WBPSC Clarkship MCQ Questions Answer in Bengali | WBPSC ক্লার্কশিপ প্রশ্নোত্তর

WBPSC Clarkship MCQ Questions Answer in Bengali | WBPSC ক্লার্কশিপ প্রশ্নোত্তর

1. নীচের কোন প্রাণীর গমন পদ্ধতির নাম হলো লুপিং?
a) বিছে
b) জেলিফিশ
c) হাইড্রা
d) মাছ

উত্তর:- c) হাইড্রা।

2. নীচের কোন প্রাণীর গমন অঙ্গ ‘ক্ষণপদ’?
a) শামুক
b) টিকটিকি
c) অ্যামিবা
d) ইউগ্লিনা

উত্তর:- c) অ্যামিবা।

3. সয়াবিনের মধ্যে কোন উপাদান থাকে?
a) শর্করা
b) প্রোটিন
c) ভিটামিন B3
d) ভিটামিন D

উত্তর:- b) প্রোটিন।

4. কেঁচো ও জোঁকের রেচন অঙ্গের নাম উল্লেখ করো?
a) সবুজ গ্রন্থি
b) বৃক্ক
c) নিউরোন
d) নেফ্রিডিয়া

উত্তর:- d) নেফ্রিডিয়া।

5. গাছের কোন অংশটি থেকে হলুদ পাওয়া যায়?
a) কান্ড
b) মূল
c) ফুল
d) ফল

উত্তর:- b) মূল।

6. ডায়ালিসিস দ্বারা মানব শরীরের কোন অঙ্গটির রোগের উপশম করে?
a) মস্তিষ্ক
b) যকৃত
c) বৃক্ক
d) ফুসফুস

উত্তর:- c) বৃক্ক।

7. নিম্নের কোনটির মধ্যে ‘ট্যানিন’ পাওয়া যায়?
a) আদাতে
b) আমলকিতে
c) হরিতকিতে
d) কোনোটিই নয়

উত্তর:- c) হরিতকিতে।

8. নিম্নের কোনটির মধ্যে ক্যাফেইন পাওয়া যায়?
a) জলে
b) কফিতে
c) আদাতে
d) তামাকে

উত্তর:- b) কফিতে।

9. কোন ভিটামিনের রাসায়নিক নাম ফলিক অ্যাসিড?
a) ভিটামিন B9
b) ভিটামিন C
c) ভিটামিন D
d) ভিটামিন E

উত্তর:- a) ভিটামিন B9।

10. চোখের কোন অংশটি দ্বারা আলো প্রবেশ করে?
a) কর্নিয়া
b) রেটিনা
c) মেনিনজেস
d) ওপরের কোনোটিই নয়

উত্তর:- a) কর্নিয়া।