WBP Constable General Knowledge Download

WBP Constable General Knowledge Download

1. 2023 ICC ক্রিকেট বিশ্বকাপের লােগাের নাম কি?

Ans : নবরস।

2. গ্রীনিচের সাথে ভারতের সময়ের পার্থক্য লেখো?

Ans : সাড়ে পাঁচ ঘণ্টা।

3. শিবাজী উৎসব ভারতের কোন্ রাজ্যে পালিত হয়ে থাকে?

Ans : মহারাষ্ট্রে।

4. বিখ্যাত টাইটানিক চলচ্চিত্রটিতে “রােজ” চরিত্রটিতে কে অভিনয় করেছেন?

Ans : কেন উইন স্লেট (ব্রিটিশ অভিনেত্রী)।

5. পালাউর রাজধানীর নাম লেখো?

Ans : কোরাের।

6. নরসিমা রাও –এর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম লেখো?

Ans : দ্য ইনসাইডার।

7. “Maya with Doll” বিখ্যাত এই ছবিটি কে এঁকেছেন?

Ans : পাবলাে পিকাসাে।

8. কোন্ দেশের মুদ্রার নাম “সােম”?

Ans : কিরঘিস্তানের।

9. “She walks in Beauty” বইটি কে রচনা করেন?

Ans : লর্ড বায়রন।

10. কোন বিদেশি নাবিক উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করেছিলেন?

Ans : ভাস্কো – দা – গামা।

11. পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন্ অক্ষরেখা আছে?

Ans : কর্কটক্রান্তিরেখা।

12. “তিস্তা” নদী অন্য কি নামে পরিচিত?

Ans : ত্রাসের নদী।

13. পশ্চিমবঙ্গে বসবাসকারী কয়েকটি আদিবাসীর নাম উল্লেখ করো।

Ans : ক মুন্ডা, কুমি, হাে, টোটো।

14. বারাসাত বিদ্রোহের নেতার নাম কী?

Ans : তিতুমীর।

15. নীল বা সবুজ ছাতা বলতে কোন ছত্রাককে বোঝায়?

Ans : পেনিসিলিয়াম।

16. একটি জনপ্রিয় কমেডি চলচ্চিত্রের নাম লেখো?

Ans : ফরেস্ট গাম্প।

17. ধান গাছের পাতার কিনারা বরাবর কোন পদার্থ জমা হয়?

Ans : সিলিকা।

18. পেপসিন এক ধরনের কি?

Ans : পেপসিন এক ধরনের উৎসেচক।

Click Here To Download