর:(3) লর্ড ডালহৌসি
- ভারতের উপদ্বীপীয় অঞ্চলে মুখ্য সেচ ব্যবস্থা হল:
(1) খালি
(2) পুকুর / বদ্ধ জলাভূমি
(3) কুপ
(4) কোনটিই নয়
উত্তর:(2) পুকুর / বদ্ধ জলাভূমি
- পৃথিবীর বৃহত্তম ফুলের নাম কী :
(1) র্যাফেলেশিয়া
(2) সূর্যমুখী
(3) ডালিয়া
(4) গাঁদা
উত্তর:(1) র্যাফেলেশিয়া
- সিগমুন্ড ফ্রয়েড ছিলেন একজন:
(1) রাজনীতিবিদ
(2) স্নায়ুবিজ্ঞানী/মনঃসমীক্ষক
(3) পর্যটক
(4) ঔপন্যাসিক
উত্তর:(2) স্নায়ুবিজ্ঞানী/মনঃসমীক্ষক
- রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামটি ব্যবহার করতেন তা হল:
(1) ভানুসিংহ
(2) পরশুরাম
(3) বীরবল
(4) বনফুল
উত্তর:(1) ভানুসিংহ
- ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত আইনকে মডেল করে গড়ে উঠেছে:
(1) গর্ভমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1858
(2) গর্ভমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1919
(3) দি ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট, 1909
(4) গর্ভমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935
উত্তর:(4) গর্ভমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935
- ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- ভারতের প্র থম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
- ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটন।
- ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
- ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপাল আচারী।
- কোন আইন বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ?
উত্তর:- ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭) -এর বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে।
- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান ছিলেন ডঃ বি.আর.আম্বেদকর।
- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ?
উত্তর:- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা ছিল ডঃ বি.আর.আম্বেদকর -এর।
- ভারতের জাতীয় সঙ্গীত কে রচন করেন ?
উত্তর:- ভারতের জাতীয় সঙ্গীত রচন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় ?
উত্তর:- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারী থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। ভারত এইদিন একটি প্রজাতন্ত্র রাষ্ট্র রূপে ঘোষিত হয়।
- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।
- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডঃ রাজেন্দ্রপ্রসাদ।
- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন পন্ডিত জওহরলাল নেহরু।
- কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ?
উত্তর:- ১৮ বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন।
- রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন।
- লর্ড মাউন্টব্যাটেনেরপর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ?
উত্তর:- লর্ড মাউন্টব্যাটেনেরপর চক্রবর্তী রাজাগোপাল আচারী ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন।
- ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটন।
- ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
- ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপাল আচারী।
- কোন আইন বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ?
উত্তর:- ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭) -এর বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে।
- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান ছিলেন ডঃ বি.আর.আম্বেদকর।
- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ?
উত্তর:- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা ছিল ডঃ বি.আর.আম্বেদকর -এর।
- ভারতের জাতীয় সঙ্গীত কে রচন করেন ?
উত্তর:- ভারতের জাতীয় সঙ্গীত রচন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় ?
উত্তর:- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারী থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় । ভারত এইদিন একটি প্রজাতন্ত্র রাষ্ট্র রূপে ঘোষিত হয়।
24. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।
- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডঃ রাজেন্দ্রপ্রসাদ।
- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন পন্ডিত জওহরলাল নেহরু।
- কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ?
উত্তর:- ১৮ বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন।
- রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তর- ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন।
- লর্ড মাউন্টব্যাটেনের পর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ?
উত্তর:- লর্ড মাউন্টব্যাটেনের পর চক্রবর্তী রাজাগোপাল আচারী ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন।
- ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে কয়টি অঙ্গরাজ্য আছে ?
উত্তর:- ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে ২৮টি অঙ্গরাজ্য আছে।
- ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ?
উত্তর:- ভারতের প্রদেশগুলির রাজ্যপাল নিযুক্ত করেন রাষ্ট্রপতি।
- ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন ?
উত্তর:- ভারতের রাষ্ট্রপতি লোকসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন।
- ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ?
উত্তর:- ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম সুপ্রিমকোর্ট।
- সুপ্রিমকোর্টের প্রধান বিচাপতি কার দ্বারা নির্বাচিত হন ?
উত্তর:- সুপ্রিমকোর্টের প্রধান বিচাপতি ভারতের রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন।
- ভারতীয় সামরিক বাহিনীত্রয়ের সর্বাধিনায়ক কে ?
উত্তর:- ভারতীয় সামরিক বাহিনীত্রয়ের সর্বাধিনায়ক হলেন ভারতের রাষ্ট্রপতি।
- কোন বিশেষ ধরণের বিলকে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন না ?
উত্তর:- অর্থ বিলকে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন না।
- ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন ?
উত্তর:- ভারতীয় সংসদের উভয় কক্ষের যুক্ত অধিবেশনে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন।
- স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম হল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
- ভারতের কেন্দ্রীয় সরকারে ক’ধরণের মন্ত্রী দেখা যায় ?
উত্তর:- ভারতের কেন্দ্রীয় সরকারে তিন ধরণের মন্ত্রী দেখা যায়—(১) ক্যাবিনেট মন্ত্রী (২) রাষ্ট্রমন্ত্রী (৩) উপমন্ত্রী।
- ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কী ?
উত্তর:- ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম হল রাজ্যসভা।
- ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম ?
উত্তর:- ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম হল লোকসভা।
- ভারতীয় সংসদের রাজ্যসভার সদস্য হতে হলে সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন ?
উত্তর:- ভারতীয় সংসদের রাজ্যসভার সদস্য হতে হলে সর্বনিম্ন বয়স ৩০ বছর হওয়া প্রয়োজন।
- রাজ্যসভার চেয়ারম্যান কাকে কারা হয় ?
উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতিকে রাজ্য সভার চেয়ারম্যান কারা হয়।
- রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
উত্তর:- রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি ।
- ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন ?
উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে ভারতীয় সংসদের উচ্চকক্ষে সভাপতিত্ব করেন।
- কোন বিল শুধুমাত্র লোকসভায় আনা যায়, রাজ্যসভায় আনা যায় না ?
উত্তর:- অর্থ বিল শুধুমাত্র লোকসভায় আনা যায়, রাজ্যসভায় আনা যায় না।
- ভারতীয় সংবিধানে লোকসভার মেয়াদ সাধারণত কত বছর ?
উত্তর:- ভারতীয় সংবিধানে লোকসভার মেয়াদ সাধারণত ৫ বছর।
- রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নির্বাচিত করেন ?
উত্তর:- রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নির্বাচিত করেন রাজ্যপাল।
- ভারতের সাম্প্রতিক দলীয় ব্যবস্থার যে কোন একটি গুরুত্বপূর্ণ প্রবণতা উল্লেখ করুন ?
উত্তর:- ভারতের সাম্প্রতিক দলীয় ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রবণতা হল জোট রাজনীতি।
- লোকসভার প্রার্থী পদের সর্বনিম্ন বয়স কত ?
উত্তর:- লোকসভার প্রার্থী পদের সর্বনিম্ন বয়স ২৫ বছর।
- কারা লোকসভার স্পিকার নির্বাচন করেন ?
উত্তর:- লোকসভার নির্বাচিত সদস্যরা লোকসভার স্পিকার নির্বাচন করেন।
- লোকসভায় সভাপতিত্ব কে করেন ?
উত্তর:- লোকসভার স্পিকার লোকসভায় সভাপতিত্ব করেন।
- রাজ্য সরকারের সর্বোচ্চ পদাধিকারী কে ?
উত্তর:- রাজ্য সরকারের সর্বোচ্চ পদাধিকারী হল রাজ্যপাল।
- কখন রাজ্যপাল স্বাধীনভাবে রাজ্যের শাসনকার্য চালাতে পারে ?
উত্তর:- রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হলে রাজ্যপাল স্বাধীনভাবে রাজ্যের শাসনকার্য চালাতে পারে।
- রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান শাসক কে ?
উত্তর:- রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান শাসক হল মুখ্যমন্ত্রী।
- বিধানসভার স্পিকার কাদের দ্বারা নির্বাচিত হন ?
উত্তর:- রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা বিধানসভার স্পিকার নির্বাচিত হন।
- কোন পরিস্থিতিতে রাজ্য মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় ?
উত্তর:- রাজ্য বিধানসভায় সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে পাশ হলে রাজ্য মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়।
- কোনো বিল আইনে পরিণত করতে হলে কার সম্মতির প্রয়োজন ?
উত্তর:- কোনো বিল আইনে পরিণত করতে হলে রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন।
- স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯৫২ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ।
- কবে এবং কোন দল ভারতের প্রথম সাধারণ নির্বাচনে জয়লাভ করে ?
উত্তর:- ১৯৫২ খ্রিস্টাব্দে প্রথম সাধারণ নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে।
- স্বাধীন ভারতবর্ষের প্রথম কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
উত্তর:- স্বাধীন ভারতবর্ষের প্রথম কংগ্রেস সভাপতি ছিলেন আচার্য জে. বি. কৃপালিনী।
- কবে এবং কোন রাজ্যে ভারতের প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয় ?
উত্তর:- ১৯৫৭ খ্রিস্টাব্দে কেরল রাজ্যে ভারতের প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয়।
- কে এবং কবে জনসংঘ দল প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- ১৯৫১ খ্রিস্টাব্দের ২১শে ফেব্রুয়ারী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনসংঘ দলের প্রতিষ্ঠা করেন।
- ভারতের কমিউনিস্ট পার্টি ভেঙ্গে গিয়ে কবে এবং কোন কোন দুটি দলে বিভক্ত হয়ে যায় ?
উত্তর:- ১৯৬৪ খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি ভেঙ্গে গিয়ে সি.পি.আই এবং সি.পি.আই.এম এই দুটি দলে বিভক্ত হয়ে যায়।
- জওহরলাল নেহরুর মৃত্যু কবে হয় ?
উত্তর:- ১৯৬৪ খ্রিস্টাব্দের মে মাসে জওহরলাল নেহরুর মৃত্যু হয়।
- জওহরলাল নেহরুর মৃত্যুর পর কে ভারতের প্রধানমন্ত্রী হন ?
উত্তর:- জওহরলাল নেহরুর মৃত্যুর পর লালবাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী হন।
- পশ্চিমবাংলার প্রথম কংগ্রেসি মুখ্যমন্ত্রীর নাম কী ?
উত্তর:- পশ্চিমবাংলার প্রথম কংগ্রেসি মুখ্যমন্ত্রীর নাম হল – প্রফুল্ল চন্দ্র ঘোষ।
- কোন দলের এবং কে পশ্চিমবঙ্গের প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী ছিলেন ?
উত্তর:- বাংলা কংগ্রেসের অজয় মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী ছিলেন।
- কোন খ্রিস্টাব্দে কংগ্রেস দুটি দলে বিভক্ত হয়ে যায় ?
উত্তর:- ১৯৬৯ খ্রিস্টাব্দে কংগ্রেস দুটি দলে বিভক্ত হয়ে যায়।
- কবে সারা ভারতে জরুরি অবস্থা ঘোষিত হয় ?
উত্তর:- ১৯৭৫ খ্রিস্টাব্দের ২৫শে জুন সারা ভারতে জরুরি অবস্থা ঘোষিত হয়।
“West Bengal Police Examination important questions answers Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”
File Details:-
File Name:- West Bengal Police Examination important questions answers pdf in Bengali [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
Download:- Click Here to Download
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
-ঃআরও পড়ুনঃ–
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here