WBP কনস্টেবল ২০২২ মেন্স তে আসা অংকের সমাধান | WBP Constable 2022 Mains Detail Math Solution
Hello বন্ধুরা,
তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স, মকটেস্ট, স্টাডি ম্যাটেরিয়াল দেওয়ার পাশাপাশি আমরা বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্কের সমাধান নিয়েও হাজির হয়েছি আজ এই পর্বের মধ্যে আমরা WBP কনস্টেবল ২০২২ মেন্স তে আসা অংকের সমাধান ( WBP Constable 2022 Mains Detail Math Solution ) করার চেষ্টা করেছি প্রশ্ন গুলো দেখে আগে নিজে করতে পারো কিনা দেখো না পারলে নিচে দেওয়া সমাধান থেকে মিলিয়ে নাও |
রাজ্যের যেকোনো পরীক্ষা হোক বা কেন্দ্রের এই ধরনের অঙ্ক গুলি আগামী সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ |
রাজ্যের যেকোনো পরীক্ষা হোক বা কেন্দ্রের এই ধরনের অঙ্ক গুলি আগামী সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ |
1. প্রশ্ন : 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর ও উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়ো। যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয় তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয় । টিমের গড় বয়স কত বছর ? (WBP Constable Main 2021)
[a] 40
[b] 50
[c] 30
[d] 20
———————————————————————-
2. প্রশ্ন : একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে 5/3 এর পরিবর্তে 4/3 দিয়ে গুন করল । তার ভুলের শতাংশ কত ? (WBP Constable Main 2021)
[a] 40
[b] 50
[c] 30
[d] 20
———————————————————————-
3. প্রশ্ন : স্বামী, স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স 27 বছর ছিল এবং স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স 20 বছর ছিল । স্বামীর বর্তমান বয়স কত বছর ? (WBP Constable Main 2021)
[a] 40
[b] 50
[c] 30
[d] 20
———————————————————————-
4. প্রশ্ন : একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/4 অংশ গতিতে 42 কিমি পথ 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করলে, গাড়িটির প্রকৃত গতিবেগ কত কিমি/ঘন্টা ? (WBP Constable Main 2021)
[a] 100
[b] 200
[c] 50
[d] 25
———————————————————————-
5. প্রশ্ন : 100 ঘনডেসিমিটার কত ঘনমিলিমিটার হয় ? (WBP Constable Main 2021)
[a] 10000
[b] 100000
[c] 1000
[d] 100
———————————————————————-
6. প্রশ্ন : ( √625/11 × 14/√25 × 44/√196 ) = ? (WBP Constable Main 2021)
[a] 40
[b] 50
[c] 30
[d] 20
———————————————————————-
7. প্রশ্ন : একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার আছে । যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে, তবে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবে ? (WBP Constable Main 2021)
[a] 40
[b] 50
[c] 30
[d] 20
———————————————————————-
8. প্রশ্ন : যদি 517*324 সংখ্যাটি 3 দ্বারা নি:শেষে বিভাজ্য একটি সংখ্যা হয়, তবে * স্থানের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত ? (WBP Constable Main 2021)
[a] 3
[b] 4
[c] 2
[d] 1
———————————————————————-
9. প্রশ্ন : কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদ 81 টাকা হবে ? (WBP Constable Main 2021)
[a] 3
[b] 4
[c] 2
[d] 1
———————————————————————
10. প্রশ্ন : √(0.0169 x) = 13 হলে x এর মান কত ? (WBP Constable Main 2021)
[a] 10000
[b] 100000
[c] 1000
[d] 100
——————————————————————–
11. প্রশ্ন : কোনো একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পান । ওই নির্বাচনে 1/6 অংশ ভোট বাতিল হিসেবে গণ্য হয় । যদি মোট ভোটারের সংখ্যা 600 হয়, তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন ? (WBP Constable Main 2021)
[a] 100
[b] 200
[c] 50
[d] 25
——————————————————————–
12. প্রশ্ন : 180 কিমি দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে । যদি সমীর তার গতিবেগ দ্বিগুন করে, তবে তার শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে । সমীরের গতিবেগ ঘন্টায় কত কিমি ? (WBP Constable Main 2021)
[a] 40
[b] 50
[c] 30
[d] 20
——————————————————————–
13. প্রশ্ন : একই আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 এবং 9 বছরের সুদের পরিমাণের অনুপাত কত ? (WBP Constable Main 2021)
[a] 2 : 3
[b] তথ্য অসম্পূর্ণ
[c] 3 : 2
[d] 1 : 3
——————————————————————–
14.প্রশ্ন : ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যা 21, 36 ও 66 দ্বারা নি:শেষে বিভাজ্য হবে ? (WBP Constable Main 2021)
[a] 214434
[b] 231444
[c] 214344
[d] 213444
———————————————————————-
15.প্রশ্ন : এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল । সে 40% আপেল বিক্রয় করার পর 30 টি আপেল তার কাছে অবশিষ্ট থাকলে, প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল ? (WBP Constable Main 2021)
[a] 100
[b] 200
[c] 50
[d] 25
——————————————————————–
16. প্রশ্ন : নিম্নলিখিত সমীকরণটির x স্থানে কি বসবে ? (WBP Constable Main 2021)
4x/√128 = √162/4x
[a] 3
[b] 4
[c] 2
[d] 1
——————————————————————–
17. প্রশ্ন : স্টপেজে না থামলে একটি বাস 1 ঘন্টায় 54 কিমি পথ অতিক্রম করে । স্টপেজে দাঁড়ালে বাসটি 1 ঘন্টায় 36 কিমি পথ অতিক্রম করলে, প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজের জন্য দাঁড়ায় ? (WBP Constable Main 2021)
[a] 40
[b] 50
[c] 30
[d] 20
——————————————————————–
18. প্রশ্ন : 5 টি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি জলাধার জলশূন্য হয় । 4 টি পাম্প দিনে 6 ঘন্টা কাজ করলে কত দিন জলাধারটি জলশূন্য করতে পারবে ? (WBP Constable Main 2021)
[a] 40
[b] 50
[c] 30
[d] 20
——————————————————————–
19. প্রশ্ন : দুটি সংখ্যার অন্তর 1365 । বড়ো সংখ্যাটি কে ছোটো সংখ্যাটির দ্বারা ভাগ করলে ভাগফল 55 এবং ভাগশেষ 15 থাকলে, ছোট সংখ্যাটি কত ? (WBP Constable Main 2021)
[a] 100
[b] 200
[c] 50
[d] 25
——————————————————————–
20. প্রশ্ন : 1018 – র সঙ্গে নিম্নলিখিত কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা নি:শেষে বিভাজ্য হবে ? (WBP Constable Main 2021)
[a] 40
[b] 50
[c] 30
[d] 20
——————————————————————–