WBP MCQ Questions Answer in Bengali | পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রশ্নোত্তর
1. নীচের কোন সংস্কৃত নাটকটিতে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দ বংশের পতন বর্ণনা?
(A) মৃচ্ছকটিকম
(B) দেবীচন্দ্রগুপ্ত
(C) স্বপ্নবাসবদত্তা
(D) মুদ্রারাক্ষস
উত্তর:- (D) মুদ্রারাক্ষস।
2. “সিন্ধু সভ্যতা” কে আবিষ্কার করেন?
(A) এ এল বাশাম
(B) স্যার জন মার্সাল
(C) ভিন সেন্ট স্মিথ
(D) রাখালদাস ব্যানার্জী
উত্তর:- (D) রাখালদাস ব্যানার্জী।
3. রাজস্থানের কাছে আবিষ্কৃত হওয়া হরপ্পা সভ্যতার নিদর্শন নিম্নের কোনটি?
(A) মহেঞ্জোদারো
(B) জয়পুর
(C) কলিবঙ্গান
(D) লোথাল
উত্তর:- (C) কলিবঙ্গান।
4. প্রাচীন মানুষের দ্বারা আবিষ্কৃত প্রথম ধাতু ছিল কোনটি?
(A) ব্রোঞ্জ
(B) অ্যালুমিনিয়াম
(C) তামা
(D) সিলিকন
উত্তর:- (C) তামা।
5. বিখ্যাত গ্রন্থ “নাসিক প্রশস্তি” কে রচনা করেন?
(A) সমুদ্র গুপ্ত
(B) অশোক
(C) হর্ষবর্ধন
(D) গৌতমীপুত্র সাতকর্ণী
উত্তর:- [D] গৌতমীপুত্র সাতকর্ণী।
6. বিখ্যাত “দ্বাদশ অঙ্গ” গ্রন্থে কার ধর্মীয় শিক্ষার কথা বর্ণনা করা হয়েছে?
(A) রিশবনাথ
(B) অশোক
(C) বুদ্ধ
(D) মহাবীর
উত্তর:- [D] মহাবীর।
7. বিখ্যাত গ্রন্থ “তহকিক ই হিন্দ” কে রচনা করেছিলেন?
(A) আল বিরুনী
(B) সমুদ্র গুপ্ত
(C) অল মাসুদি
(D) অল-বিলাদরি
উত্তর:- [A] আল বিরুনী।
8. চতুর্বর্ণের ধারণা পাওয়া যায় প্রথম কোন গ্রন্থে?
(A) ঋকবেদের দশম মন্ডলের পুরুষসূক্তে
(B) মহাভারতে
(C) মুণ্ডক উপনিষদ
(D) রামায়ণের অযোধ্যা কান্ডে
উত্তর:- [A] ঋকবেদের দশম মন্ডলের পুরুষসূক্তে।
9. চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে রাজা হর্ষবর্ধনের পরাজয় এই ঘটনা কোন গ্রন্থে বর্ণিত হয়েছে?
(A) ফো-কুয়ো-কি
(B) সি-ইউ-কি
(C) ইন্ডিকা
(D) আইহোলে লিপি
উত্তর:- [D] আইহোলে লিপি।
10. বিখ্যাত “গঞ্জাম” লিপিতে ইতিহাসের কোন রাজার কীর্তি ও কাহিনী বর্ণনা করা হয়েছে?
(A) অশোক
(B) সমুদ্রগুপ্ত
(C) শশাঙ্ক
(D) রুদ্রদমন
উত্তর:- [C] শশাঙ্ক।