ফুড সাব-ইন্সপেক্টর অনলাইন মকটেস্ট | WBPSC Food SI Mock Test in Bengali

ফুড সাব-ইন্সপেক্টর অনলাইন মকটেস্ট | WBPSC Food SI Mock Test

1. সূর্যের যে পদ্ধতিতে শক্তির উদ্ভব হয় তাকে কী বলে?

উত্তর:- নিউক্লিয় সংযোজন

2. পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম উল্লেখ করো?

উত্তর:- তিরিচমির

3. পূর্ব রেলের সদর দপ্তর কোনটি?

উত্তর:- কলকাতা

4. লা রিপাবলিকা পত্রিকাটি কোন দেশ থেকে প্রকাশিত হয়েছিল?

উত্তর:- ইতালি

5. কোন রাজ্যটির পূর্ব নাম ছিল গৌড়?

উত্তর:- পশ্চিমবঙ্গ

6. কোন রাজ্যটির পূর্ব নাম ছিল NEFA?

উত্তর:- অরুণাচল প্রদেশ

7. পল্লব কোন রাজবংশের রাজধানী ছিল?

উত্তর:- কাঞ্চি

8. কোলেস্টেরল কোথায় উৎপন্ন হয়?

উত্তর:- যকৃত

9. সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুটি বেশি ব্যবহার করতেন?

উত্তর:- ব্রোঞ্জ

10. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তরটি কোথায় অবস্থিত?

উত্তর:- ফিলিপিন্স

11. খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন?

উত্তর:- রানা সঙ্গ

12. মহারাষ্ট্রের কালো মৃত্তিকা কী নামে পরিচিত?

উত্তর:- রেগুর

13. বাংলায় সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর:- হেমন্ত সেন

14. অজন্তা গুহাচিত্রে কোন ঘটনাবলী বর্ণিত রয়েছে?

জাতক

15. আর্যরা কোথায় সর্বপ্রথম বসতি স্থাপন করেছিল?

উত্তর:- পাঞ্জাব

16. ভারতের আয়তনে বৃহত্তম রাজ্য কোনটি?

উত্তর:- রাজস্থান

17. দ্বিতীয় নাগভট্ট কোন বংশের শাসক ছিলেন?

উত্তর:- প্রতিহার

18. আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে?

উত্তর:- পেট্রোরসায়ন শিল্প।