ফুড সাব ইন্সপেক্টর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | WBPSC Mock Test Questions Answers

ফুড সাব ইন্সপেক্টর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | WBPSC Mock Test Questions Answers

1. ‘সুনামি’ শব্দটি কোন দেশ থেকে এসেছে?

উত্তর:- জাপানি।

2. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলি কত বছরের জন্য নির্বাচিত হয়?

উত্তর:- ২ বছর

3. “ছিয়াত্তরের মন্বন্তর” নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সনে ঘটেছিল?

উত্তর:- বাংলা ১১৭৬ সনে

4. বিখ্যাত ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ মহসীন এর বাড়ি কোথায় ছিল?

উত্তর:- হুগলী

5. জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় মহাদেশ কোনটি?

উত্তর:- ইউরোপ

6. ইউরোপ মহাদেশ পৃথিবীর মোট আয়তনের প্রায় কত অংশ?

উত্তর:- ১৫.৭%

7. আয়তনে পৃথিবীর তৃতীয় মহাদেশ কোনটি?

উত্তর:- আফ্রিকা

8. আয়তনে ইউরোপ মহাদেশ এশিয়ার প্রায় কতভাগের সমান?

উত্তর:- পাঁচ ভাগের একভাগ।

9. ইউরোপ মহাদেশের পূর্ব দিকে কোন সাগর আছে?

উত্তর:- ক্যাম্পিয়ান সাগর।

10. ‘পরাভৃত’ এর সমার্থক শব্দটি লেখো?

উত্তর:- কোকিল।

11. ‘সার্থক’ কোন ধরনের সমাসের উদাহরণ?

উত্তর:- প্রত্যয়ান্ত বহুব্রীহি।

12. ‘Syntax’ এর সমার্থক বাংলা প্রতিশব্দ লেখো?

উত্তর:- বাক্যতত্ত্ব।

13. ‘মঙ্গলকাব্য’ টি কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন?

উত্তর:- মধ্যযুগ।

14. ‘অনিল’ শব্দের অর্থ উল্লেখ করো?

উত্তর:- বাতাস

15. ভাষার সংবিধান কোনটিকে বলা হয়?

উত্তর:- ব্যাকরণ

16. হ-কার লোপের প্রবণতা দেখা যায় কোন ভাষায়?

উত্তর:- চলিত।

17. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ -র সংখ্যা কয়টি?

উত্তর:- ৩২টি

18. ওষ্ঠ্যবর্ণ বর্ণ বলা হয় কোন বর্গের বর্ণগুলীকে?

উত্তর:- ওষ্ঠ্যবর্ণ।

19. ‘তন্ময়’ -এর সন্ধি বিচ্ছেদ করো?

উত্তর:- তৎ + ময়।

20. কোন অঙ্গটি বাগযন্ত্রের প্রত্যঙ্গ নয়?

উত্তর:- কান।