পশ্চিমবঙ্গ বন সহায়ক পরীক্ষার প্রশ্নোত্তর | West Bengal Forest Department Exam Question Answer
1. বিশ্বের প্রথম হাতে আঁকা অ্যানিমেশন ফিল্মের নাম কী?
উত্তর:- Loving Vincent
2. গান পাউডার বা বারুদ কী কী দিয়ে তৈরি করা হয়?
উত্তর:- সালফার, চারকোল, অ্যালুমিনিয়াম
3. কত সালে মাস্টারদা সুর্য সেন চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করেন?
উত্তর:- 18 ই এপ্রিল 1930
4. কোন রক্তের গ্রুপে এন্টিবডি থাকে না?
উত্তর:- AB
5. 1 নটিক্যাল মাইল = কত কিমি বোঝায়?
উত্তর:- 1.852 কিমি
6. উল্কার অপর নাম কি?
উত্তর:- ছুটন্ত তারা
7. কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়?
উত্তর:- শব্দ তরঙ্গ সাহায্যে।
8. বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন (O3) গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায়?
উত্তর:- স্ট্রাটোস্ফিয়ার
9. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলা হয়?
উত্তর:- Delta
10. কয়কটি ভঙ্গিল পর্বতের নাম উল্লেখ করো?
উত্তর:- হিমালয়, আল্পস, রকি
11. ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্কটির নাম লেখো।
উত্তর:- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
12. ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাঙ্কটির নাম লেখো।
উত্তর:- ICICI BANK OF INDIA
13. “Big Push Theory” এর স্রষ্টার নাম লেখো।
উত্তর:- আর রোডান
14. FATHER OF Economics বা অর্থনীতির জনক কাকে বলা হয়?
উত্তর:- অ্যাডাম স্মিথ (Adam smith).
15. WTO এর হেডকোয়ার্টার কোথায়?
উত্তর:- জেনেভা
16. WTO এর পুরোনো নাম লেখো?
উত্তর:- GATT (GENERAL AGREEMENT OF TRAFFICS AND TRADE) 1995 সালে নাম পাল্টায়
17. ভারতের বৈদেশিক মুদ্রার তহবিল কে রক্ষা করে?
উত্তর:- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
18. ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা হয় সেটি কোথায় আবিষ্কৃত হয়েছিল?
উত্তর:- সারনাথ
19. Debit, Credit এই word গুলি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর:- ল্যাটিন
20. ‘Planned Economy for India’ এই বইটির লেখক কে?
উত্তর:- M Vishveshwar.