ফুড সাব-ইন্সপেক্টর প্রশ্নোত্তর MCQ | WBPSC Food SI GK Mock Test MCQ
1. Nokrek National Park কোথায় অবস্থিত?
(a) রাজস্থান
(b) মেঘালয়
(c) দিল্লি
(d) হরিয়ানা
উত্তর:- (b) মেঘালয়
2. বিজয় হাজারে ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?
(a) ক্রিকেট
(b) হকি
(c) টেবিল টেনিস
(d) ব্যাডমিন্টন
উত্তর:- (a) ক্রিকেট
3. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?
(a) লর্ড ডালহৌসি
(b) লর্ড উইলিয়াম
(c) লর্ড কার্জন
(d) লর্ড ক্যানিং
উত্তর:- (a) লর্ড ডালহৌসি
4. পূর্ণা নদীটি কোন নদীর উপনদী?
(a) গোদাবরী
(b) তাপ্তি
(c) কাবেরী
(d) ইন্দ্রাবতী
উত্তর:- (a) গোদাবরী
5. হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে?
(a) ১টি
(b) ২টি
(c) ৩টি
(d) ৪টি
উত্তর:- (c) ৩টি
6. শুকতারা বলা হয় কোন গ্রহকে?
(a) শুক্র গ্রহ
(b) বুধ গ্রহ
(c) শনি গ্রহ
(d) মঙ্গল গ্রহ
উত্তর:- (a) শুক্র গ্রহ
7. তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল
(a) ১৫৫৬ খ্রিঃ
(b) ১৫৬৭ খ্রিঃ
(c) ১৫২৯ খ্রিঃ
(d) ১৫৬৫ খ্রিঃ
উত্তর:- (d) ১৫৬৫ খ্রিঃ
8. কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
(a) মেঘালয়
(b) রাজস্থান
(c) অন্ধ্রপ্রদেশ
(d) হরিয়ানা
উত্তর:- (c) অন্ধ্রপ্রদেশ
9. সি জি এস পদ্ধতিতে ভরের একক কি?
(a) কিলোগ্রাম
(b) গ্রাম
(c) ভর
(d) কোনটিই নয়
উত্তর:- (b) গ্রাম
10. কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে?
(a) গলগী বডি
(b) লাইসোজোম
(c) রাইবোজোম
(d) কোনোটিই নয়
উত্তর:- (c) রাইবোজোম।