WBPSC পরীক্ষার প্রশ্নোত্তর | WBPSC Food SI GK Mock Test in Bengali
1. “বিশ্ব পরিবেশ দিবস” কোন দিন পালন করা হয়?
উত্তর:- ৫ই জুন
2. “Ballabhpur Wildlife Sanctuary” পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্যে অবস্থিত?
উত্তর:- বীরভূম
3. কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কোন জেলায় অবস্থিত?
উত্তর:- শিলিগুড়ি
4. কোন প্রাণীর গমন অঙ্গ মাংসল পদ?
উত্তর:- শামুক
5. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন?
উত্তর:- বল্লাল সেন
6. কয়লার প্রধান উপাদান কোনটি?
উত্তর:- কার্বন
7. পূর্ণা নদী কোন নদীর উপনদী?
উত্তর:- গোদাবরী
8. সম্বর হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর:- রাজস্থান
9. বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর:- অ্যানিমোমিটার
10. কাঁকড়া বিছের শ্বাস অঙ্গের নাম উল্লেখ করো?
উত্তর:- বুকলাং
11. প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি?
উত্তর:- স্নায়ু কোষ
12. Nokrek National Park কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- মেঘালয়
13. কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে?
উত্তর:- রাইবোজোম
14. তিলপাড়া ব্যারেজ বা জলাধার কোন নদীর উপর অবস্থিত?
উত্তর:- ময়ূরাক্ষী
15. ডেসিবল কিসের একক হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর:- শব্দের তীব্রতা
16. হুড্রু জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- ঝাড়খন্ড
17. নববিধান সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- কেশবচন্দ্র সেন
18. তড়িৎ বিভবের একক উল্লেখ করো?
উত্তর:- ভোল্ট
19. দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান উল্লেখ করো?
উত্তর:- ১৮০ ডিগ্রি
20. তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
উত্তর:- ভাগীরথী।