গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর | WBPSC Question Answer in Bengali

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি WBPSC Question Answer in Bengali PDF . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর | WBPSC Question Answer in Bengali

গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর | WBPSC Question Answer in Bengali

PDF -এর কিছু নমুনা দেওয়া হলো:-

1. “আরব সাগরের রানী” বলা হয় ভারতের কোন শহরকে?

উত্তর:- কোচি।

2. বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা করেন কে?

উত্তর:- অশ্বঘোষ।

3. “সংগ্রামী জীবন সংগ্রাম হীনতা মৃত্যু” এই বিখ্যাত উক্তিটি কার?

উত্তর:- স্বামী বিবেকানন্দ।

4. চাণক্য সেন -এর ছদ্মনাম কী?

উত্তর:- ভবানী সেনগুপ্ত।

5. শিলাদিত্য কোন রাজার উপাধি?

উত্তর:- হর্ষবর্ধন।

6. লোহিত রক্তকণিকা সৃষ্টি হয় কোথায়?

উত্তর:- অস্থিমজ্জা।

7. যে কোনো কারখানায় কাজ করার ন্যূনতম বয়সসীমা কত?

উত্তর:- ১৮ বছর।

8. অতীতে আসামের রাজার নাম কী ছিল?

উত্তর:- রাজা কামরূপ।

9. রোহান বোপান্না কোন খেলায় যুক্ত?

উত্তর:- টেনিস।

10. একটি খরিফ ফসলের উদাহরণ দাও?

উত্তর:- ভুট্টা।

11. বাস্তুতন্ত্রের প্রবক্তার নাম কী?

উত্তর:- ট্যানসেল।

12. ভারতের আইনস্টাইন বলা হয় কাকে?

উত্তর:- সত্যেন্দ্রনাথ বস।

13. ভারতের সংবিধানের প্রস্তাবনা অংশটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে?

উত্তর:- আমেরিকা।

14. রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন?

উত্তর:- উইলিয়াম হার্ভে।

15. কোন ভিটামিনের অভাবে ‘বেরিবেরি’ রোগ হয়?

উত্তর:- ভিটামিন B1

16. ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর:- সতীশ চন্দ্র মুখোপাধ্যায়।

17. তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছিলেন?

উত্তর:- বেকারেল।

18. বাতাসের আপেক্ষিক আদ্রতা মাপার যন্ত্রের নাম কী?

উত্তর:- হাইগ্রো মিটার।

19. পেরু দেশটি কোন মহাদেশে অবস্থিত?

উত্তর:- উত্তর আমেরিকা।

20. মানুষের দেহে অবস্থিত ক্রোমোজোমে কি থাকে?

উত্তর:- প্রোটিন ও DNA।

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

File Details:-

File Name:-  WBPSC Question Answer in Bengali PDF  [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।