গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর | WBP General Knowledge
1. ‘সোরেল সিমেন্ট’ ব্যবহৃত হয় কোন কাজে?
উওর:- দাঁতের চিকিৎসায় ব্যাবহার করা হয়।
2. স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয় কোন লোহা?
উওর:- ইস্পাত।
3. লেবুতে কোন অ্যাসিড থাকে?
উওর:- সাইট্রিক অ্যাসিড।
4. ‘টায়ালিন’ উৎসেচক কোন জাতীয় খাদ্যকে পাচিত করে?
উওর:- শ্বেতসার।
5. লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উওর:- টেমস।
6. সমীক্ষা অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে?
উওর:- ম্যান্ডারিন
7. ইউরোপের প্রধান প্রধান নদী গুলীর নাম লেখো?
আরও পড়ুন:-
একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here
একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here
একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here
বিভিন্ন ঐতিহাসিক বই ও লেখক PDF- Click Here
ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here
ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here
ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here
ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here
2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here
400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here
পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here
250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
উওর:- দানিউব, ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওয়েজার, রাইন, টেমস, ডুরো, টেগান, গোয়াডিন, রোন।
8. দানিউব নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে?
উওর:- ব্ল্যাক ফরেস্ট থেকে।
9. ভলগা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে?
উওর:- ক্যাম্পিয়ান সাগর
10. বিখ্যাত কবি শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন?
উওর:- ফারসি
11. পৃথিবীর সর্ববৃহৎ মৎস্যচারণ ক্ষেত্র -র নাম লেখো।
উওর:- ডগার্স ব্যাংক
12. ইউরোপের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপাদক দেশ কোনটি?
উওর:- রাশিয়া
13. ইউরোপের জলবায়ুর প্রকৃতি কেমন?
উওর:- আর্দ্র প্রকৃতির।
14. ফ্রান্স ও স্পেনের সীমান্ত বরাবর কোন পর্বত অবস্থান করছে?
উওর:- পিরেনীজ পর্বত
15. ভলগা নদীর উৎপত্তিস্থল কোন পর্বত?
উওর:- ভলদাই পর্বত (রাশিয়া)
16. “The City of Thousand Windows” নামে পরিচিত শহর কোনটি?
উওর:- বেরাত, আলবেনিয়া
17. বর্তমানে আফ্রিকা মহাদেশের বৃহত্তম অর্থনীতির দেশটির নাম লেখো?
উওর:- দক্ষিন আফ্রিকা
18. বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড রাখা শুরু হয় কত সাল থেকে?
উওর:- ১৮৮০ সাল থেকে।
19. এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর প্রধান ঘাটি কোনটি?
উওর:- ওকিনাওয়া
20. গোল্ড স্টার পরিবার কাকে বলে?
উওর:- যুক্তরাষ্ট্রে দেশের জন্য প্রাণ উতসর্গকারীদের গোল্ড স্টার পরিবার বলা হয়।