WBPSC মিসলেনিয়াস প্রিলিমিনারি প্রশ্নোত্তর | WBPSC Miscellaneous Preliminary Questions Answers

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি WBPSC Miscellaneous Preliminary Questions Answers PDF . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBPSC মিসলেনিয়াস প্রিলিমিনারি প্রশ্নোত্তর | WBPSC Miscellaneous Preliminary Questions Answers

WBPSC মিসলেনিয়াস প্রিলিমিনারি প্রশ্নোত্তর | WBPSC Miscellaneous Preliminary Questions Answers

PDF -এর কিছু নমুনা দেওয়া হলো:-

1. অনিল খান্না কোন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন?

উত্তর- ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন।

2. মাজুলী দ্বীপ কোন রাজ্যে অবস্থিত?

উত্তর- অসম রাজ্যে।

3. কুরুক্ষেত্র নামক স্থানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর- হরিয়ানা।

4. সিপাহী জেলা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যের মধ্যে অবস্থিত?

উত্তর- অসম।

5. কোয়ারজের উপাদান উল্লেখ করো?

উত্তর- সিলিকন ডাই অক্সাইড।

6. মিনান্ডার একজন কে ছিলেন?

উত্তর- ইন্দ গ্রিক।

7. ব্লাইড আসানিন গ্রন্থটির লেখক কে?

উত্তর- অ্যাট উড।

8. কনিষ্ককে কার কাছে ধর্মে দীক্ষিত হয়েছিলেন?

উত্তর- অশ্ব ঘোষ।

9. বিখ্যাত সূর্য মন্দির কোথায় অবস্থিত?

উত্তর- কোণার্ক।

10. ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর- ইংল্যান্ড।

11. ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছিল কোন দেশ?

উত্তর- ইংল্যান্ড।

12. কর্কট সংক্রান্তি কত তারিখে পালিত হয়?

উত্তর- ২১ জুন।

13. ‘হিন্দু ভিউ অফ লাইফ’ কার রচিত?

উত্তর- ডক্টর এস রাধাকৃষ্ণন।

14. 3D দেখার চশমাতে কী ব্যবহার করা হয়?

উত্তর- পোলারয়েড।

15. দারুচিনির দ্বীপ বলা হয় কাকে?

উত্তর- শ্রীলংকা।

16. কত সালে পলাশীর যুদ্ধের সূচনা হয়েছিল?

উত্তর- 1757 সালে

17. কোন গ্রন্থির জন্য মানুষের মধ্যে ‘মাইক্সেডিমা’ অবস্থা হয়?

উত্তর- থাইরয়েড গ্রন্থি।

18. জলপাই ও আঙ্গুর উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোন গুলি?

উত্তর- ইতালি।

19. 1610 সালে গ্যালিলিও গ্যালিলি কোন গ্রহের চারটি চাঁদ আবিষ্কার করেছিলেন?

উত্তর- বৃহস্পতি।

20. কোন আইনি শব্দটি সম্পত্তি বন্ধক দেওয়াকে নির্দেশ করে?

উত্তর- বন্ধক।

21. বৈদিক সমাজ ব্যবস্থায় একদল পরিবারকে বোঝাতে কোন শব্দটি ব্যবহার করা হত?

উত্তর- গ্রামা।

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

File Details:-

File Name:-  WBPSC Miscellaneous Preliminary Questions Answers PDF  [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।