WBP পুলিশ কনস্টেবল মেন্স 2016 গণিত সমাধান | Math Practice MCQ Set | পুলিশ/WBCS/রেল ও অন্যান্য পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট

 

WBP পুলিশ কনস্টেবল মেন্স 2016 গণিত সমাধান | Math Practice MCQ Set – 45 | পুলিশ/WBCS/রেল ও অন্যান্য পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট পর্ব – ৪৫            


Hello বন্ধুরা, 

                   তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । সামনেই WBCS,পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলের নানা পরীক্ষা আগত আর তার জন্যই তোমাদের জন্য নিয়ে এসেছি বিগত বছরের প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নও দিয়ে তৈরী WBP পুলিশ কনস্টেবল মেন্স 2016 গণিত সমাধানMath Practice Set পর্ব – ৪৫ ) । এই সেটের মধ্যে আমরা আগামী পরীক্ষা গুলির জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান নিয়ে চলে এসেছি | 
 
                নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-



1. প্রশ্ন : 6 cm ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 cm ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে ? (WBP Constable Main 2016)
[a] 27 
[b] 31
[c] 14
[d] 36

Ans: (a) 27

সমাধান :

01




———————————————————————-

2. প্রশ্ন : 0.5% কে দশমিকে পরিণত করলে তার মান হবে : (WBP Constable Main 2016)
[a] 0.005 
[b] 0.05
[c] 5/100
[d] 0.5×10
Ans: (b) 0.005

সমাধান :

02


———————————————————————-

3. প্রশ্ন : 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের তিনগুন ছিল, 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুন হবে । বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত হলো : (WBP Constable Main 2016)

[a] 7 : 3 
[b] 5 : 2
[c] 9 : 2
[d] 13 : 4
Ans: (a) 7 : 3

সমাধান :

03%20


———————————————————————-

4. প্রশ্ন :  একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 cm এবং কর্ণ 13 cm হলে, ক্ষেত্রটির পরিসীমা কত হবে ? (WBP Constable Main 2016)

[a] 34 cm 
[b] 36 cm
[c] 30 cm
[d] 38 cm

Ans: (a) 34 cm

সমাধান :

04%20


———————————————————————-

5. প্রশ্ন : একজন মা এবং তার ছয় সন্তানের বয়সের গড় 12 বছর । মার বয়স বাদ দিলে সেই গড় 5 বছর কমে যায় । মার বয়স কত ? (WBP Constable Main 2016)

[a] 40 বছর
[b] 48 বছর
[c] 50 বছর
[d] 42 বছর 
Ans: (d) 42

সমাধান :

05%20


———————————————————————-

6. প্রশ্ন : একজন লোকের কিছু মুরগী এবং কয়েকটি গরু ছিল । যদি তাদের মাথার সংখ্যা 48 এবং পায়ের মোট সংখ্যা 140 হয় তবে লোকটির কাছে কতগুলো মুরগী ছিল ? (WBP Constable Main 2016)

[a] 22
[b] 23
[c] 26 
[d] 24

Ans: (c) 26

সমাধান :

06%20


———————————————————————-

7. প্রশ্ন : একটি অটোরিক্সা 40 km/hr গতিবেগ 2 ঘন্টা 30 মিনিট চলেছে । যদি সে গন্তব্যস্থলে আরোও 1 ঘন্টা পরে পৌঁছায় তবে অটোরিক্সাটি মোট কত দুরত্ব অতিক্রম করেছে ? (WBP Constable Main 2016)

[a] 120 km
[b] 140 km 
[c] 160 km
[d] 200 km

Ans: (b) 140 km

সমাধান :

07%20


———————————————————————-

8. প্রশ্ন : একটি পাম্প একটি ট্যাঙ্ককে 2 ঘন্টায় জল পূর্ণ করতে পারে । ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির 2 1/3 ঘন্টা সময় লাগে । জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময়ে খালি হয়ে যাবে ? (WBP Constable Main 2016)
[a] 2 1/3 ঘন্টায়
[b] 8 ঘন্টা
[c] 7 ঘন্টা
[d]14 ঘন্টা 

Ans: (d) 14 hour

সমাধান :

08%20


 

 
———————————————————————-

9. প্রশ্ন :  একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয় । ঐ জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে ? (WBP Constable Main 2016)

[a] 22500 টাকা
[b] 21000 টাকা
[c] 25300 টাকা 
[d] 25800 টাকা

Ans: (c) 25300 টাকা

সমাধান :

09


———————————————————————

10. প্রশ্ন : দুটি সংখ্যার যোগফল 45 । সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের 1/9 অংশ । সংখ্যা দুটির লসাগু হলো : (WBP Constable Main 2016)

[a] 100 
[b] 150
[c] 250
[d] 200

Ans: (a) 100

সমাধান :

10%20


——————————————————————–

11. প্রশ্ন : একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যায় । যদি রবিবার দুপুরে ( 12 টার সময় ) ঘড়িটির সময় ঠিক করে দেওয়া হয় তবে সোমবার দুপুরে ( অর্থাৎ পরের দিন দুপুরে ) ঘড়িটি কী সময় দেখাবে ? (WBP Constable Main 2016)

[a] 12:00 মধ্যাহ্ন
[b] 11:58 PM
[c] 12:02 PM
[d] 11:58 AM

Ans: (d) 11:58 AM

সমাধান :

11%20


——————————————————————–

12. প্রশ্ন : একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত হল 7 : 9 : 12 । যদি সবচেয়ে বড় বাহু ও ছোট বাহুর অন্তর 15 cm হয় তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য হবে : (WBP Constable Main 2016)

[a] 12 cm
[b] 24 cm
[c] 60 cm
[d] 36 cm

Ans: (d) 36 cm

সমাধান :

12%20


——————————————————————–

13. প্রশ্ন :  630 টি জিনিস X, Y এবং Z এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হল যে X, Y এর থেকে তিনগুন এবং Y, Z এর থেকে পাঁচগুণ জিনিস পেল । X কতগুলি জিনিস পেয়েছিল ? (WBP Constable Main 2016)

[a] 425
[b] 400
[c] 450
[d] 475

Ans: (c) 450

সমাধান :

13%20


——————————————————————–

14.প্রশ্ন :  যদি y = 3x+12 এবং y=5 হয় তবে x এর মান হবে ? (WBP Constable Main 2016)

[a] 3/7
[b] 7/3
[c] -7
[d] -7/3

Ans: (d) -7/3

সমাধান :

14%20




———————————————————————-

15.প্রশ্ন :  একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হয়, তবে নম্বরটি – (WBP Constable Main 2016)

[a] 1% কমবে 
[b] পরিবর্তিত হবে না
[c] 1% বাড়বে
[d] 9%বাড়বে

Ans: (a) 1% কমবে

সমাধান :

15%20


——————————————————————–

16. প্রশ্ন : মান নির্নয় করো : ((√81×3) – (√16×4))/((√16×4)-(√81×3)) (WBP Constable Main 2016)

[a] 1
[b] -11
[c] 11
[d] -1

Ans: (d) -1

সমাধান :

16%20


——————————————————————–


Leave a comment