মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ সরবরাহ সংস্থায় কর্মী নিয়োগ | WBSETCL Recruitment 2024

মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ সরবরাহ সংস্থায় কর্মী নিয়োগ | WBSETCL Recruitment 2024

মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ সরবরাহ সংস্থায় কর্মী নিয়োগ (WBSETCL Recruitment 2024)। ম্যানেজার, ক্লার্ক, চিফ মেডিক্যাল অফিসার, চিফ সিকিউরিটি অফিসার, স্পেশ্যাল অফিসার (সিকিউরিটি) এবং ফার্মাসিস্ট সহ একাধিক পদের জন্যে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে কর্মী নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।

নিয়োগকারী সংস্থা:-পশ্চিমবঙ্গের বিদ্যুৎ সরবরাহ সংস্থা (WBSETCL Recruitment 2024) তরফে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম:-

ম্যানেজার, ক্লার্ক, চিফ মেডিক্যাল অফিসার, চিফ সিকিউরিটি অফিসার, স্পেশ্যাল অফিসার (সিকিউরিটি) এবং ফার্মাসিস্ট সহ একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ:- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 5000 টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

মাসিক বেতন:-

নির্বাচিত প্রার্থীরা মাসিক গড় বেতন পাবেন সর্বনিম্ন 40,000/- টাকা।

আবেদনকারীর বয়সসীমা:-

এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে 18- 40 বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:-

এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ অথবা, যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
এবিষয়ে আরও বিস্তারিত জানতে নীচের দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন পদ্ধতি:-

অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

নিচে দেওয়া লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করুন।

সমস্ত নথিপত্র দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:-

General Manager (HR & A),
Training , Planning & Allied Services, WBSETCL, Vidyut Bhavan, 8th Floor, D-Block,
Salt Lake, Kolkata – 700091

নিয়োগ প্রক্রিয়া:- লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্ট তথা ইন্টারভিউ -এর মাধ্যমে নিয়োগ হবে।

গুরুত্বপূর্ণ তথ্য:-

আবেদন শুরু:- আবেদন প্রক্রিয়া চলছে।

আবেদন শেষ:- 28/02/2024

অফিসিয়াল ওয়েবসাইট:- www.wbsetcl.in

অফিসিয়াল বিজ্ঞপ্তি ও অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড:- Click Here