WBTET Environmental Studies Questions Answers in Bengali | পরিবেশ পরিচিত প্রশ্ন ও উওর | Part-7

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি WBTET Environmental Studies Questions Answers in Bengali | পরিবেশ পরিচিত প্রশ্ন ও উওর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBTET Environmental Studies Questions Answers in Bengali | পরিবেশ পরিচিত প্রশ্ন ও উওর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই WBTET Environmental Studies Questions Answers in Bengali | পরিবেশ পরিচিত প্রশ্ন ও উওর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

WBTET Environmental Studies Questions Answers in Bengali | পরিবেশ পরিচিত প্রশ্ন ও উওর

  1. CITES কী?

উঃ CITES এর পুরো কথা হল কনভেনশন অন ইন্টার ন্যাশানাল ট্রেড ইন এন্ডেনজার স্পিসিস এই সংস্থাটি আন্তর্জাতিক স্তরে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী সংরক্ষণের কাজে নিযুক্ত রয়েছে।

  1. UPEN কী?

উঃ UPEN –র পুরো কথা হল ইউনাইটেড নেশনস এনভার্নমেণ্ট প্রোগ্রাম। ১৯৭৬ সালে গঠিত এই সংস্থাটির উদ্দেশ্য হল বিশ্বের উন্নয়নশীল দেশগুলিতে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা।

  1. EPA কী?

উঃ এওনভারমেন্টাল প্রোটেকশান এজেন্সি। ১৯৭০ সালে গঠিত এই মার্কিন সংস্থাটির কাজ হল জল বায়ু শব্দ ইত্যাদি দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করা।

  1. ECC কী?

উঃ ECC এর পুরো কথা হল ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। ইউরোপের ১২ টি দেশ সম্মিলিতভাবে এই সংস্থাটি গড়ে তুলেছে সদস্য দেশগুলির মধ্যে কৃষি বিজ্ঞান ও পরিবেশ সংক্রান্ত বিষয়গুলির আদান প্রদান ও পারস্পরিক বোঝাপড়া ও নীতি নির্ধারণের উদ্দেশ্যে।

  1. ICSU এর পুরো নাম কী?

উঃ ICSU–র পুরো কথা হল ইণ্টারন্যাশানাল কাউন্সিল অফ সাইন্টিফিক ইউনিয়নস।

  1. INCO কী?

উঃ INCO–র পুরো কথা হল – ইন্টারনাশ্যানাল মেরিন কনসালটেটিভ অর্গানাইজেশন। এই সংস্থার কাজ হল দূর সমুদ্রে জাহাজ চলাচল ও সমুদ্র দূষণ নিবারণ করা।

  1. SACEP কী?

উঃ SACEP সাউথ এশিয়া কো অপারেটিভ এনভার্মেন্ট প্রোগ্রাম নামক এই সংস্থাটি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, পাকিস্তান, ইরান প্রভৃতি দেশের মধ্যে পরিবেশ সংক্রান্ত জ্ঞান ও তথ্য আদান প্রদান করা।

  1. UNESCO এর পুরো নাম কী (What is the full name of UNESCO)?

উঃ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক এণ্ড কালচারাল অর্গানাইজেশন। রাষ্ট্র সংঘের সদস্য দেশগুলিতে শিক্ষা গবেষণা তথ্য ও সংস্কৃতির আদা প্রদান ও বিস্তারের উদ্দেশ্যে ১৯৪৫ সালে এই সংস্থাটি গড়ে তোলা হয়। ফ্রান্সের প্যারিসে এর মুখ্য কার্যালয়।

  1. MAB কী?

উঃ MAB-এর পুরো কথা হল Man and Biosphere Program। ১৯৬৮ সালে UNESCO-র আন্তর্জাতিক জীবমণ্ডল সংক্রান্ত অধিবেশনে এই সংস্থাটি গড়ে তোলা হয়।

  1. চিপকো আন্দোলন প্রথম কোথায় শুরু হয়?

উঃ ১৯৭৩ সালে উত্তরপ্রদেশের গোপেশ্বর নামক স্থানে।

  1. গোপেশ্বর অঞ্চলের চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন?

উঃ চণ্ডীপ্রসাদ ভট্ট।

  1. আপিক্কো আন্দোলন কোথায় এবং কবে শুরু হয়?

উঃ ১৯৮৩ সালে কর্ণাটকের সিরসী অঞ্চলের সলকানী বনাঞ্চলে।

  1. আপিক্কো আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করেন?

উঃ পাণ্ডুরাও হেগড়ে।

  1. ভারতবর্ষে আজ পর্যন্ত কতগুলি বাঁধ নির্মানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?

উঃ প্রায় ৩৫০০।

  1. নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে?

উঃ মেধা পাটকর।

  1. স্বাধীনতার পর ভারতে জলসেচের উন্নতির হার কি রকম?

উঃ প্রায় ৪ গুণ জমি জলসেচের আওতায় আনা হয়।

  1. আন্তর্জাতিক কোন NGO ভারতে সিংগ্রোলী সুপার থার্মাল পাওয়ার স্টেশন নির্মাণের বিরোধিতা প্রদর্শন করে?

উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের এনভায়রণমেণ্ট ডিফেন্স ফাণ্ড।

  1. জলদূষণ ও বায়ুদূষণ আইন কত সালে প্রণয়ন করা হয়?

উঃ জলদূষণ ১৯৭৪ সালে এবং বায়ুদূষণ ১৯৮১ সালে।

  1. গঙ্গার দূষণ প্রতিরোধ ও দূষিত জলের শোধন সম্পর্কিত গৃহীত প্রকল্পটির নাম কী?

উঃ গঙ্গা অ্যাকশন প্ল্যান। এটি ১৯৮৪ সালে গ্রহণ করা হয়।

  1. ভারতের পরিবেশ সুরক্ষা আন্দোলনের অন্যতম কর্ণধার কে?

উঃ সুন্দরলাল বহুগুণা।

  1. চিপকো আন্দোলনের মতো কর্ণাটকে যে আন্দোলন তৈরী হয় তার নাম কী?

উঃ আপিক্কো আন্দোলন।

  1. পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে যে বাঁধ প্রকল্পের জন্য তার নাম কী?

উঃ ভাকরা নাঙ্গাল বাঁধ প্রকল্প।

  1. এওনভারনমেণ্ট ডিফেন্স ফাণ্ড সংস্থাটি কোথায় অবস্থিত?

উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রে।

  1. নর্মদা ভ্যালি প্রোজেক্টের বিরুদ্ধে যে নেত্রী আন্দোলন গড়ে তোলেন তার নাম কী?

উঃ মেধা পাটকর।

  1. বোধঘাট প্রকল্প কোথায় চালু হয়?

উঃ মধ্যপ্রদেশে।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।