রাজ্যে বিদ্যুৎ বিভাগে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন 55,000 টাকা | WBPDCL Recruitment Notification 2023
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বিভাগ (WBPDCL Recruitment Notification 2023) আপনার জন্য নিয়ে এসেছে জিওলজিস্ট, কমিউনিকেশন এক্সপার্ট সহ একাধিক পদের জন্যে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ বিভাগের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।
নিয়োগকারী সংস্থা:- পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বিভাগ তথা The West Bengal Power Development Corporation Limited অর্থাৎ WBPDCL এর তরফে কর্মী নিয়োগ করা হবে। একই সঙ্গে তিন ধরনের পদে কর্মী নিয়োগ হবে।
পদের নাম:- একই সঙ্গে তিন ধরনের পদে কর্মী নিয়োগ হবে। জিওলজিস্ট, মাস- কমিউনিকেশন এক্সপার্ট ও কমিউনিটি ডেভেলপমেন্ট কনসালট্যান্ট।
● পদ – জিওলজিস্ট
শিক্ষাগত যোগ্যতা:- যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক বা গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।
মাসিক বেতন:- এই পদের জন্য মাসিক গড় বেতন সর্বনিম্ন 80,000/- টাকা থেকে শুরু।
● পদ – মাস-কমিউনিকেশন এক্সপার্ট
শিক্ষাগত যোগ্যতা:- যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক বা গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।
মাসিক বেতন: এই পদের জন্য মাসিক গড় বেতন সর্বনিম্ন 55,000/- টাকা থেকে শুরু।
● পদ- কমিউনিটি ডেভেলপমেন্ট কনসালট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: এক্ষেত্রেও স্নাতক বা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন: এই পদের জন্য মাসিক গড় বেতন সর্বনিম্ন 55,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
বয়সসীমা:- এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা হবে 55 বছর। তবে লক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:- Online মাধ্যমে আবেদন জানাতে হবে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া:- শর্ট লিস্টিং, সরাসরি ইন্টারভিউ।
আবেদন শুরু:- আবেদন প্রক্রিয়া চলছে
আবেদনের শেষ তারিখ:- 31/03/2023
অফিসিয়াল ওয়েবসাইট:- www.wbpdcl.co.in