WBP লেডি কন্সটেবল প্রশ্নোত্তর | WBP Lady Constable Question Answer
1. মহেঞ্জোদাড়ো শব্দের অর্থ কি?
উত্তর:- মৃতের স্তূপ
2. ব্রিটেনের জাতীয় প্রতীক কোনটি?
উত্তর:- গোলাপ
3. সুইজারল্যান্ড -এর পার্লামেন্ট এর নাম কি?
উত্তর:- ফেডারেল অ্যাসেম্বলি
4. “বাংলার বাঘ” নামে পরিচিত কে?
উত্তর:- আশুতোষ মুখার্জী
5. “ভারতের তোতাপাখি” কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- আমীর খসরু
6. বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র কোনটি?
উত্তর:- ব্যারোমিটার
7. “খালি পেটে ধর্ম হয় না” – এই উক্তিটি কার?
উত্তর:- স্বামী বিবেকানন্দ
8. নৈনিতাল শৈল শহর কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- উত্তরাখণ্ড
9. কোন নদীর জলবন্টন নিয়ে কর্ণাটক তামিলনাড়ু মধ্যে বিবাদ চলছে?
উত্তর:- কাবেরী
10. Bio-Gas এর প্রধান উপাদান কোনটি?
উত্তর:- মিথেন।