পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP Constable Answer Key Download

পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP Constable Answer Key Download

1. ‘Inlocate’ শব্দটি কোন্ খেলায় ব্যবহৃত হয়?

Ans : তীরন্দাজী।

2. জুলি অ্যান্ড্রু অভিনীত বিখ্যাত ছবিটির নাম লেখো?

Ans : মাই ফেয়ার লেডি।

3. “সন্তুর” বাদ্যযন্ত্রে সাধারণত কটা তার থাকে?

Ans : 100 টি।

4. বিখ্যাত ‘Louvre Musseum’ কোন শহরে অবস্থিত?

Ans : প্যারিসে।

5. শচীন তেন্ডুলকার কোন্ কাউন্টি ক্রিকেট দলের হয়ে খেলেছেন?

Ans : ইয়র্কশায়ার।

6. হিমােগ্লোবিনের মধ্যে কোন্ ধাতুটি থাকে?

Ans : লােহা।

7. যদি একটা জল ভর্তি ছিপি আঁটা বােতল ডীপ ফ্রিজারে প্রচন্ড ঠান্ডায় রাখা হয় তাহলে বােতলটা ফেটে যায় কেন?

Ans : এর কারণ জল বরফে পরিণত হলে তার আয়তন বৃদ্ধি পায় বলে।

8. দ্রুততম চতুষ্পদী জীবটির নাম কী?

Ans : চিতা।

9. মানবদেহের কোষের নিউক্লিয়াসে মোট কত জোড়া ক্রোমােজোম থাকে?

Ans : 23 জোড়া

10. উদ্ভাবনের বিজ্ঞান বলতে কি বোঝো?

Ans : নন্দনতত্ত্ব।

11. গীতাঞ্জলি কত সালে প্রথম ইংরাজিতে প্রকাশিত হয়েছিল?

Ans : 1910 সালে

12. টাইম মেশিন গ্রন্থটি লেখক কে?

Ans : এইচ.জি.ওয়েলস।

13. রুডইয়ার্ড কিপলিং এর লেখা বই কোনটি?

Ans : দ্য লাইট দ্যাট ফেলড়।

14. “স্পীড পােস্ট” গ্রন্থটির লেখক কে?

Ans : শােভা দে।

15. ইংরাজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ গীতিকাব্য কোনটি?

Ans : ‘প্যারাডাইস লস্ট’।

16. গুজরাটের প্রাচীন নাম কি ছিল? 

Ans : সৌরাষ্ট্র।

17. কোয়ালা ভল্লুক কোন্ দেশে দেখতে পাওয়া যায়? 

Ans : গ্রীনল্যান্ড।

18. কত সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল? 

Ans : 1526

19. “পেরালামডি ট্রফি” কোন্ খেলাটির সাথে যুক্ত?

Ans : গফ।

20. ভারতের কোন এজেন্সির আদর্শ বাণী- ‘Industry, Integrity and Impartial ity’ ?

Ans : সেন্ট্রাল ব্যুরাে অফ ইনভেস্টিগেশন (Central Bureau of Investigation)।

21. রাষ্ট্রসঘের এসেম্বলীর প্রথম মহিলা প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন?

Ans : বিজয়লক্ষ্মী পন্ডিত।

22. মাদার টেরেসা কত সালে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন?

Ans : 1980 সালে।

23. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন্ শহরে সব থেকে বেশি সংখ্যক নাগরিকের মৃত্যু হয়েছিল?

Ans : হিরােশিমা।

24. প্রথম ভারত – পাকিস্তান যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল?

Ans : 1965 সালে।

Click Here To Download