WBP General Knowledge Questions and Answers

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি WBP General Knowledge Questions and Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBP General Knowledge Questions and Answers ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই WBP General Knowledge Questions and Answers || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

WBP General Knowledge Questions and Answers

  1. যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না

Ans : হেপারিন

  1. ধান গাছের ক্রোমোসোম সংখ্যা কয়টি ?

Ans : ২৪ টি

  1. প্রথম কোথায় নিপাহ ভাইরাস পাওয়া যায় ?

Ans : মালয়েশিয়ায় (১৯৯৮)

  1. ‘হংকং ভাইরাস’ নামে পরিচিত ‘সার্স’ প্রথম কোন দেশে দেখা যায় ?

Ans : চীন (২০০২)

  1. মানবদেহে কোন ধরনের শ্বসন হয় ?

Ans : সবাত শ্বসন

  1. শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝড়ে যায় কেন ?

Ans : প্রস্বেদন কমাতে

  1. কোন পাখি দীর্ঘতম পথ পাড়ি দিতে পারে ?

Ans : গাঙচিল

  1. পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল কোনটি ?

Ans : আম

  1. জলজ শামুক, ঝিনুকের খোলক কি দিয়ে গঠিত ?

Ans : কার্বনেট

  1. কোন গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা আকারে ওয়াটার তৈরি করা হয় ?

Ans : কার্বন – ডাই – অক্সাইড

  1. পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে ?

Ans : নিকোলাস অটো

  1. ‘৬৭- পি’ কী ?

Ans : ধূমকেতু

  1. আলো সাতটি বর্ণের সমষ্টি এটি প্রমাণ করেন কে ?

Ans : আইজ্যাক নিউটন

  1. তে দ্রবনীয় ভিটামিন কি ?

Ans : ভিটামিন বি

  1. মিষ্টি আলু কি ?

Ans : স্বেতসার জাতীয় খাদ্য

  1. রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় কিসে ?

Ans : গলগন্ড রোগে

  1. গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্রের নাম কী ?

Ans : ম্যানোমিটার

  1. ‘সুপার নোভা’ আসলে কী ?

Ans : মৃত তারকা

  1. উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয় ?

Ans : ফ্যাটি এসিড ও গ্লিসারল

  1. লেখার চক কী দিয়ে তৈরি ?

Ans : ক্যালসিয়াম সালফেট

  1. রেকটিফাইড স্পিরিট কী ?

Ans : ৯৫ % ইথাইল অ্যালকোহল + ৫ % জল

  1. ভিনেগার কাকে বলে ?

Ans : ৪-১০ % অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে

  1. অ্যাকোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ?

Ans : ৩ : ১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রোক্লরিক অ্যাসিড

  1. ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ?

Ans : ০.১৫-১.৫ %

  1. ইস্পাত তৈরিতে লোহার সঙ্গে কী মেশাতে হয় ?

Ans : কার্বন

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।