Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি WBPSC Geography Questions Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBPSC Geography Questions Answers in Bengali ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই WBPSC Geography Questions Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
WBPSC Geography Questions Answers in Bengali
- দুটি রবি শস্যের নাম লেখ।
উত্তরঃ গম, যব।
- খারিফ শস্য কোন সময়ে চাষ করা হয়?
উত্তরঃ দকশিণ-পশ্চিম মৌসুমী বায়ু আসার সময় অর্থাৎ বর্ষার শুরুতে।
- রবি শস্য কোন সময়ে চাষ করা হয়?
উত্তরঃ শীতের শুরুতে।
- কয়েকটি বাগিচা ফসলের নাম লেখ।
উত্তরঃ চা, কফি, রবার।
- ভারতের প্রধান খাদ্যশস্য কী?
উত্তরঃ ধান।
- ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?
উত্তরঃ দ্বিতীয়।
- কী ধরণের মাটি ধান চাষের পক্ষে উপযোগী?
উত্তরঃ উর্বর দোঁয়াশ মাটি এবং নদী উপত্যকার পলিমাটি।
- ধান চাষের জন্য কত সেমি বৃষ্টিপাতের প্রয়োজন?
উত্তরঃ ১০০ সেমি থেকে ২০০ সেমি।
- কত ডিগ্রী তাপমাত্রা ধান চাষের পক্ষে উপযোগী?
উত্তরঃ ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস।
- আমন ধান কোন সময়ে ভারতে চাষ হয়?
উত্তরঃ বর্ষাকালে লাগানো হয় ও শীতকালে কাটা হয়।
- আমন ধানকে ‘আঘায়নি’ বলা হয় কেন?
উত্তরঃ অগ্রহায়ণ মাসে কাটা হয় বলে।
- আউশ ধান ভারতে কোন সময়ে চাষ করা হয়?
উত্তরঃ শ্রীষ্মকালে কালবৈশাখীর বৃষ্টিতে লাগানো হয় এবং ভাদ্র-আশ্বিন মাসে কাটা হয়।
- বোরো ধান কোন সময়ে কাটা হয়?
উত্তরঃ গ্রীষ্মকালে।
- ধান উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।
- ভারতে হেক্টর প্রতি ধানের উৎপাদন কত?
উত্তরঃ হেক্টর প্রতি ১,৯২১ কিগ্রা।
- ভারতে ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত?
উত্তরঃ উড়িষ্যার কটকে।
- কয়েকটি উচ্চ ফলনশীল বীজের নাম লেখ।
উত্তরঃ জয়া, রত্না, তাইচুং, বিজয়া, গোবিন্দ প্রভৃতি।
- গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
উত্তরঃ উত্তরপ্রদেশ।
- ভারতের গম গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ দিল্লীর কাছে পুষায়।
- কয়েকটি উচ্চ ফলনশীল গম বীজের নাম লেখ।
উত্তরঃ সোনালিকা, সোনা-২২৭, কল্যাণ-সোনা, লারমা রাজো ইত্যাদি।
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।