WBP Constable Mains Practice Set – 6 | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মেন্স প্রাকটিস সেট – 6 | [PDF] ডাউনলোড

 

WBP Constable Mains Practice Set – 6  | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মেন্স প্রাকটিস সেট – 6 | [PDF] ডাউনলোড    

WBP Constable Mains Practice Set - 6


Hello বন্ধুরা , 

                   তোমাদের সবাইকে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | রাজ্য সরকার ইতিমধ্যেই অনেক শূন্যপদে কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর নিয়োগের কথা জানিয়েছে | ইতিমধ্যেই পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা শেষ হয়েছে, এবার মেন্স প্রস্তুতি শুরু করা যাক  | তাই আজ আমরা তোমাদের মেন্স পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করতে নিয়ে এসেছি WBP Constable Mains Practice Set – 6 ( পুলিশ কনস্টেবল মেন্স পরীক্ষার জন্য প্রাকটিস সেট – ০6 )  | 
                      সিলেবাস অনুযায়ী 85 নম্বরের এই সেটটি সাজানো হয়েছে যেগুলো প্রাকটিস করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি আরো মজবুত হবে | তবে আর দেরি না করে নিচে দেওয়া লিংক থেকে প্রাকটিস সেট টির PDF ডাউনলোড করে নাও – 

নিচে তোমাদের সুবিধার্থে কিছু স্যাম্পেল প্রশ্ন উত্তর দেওয়া হলো – 



1. ঋগবেদে উল্লেখিত ঝিলাম নদীর পূর্ব নাম কি ছিল ?
[a] সিন্ধু
[b] শতদ্রু
[c] বিতস্তা
[d] রেবা

2. হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন ?
[a] দয়ারাম সাহানি
[b] রাখালদাস বন্দোপাধ্যায়
[c] ননীগোপাল মজুমদার
[d] মকলার

3. 1829 সালের সতীদাহ নিবারণ আইন পাশ হয় নিম্নের কার আমলে ?
[a] লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
[b] লর্ড কর্ণওয়ালিস
[c] লর্ড আর্মহাস্ট
[d] লর্ড মিন্টো

4. মন্ডল কমিশন কত সালে গঠিত হয় ?
[a] 1987
[b] 1988
[c] 1985
[d] 1990

5. কেবিনেট মিশন কোন সালে ভারতে আসে ?
[a] 1944
[b] 1942
[c] 1947
[d] 1946

6. গান্ধীজি কত সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?
[a] 1915
[b] 1921
[c] 1922
[d] 1923

7. নিম্নের কোন কংগ্রেস সভাপতির আমলে স্বরাজ্য দলের গঠন হয় ?
[a] মহাত্মা গান্ধী
[b] রাসবিহারী ঘোষ
[c] দেশবন্ধু চিত্তরঞ্জন দাস
[d] সুভাষচন্দ্র বোস

8. নিম্নের কোন গ্রহ কে লাল গ্রহ বলা হয় ?
 [a] পৃথিবী
[b] মঙ্গল
[c] শুক্র
[d] বুধ

9. গুরলা মান্ধতা পর্বতশৃঙ্গ টি কোন দেশে অবস্থিত ?
[a] নেপাল
[b] ভুটান
[c] চীন
[d] ভারত

10. কোরাল সাগর নিম্নের কোন মহাসাগরে অবস্থিত ?
[a] প্রশান্ত মহাসাগর
[b] আটলান্টিক সাগর
[c] বঙ্গপ্রসাগর
[d] ভারত মহাসাগর

11. পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
[a] কোপাই
[b] তিস্তা
[c] জলঙ্গি
[d] দামোদর

12. তেহারি বাঁধ প্রকল্প টি কোন নদীর উপর গড়ে উঠেছে ?
[a] রামগঙ্গা নদী
[b] কৃষ্ণা নদী
[c] গোদাবরী নদী
[d] ভাগীরথী নদী

13. মুন্দ্রা থার্মাল পাওয়ার স্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
[a] মধ্যপ্রদেশ
[b] ছত্তিশগড়
[c] গুজরাট
[d] তামিলনাড়ু

14. হাজারীবাগ জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
[a] ছত্তিশগড়
[b] ওড়িশা
[c] বিহার
[d] ঝাড়খন্ড

15. নিম্নের কোন নদীর ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়েছে ?
[a] মহানদী
[b] কৃষ্ণা
[c] গোদাবরী
[d] সুবর্ণরেখা

16. সেন্ট্রাল প্লান্টেশন
ক্রপস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত
?
[a] কাসারগোড
[b] মহীশুর
[c] পুসা
[d] কটক

17. রাষ্ট্র পরিচালনার
নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে
?
[a] কানাডা
[b] আয়ারল্যান্ড
[c] জার্মানি
[d] অস্ট্রেলিয়া

18. গণপরিষদের শেষ অধিবেশন হয়

[a] 24 জানুয়ারি, 1950
[b] 24 জানুয়ারি, 1949
[c] 26 জানুয়ারি, 1952
[d] 20 জানুয়ারি, 1948

19. বর্তমান সংবিধানে মোট
কতগুলি অধ্যায় আছে
?
[a] 22 টি
[b] 23 টি
[c] 25 টি
[d] 26 টি

20. নিম্নের কোন ধারায় ধর্মীয়
স্বাধীনতার অধিকারের উল্লেখ রয়েছে
?
[a] ধারা 21 – 24
[b] ধারা 14 – 18
[c] ধারা 23 – 24
[d] ধারা 25 – 28

21. নিম্নের কোন আধতু তড়িৎ
পরিবহনে সক্ষম
?
[a] তামা
[b] গন্ধক
[c] গ্যাস কার্বন
[d] বোরন

22. মিথাইল অরেঞ্জ ক্ষারীয়
মাধ্যমে কি বর্ণ ধারণ করে
?
[a] নীল
[b] গোলাপি
[c] হলুদ
[d] লাল

23. নিম্নের কে পেনিসিলিন
আবিষ্কার করে ইতিহাস সৃষ্টি করেন
?
[a] জগদীশচন্দ্র বোস
[b] মর্গ্যান
[c] আলেকজান্ডার ফ্লেমিং
[d] ইরহেনবার্গ

24. কৃষকদের খাদ্য নিরাপত্তা
মজবুত করতে কোন রাজ্য সম্প্রতি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাথে যুক্ত হলো
?
[a] তামিলনাড়ু
[b] ওড়িশা
[c] তেলেঙ্গানা
[d] আসাম

25. সাস্টেনেবল ডেভেলপমেন্ট
ইনডেক্স 2021 অনুযায়ী ভারত কততম স্থান অধিকার করলো
?
[a] 121 তম
[b] 125 তম
[c] 131 তম
[d] 120 তম

Directions : In the following questions, some part of the
sentence may have errors. Find out which part of the sentence has an error From
(Q.1 – Q.5)
26. Question : Having had
written the letter, he posted it immediately
[a] Having had written the
[b] letter, he posted
[c] it immediately
[d] No error

27. Question : Woods are used for making
chairs
[a] Wood are
[b] used for
[c] making chairs
[d] No error

28. Question : Before we had entered the
room, they had telephoned him
[a] Before we had
[b] entered the room, they
[c] had telephoned him
[d] No error

29. Question : The students were
awaiting for the arrival of the chief guest
[a] The students were
[b] awaiting for the arrival of the
[c] chief guest
[d] No error

30. Question : Please introduce him to
me if you are acquainted of him
[a] Please introduce
[b] him to me if you
[c] are acquinted with him
[d] No error

31. Fill in the blank with correct
preposition : The Boss didn’t punish him for coming late. He must be ___ his
good books
[a] in
[b] into
[c] inside
[d] onto

32. Fill in the blank with correct
preposition : Do you take pride ___ your appearance ?
[a] in
[b] at
[c] about
[d] of

33. Choose the correct phrasal verb : If
one makes mistake then one should be ready to ____ it
[a] answer on
[b] answer of
[c] answer for
[d] answer after

34. One Word : That which cannot be
satisfied
[a] Camouflage
[b] Insatiable
[c] Undecipherable
[d] Tenacious

35. One Word : One who is specialist in
kidney
[a] Nephrologist
[b] Paediatrist
[c] Orthopaedist
[d] Oncologist

36. Antonym : Nuisance
[a] Disperse
[b] Confront
[c] Bold
[d] Pleasure

37. Antonym : Bountiful
[a] Generous
[b] Meager
[c] Copious
[d] Teeming

38. Synonym : Invidious
[a] Mournful
[b] Slowly
[c] Indifferent
[d] Hateful

39. Synonym : Somnolent
[a] Irritate
[b] Provoke
[c] Drowsy
[d] Enrage

40. Fill in the blank : Political
parties always __ on to each other for poor health infrastructure
[a] pass the buck
[b] pass the baton
[c] pass the bell
[d] pass the board

41. Fill in the blank : A __ of puppies
is wandering in the park near my office
[a] gang
[b] group
[c] litter
[d] litre

42. Find the Correctly spelt word
[a] Aparthaid
[b] Exhorbitant
[c] Mischievous
[d] Benifitted

43. Find the Correctly spelt word
[a] Passimism
[b] Optemism
[c] Consumerism
[d] Communlism

44. Change the narration :
“They are late”, she has already told us.
[a] She has already been telling us that they are late
[b] She told us that they are already late
[c] She has already told us that they are late
[d] She told us that they are late already

45. Change the narration : “What an
excellent piece of art!” she said
[a] She exclaimed with surprise was it an excellent piece of art
[b] She exclaimed what an excellent piece of art was it
[c] She exclaimed with appreciation that it was an excellent piece of art
[d] She had exclaimed that it was an excellent piece of art

46. Change the narration : The teacher
said to me, “I hope you will bring credit to my school”
[a] The teacher wished that I would bring credit to my school
[b] The teacher hoped that I would bring credit to his school
[c] The teacher said that I will bring credit to his school
[d] The teacher desired that I bring credit to his school

47. Change the narration : The teacher
said to him, “Do not go out.”
[a] The teacher commanded him that he should not go out
[b] The teacher told him do not go out
[c] The teacher advised him not to go out
[d] The teacher ordered him to not go out

48. Change into Active or Passive voice
: Develop good habits
[a] Let good habits be developed
[b] Good habits must be developed
[c] We could develop good habits
[d] One must develop good habits

49. Change into Active or Passive voice
: He has been teaching Physics for nine years
[a] Physics had been taught by him for nine years
[b] Physics was being taught by him for nine years
[c] Physics has been taught by him for nine years
[d] Physics could have been taught by him for nine years

50. Change into Active or Passive voice
: People speak Hindi in India
[a] Hindi was spoken in India
[b] Hindi must be spoken in India
[c] Hindi will be spoken in India
[
d] Hindi is spoken in India

উত্তর সহ সমস্ত প্রাকটিস সেটটির PDF ডাউনলোড করে নাও নিচের লিংক থেকে  

 

File Details ::

File Type : PDF
File Location : Google Drive 
No. of Pages : 07 
File Size : 400 kb 

Also Download ::


Leave a comment