WBP মকটেস্ট ডাউনলোড | WBP Mock Test in Bengali | Part-13

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি WBP Mock Test in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | WBP Mock Test in Bengali

সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | WBP Mock Test in Bengali

1. খুফুর পিরামিড কোথায় অবস্থিত?

উত্তর:-  মিশর

2. স্বাধীনতা সংগ্রামী উধম সিং কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর:- সঙ্গরুর, পাঞ্জাব

3. গণিতের জনক বলা হয় কাকে?

উত্তর:- আর্কিমিডিস

4. 1 GB = কত MB হয়?

উত্তর:- 1024 MBs

5. COVID-19 বলতে কী বোঝায়?

উত্তর:- করোনাভাইরাস রোগ 2019

6. “জয় জওয়ান জয় কিষান” স্লোগানটি কোন বিপ্লবী দিয়েছিলেন?

উত্তর:- লাল বাহাদুর শাস্ত্রী

7. ভারতে ভাষার ভিত্তিতে প্রথম রাষ্ট্র কোনটি?

উত্তর:- অন্ধ্র প্রদেশ

8. দক্ষিণ কোরিয়ার জন্য ইন্টারনেট ডোমেইন টিএলডি কী?

উত্তর:- .kr

9. সার্চ ইঞ্জিন “গুগল” কে প্রতিষ্ঠা করেন?

উত্তর:- ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন

10. কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত?

উত্তর:- 8,586 মিটার

11. রাজিয়া সুলতানার শাসনকাল কি ছিল?

উত্তর:- 1236AD – 1240AD

12. জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়?

উত্তর:- ফেব্রুয়ারি 28th

13 কোন মুঘল শাসক বিবি কা মাকবারার সাথে যুক্ত?

উত্তর:- আওরঙ্গজেব

14. মেক্সিকো সিটির রাজধানী কি?

উত্তর:- মেক্সিকো শহর

15. “মিশন মঙ্গল” মুভিটি কোন প্রোবের উপর ভিত্তি করে চালু হয়েছিল?

উত্তর:- মার্স অরবিটার মিশন (MOM) / মঙ্গলযান

16. ভীল উপজাতি কোথায় পাওয়া যায়?

উত্তর:- রাজস্থান

17. ISRO-এর পূর্ণরূপ।

উত্তর:- Indian Space Research Organisations (ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা)

18. প্রশ্নঃ কোন প্রাণী সারাজীবন পানি পান করে না?

উত্তর:- ক্যাঙ্গারু ইঁদুর

19. কোন অম্লীয় তরলে pH থাকবে?

উত্তর:- কম

20. ফাঁপা গোলার্ধের দুটি বাস্তব জীবনের উদাহরণের নাম বল?

উত্তর:- বাটি ও নারকেলের খোসা

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।