প্রাইমারী টেট গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | WBTET Questions Answer in Bengali PDF

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি WBTET Questions Answer in Bengali PDF . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে প্রাইমারী টেট গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | WBTET Questions Answer in Bengali PDF

প্রাইমারী টেট গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | WBTET Questions Answer in Bengali PDF

PDF -এর কিছু নমুনা দেওয়া হলো:-

1. সর্বশিক্ষা অভিযান শুরু হয় কত সালে?
(a) ২০০০
(b) ২০০২
(c) ২০০৪
(d) ২০০৬

উত্তর:- ২০০০

2. স্পিয়ারম্যানের তত্তওটি পরিমার্জিত হয় –
(a) 1910
(b) 1915
(c) 1920
(d) 1925

উত্তর:- 1920

3. ব্রেইল পদ্ধতিতে শিক্ষালাভ করে কারা?
(a) মূকরা
(b) বধিররা
(c) অন্ধরা
(d) মানসিক প্রতিবন্ধীরা

উত্তর:- অন্ধরা

4. PYKNIC এর মধ্যে কোন উপাদানটি লক্ষ করা যায় না?
(a) CYCLOID
(b) SCHIZOTYEME
(c) SCHIZOID
(d) SHCLOSPRENE

উত্তর:- SHCLOSPRENE

5. শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের প্রবর্তক হলেন –
(a) ভুন্ট
(b) ড্রেভার
(c) ম্যাকডুগাল
(d) ওয়াটসন

উত্তর:- ভুন্ট

6. কখনো মিথ্যা কথা বলা উচিত নয় -এটা কি ধরনের বাক্য?
(a) আবেগ সূচক
(b) সংশয় সূচক
(c) নির্দেশক
(d) অনুজ্ঞাসূচক

উত্তর:- অনুজ্ঞাসূচক

7. ধোঁয়াশা সৃষ্টির জন্য দায়ী অন্যতম গ্যাস হল –
(a) কার্বন ডাই-অক্সাইড
(b) হাইড্রোকার্বন
(c) নাইট্রোজেন ডাই অক্সাইড
(d) কার্বন মনোক্সাইড

উত্তর:- কার্বন মনোক্সাইড

8. Matching test কোন স্তরের শিশুদের পরীক্ষার জন্য উপযোগী?
(a) প্রাক-মাধ্যমিক
(b) প্রাথমিক
(c) প্রাক-প্রাথমিক
(d) মাধ্যমিক

উত্তর:- প্রাক-প্রাথমিক

9. From known to unknown হল –
(a) Maxims of teaching
(b) Method of teaching
(c) Class of teaching
(d) Science of teaching

উত্তর:- Maxims of teaching

10. Puzzle Box – এর সঙ্গে কোন মনোবিদের নাম জড়িত?
(a) ব্লেয়ার
(b) থর্নডাইক
(c) থমসন
(d) স্কিনার

উত্তর:- থর্নডাইক।

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

File Details:-

File Name:-  WBTET Questions Answer in Bengali PDF  [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।