WBPSC জেনারেল নলেজ প্রশ্নোত্তর | WBPSC General Knowledge Questions Answers

WBPSC জেনারেল নলেজ প্রশ্নোত্তর | WBPSC General Knowledge Questions Answers

১। “র‍্যাডক্লিফ লাইন” অবস্থিত কোন দুটি দেশের মধ্যে?

উঃ ভারত ও পাকিস্তানের মধ্যে।

২। “ম্যাকমোহন লাইন” অবস্থিত কোন দুটি দেশের মধ্যে?

উঃ ভারত ও চীনের মধ্যে।

৩। “হিন্ডেন বার্গ লাইন” অবস্থিত কোন দুটি দেশের মধ্যে?

উঃ জার্মানী ও পোল্যান্ডের মধ্যে।

৪। “লাইন ওব কন্ট্রোল” অবস্থিত কোন দুটি দেশের মধ্যে?

উঃ ভারত ও পাকিস্তান।

৫। “অর্ডার নাইসেলাইন” অবস্থিত কোন দুটি দেশের মধ্যে?

উঃ পূর্বতন পূর্ব জার্মানী ও পোল্যান্ডের মধ্যে।

৬। “সেগ ফ্রেড লাইন” অবস্থিত কোন দুটি দেশের মধ্যে?

উঃ জার্মান ও ফ্রান্সের মধ্যে।

৭। “ম্যাগিনট লাইন” অবস্থিত কোন দুটি দেশের মধ্যে?

উঃ জার্মান ও ফ্রান্সের মধ্যে।

৮। “১৭তম প্যারালাল” – অবস্থিত কোন দুটি দেশের মধ্যে?

উঃ উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে।

৯। “২৪ তম প্যারালাল” – অবস্থিত কোন দুটি দেশের মধ্যে?

উঃ ভারত ও পাকিস্তানের মধ্যে।

১০। “৩৮ তম প্যারালাল” – অবস্থিত কোন দুটি দেশের মধ্যে?

উঃ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে।

১১। “৪৯ তম প্যারালাল” – অবস্থিত কোন দুটি দেশের মধ্যে?

উঃ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে।

১২। “ডুরান্ড লাইন” – অবস্থিত কোন দুটি দেশের মধ্যে?

উঃ পাকিস্তান ও আফগানিস্থানের মধ্যে।

১৩। “হট লাইন” – অবস্থিত কোন দুটি স্থানের মধ্যে?

উঃ রাশিয়া ও হোয়াইট হাউস এর মধ্যে।

১৪। “ম্যানার হেম লাইন” – অবস্থিত কোন দুটি দেশের মধ্যে?

উঃ রাশিয়া ও ফিনল্যান্ড।

১৫। “ডানকান প্যাসেজ” – অবস্থিত কোন দুটি স্থানের মধ্যে?

উঃ সাউথ আন্দামান ও লিটল আন্দামান।

১৬। “৯ ডিগ্রী চ্যানেল” – অবস্থিত কোন দুটি দ্বীপের মধ্যে?

উঃ লাক্ষ্মা দ্বীপ ও মিনিকয় দ্বীপ।

১৭। “১০ ডিগ্রী চ্যানেল” – অবস্থিত কোন দুটি দ্বীপের মধ্যে?

উঃ আন্দামান ও নিকোবার এর মধ্যে।

১৮। “সাত-এল- আরব” – অবস্থিত কোন দুটি দেশের মধ্যে?

উঃ ইরাক ও ইরান এর মধ্যে।

১৯। বিষুবরেখা বা নিরক্ষরেখার অক্ষাংশের মান কত?

উঃ ০ ডিগ্রী অক্ষরেখা।

২০। অনুসূর অবস্থানের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত থাকে?

উঃ ১৪.৭ কোটি কিমি।

২১। উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন হয় কোন তারিখে?

উঃ ২১শে জুন।

২২। পৃথিবীর অপসূর অবস্থান কত তারিখে হয়?

উঃ ৪ঠা জুলাই।

২৩। বিষুব কথাটির অর্থ কি?

উঃ দিন ও রাত্রী সমান।

২৪। জল বিষুব হয় কত তারিখে?

উঃ ২৩শে সেপ্টেম্বর।

২৫। দক্ষিণ গোলার্ধে সবথেকে বড় দিন হয় কত তারিখে?

উঃ ২২শে ডিসেম্বর।

Click Here To Download