WBP পুলিশ কনস্টেবল মেন্স 2016 গণিত সমাধান | Math Practice MCQ Set – 45 | পুলিশ/WBCS/রেল ও অন্যান্য পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট পর্ব – ৪৫
Hello বন্ধুরা,
তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । সামনেই WBCS,পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলের নানা পরীক্ষা আগত আর তার জন্যই তোমাদের জন্য নিয়ে এসেছি বিগত বছরের প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নও দিয়ে তৈরী WBP পুলিশ কনস্টেবল মেন্স 2016 গণিত সমাধান ( Math Practice Set পর্ব – ৪৫ ) । এই সেটের মধ্যে আমরা আগামী পরীক্ষা গুলির জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান নিয়ে চলে এসেছি |
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. প্রশ্ন : 6 cm ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 cm ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে ? (WBP Constable Main 2016)
[a] 27
[b] 31
[c] 14
[d] 36
———————————————————————-
2. প্রশ্ন : 0.5% কে দশমিকে পরিণত করলে তার মান হবে : (WBP Constable Main 2016)
[a] 0.005
[b] 0.05
[c] 5/100
[d] 0.5×10
———————————————————————-
3. প্রশ্ন : 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের তিনগুন ছিল, 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুন হবে । বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত হলো : (WBP Constable Main 2016)
[a] 7 : 3
[b] 5 : 2
[c] 9 : 2
[d] 13 : 4
———————————————————————-
4. প্রশ্ন : একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 cm এবং কর্ণ 13 cm হলে, ক্ষেত্রটির পরিসীমা কত হবে ? (WBP Constable Main 2016)
[a] 34 cm
[b] 36 cm
[c] 30 cm
[d] 38 cm
———————————————————————-
5. প্রশ্ন : একজন মা এবং তার ছয় সন্তানের বয়সের গড় 12 বছর । মার বয়স বাদ দিলে সেই গড় 5 বছর কমে যায় । মার বয়স কত ? (WBP Constable Main 2016)
[a] 40 বছর
[b] 48 বছর
[c] 50 বছর
[d] 42 বছর
———————————————————————-
6. প্রশ্ন : একজন লোকের কিছু মুরগী এবং কয়েকটি গরু ছিল । যদি তাদের মাথার সংখ্যা 48 এবং পায়ের মোট সংখ্যা 140 হয় তবে লোকটির কাছে কতগুলো মুরগী ছিল ? (WBP Constable Main 2016)
[a] 22
[b] 23
[c] 26
[d] 24
———————————————————————-
7. প্রশ্ন : একটি অটোরিক্সা 40 km/hr গতিবেগ 2 ঘন্টা 30 মিনিট চলেছে । যদি সে গন্তব্যস্থলে আরোও 1 ঘন্টা পরে পৌঁছায় তবে অটোরিক্সাটি মোট কত দুরত্ব অতিক্রম করেছে ? (WBP Constable Main 2016)
[a] 120 km
[b] 140 km
[c] 160 km
[d] 200 km
———————————————————————-
8. প্রশ্ন : একটি পাম্প একটি ট্যাঙ্ককে 2 ঘন্টায় জল পূর্ণ করতে পারে । ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির 2 1/3 ঘন্টা সময় লাগে । জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময়ে খালি হয়ে যাবে ? (WBP Constable Main 2016)
[a] 2 1/3 ঘন্টায়
[b] 8 ঘন্টা
[c] 7 ঘন্টা
[d]14 ঘন্টা
———————————————————————-
9. প্রশ্ন : একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয় । ঐ জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে ? (WBP Constable Main 2016)
[a] 22500 টাকা
[b] 21000 টাকা
[c] 25300 টাকা
[d] 25800 টাকা
———————————————————————
10. প্রশ্ন : দুটি সংখ্যার যোগফল 45 । সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের 1/9 অংশ । সংখ্যা দুটির লসাগু হলো : (WBP Constable Main 2016)
[a] 100
[b] 150
[c] 250
[d] 200
——————————————————————–
11. প্রশ্ন : একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যায় । যদি রবিবার দুপুরে ( 12 টার সময় ) ঘড়িটির সময় ঠিক করে দেওয়া হয় তবে সোমবার দুপুরে ( অর্থাৎ পরের দিন দুপুরে ) ঘড়িটি কী সময় দেখাবে ? (WBP Constable Main 2016)
[a] 12:00 মধ্যাহ্ন
[b] 11:58 PM
[c] 12:02 PM
[d] 11:58 AM
——————————————————————–
12. প্রশ্ন : একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত হল 7 : 9 : 12 । যদি সবচেয়ে বড় বাহু ও ছোট বাহুর অন্তর 15 cm হয় তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য হবে : (WBP Constable Main 2016)
[a] 12 cm
[b] 24 cm
[c] 60 cm
[d] 36 cm
——————————————————————–
13. প্রশ্ন : 630 টি জিনিস X, Y এবং Z এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হল যে X, Y এর থেকে তিনগুন এবং Y, Z এর থেকে পাঁচগুণ জিনিস পেল । X কতগুলি জিনিস পেয়েছিল ? (WBP Constable Main 2016)
[a] 425
[b] 400
[c] 450
[d] 475
——————————————————————–
14.প্রশ্ন : যদি y = 3x+12 এবং y=5 হয় তবে x এর মান হবে ? (WBP Constable Main 2016)
[a] 3/7
[b] 7/3
[c] -7
[d] -7/3
———————————————————————-
15.প্রশ্ন : একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হয়, তবে নম্বরটি – (WBP Constable Main 2016)
[a] 1% কমবে
[b] পরিবর্তিত হবে না
[c] 1% বাড়বে
[d] 9%বাড়বে
——————————————————————–
16. প্রশ্ন : মান নির্নয় করো : ((√81×3) – (√16×4))/((√16×4)-(√81×3)) (WBP Constable Main 2016)
[a] 1
[b] -11
[c] 11
[d] -1
——————————————————————–